জলপাইগুড়ি, 7 নভেম্বর : ভাইফোঁটার দিন দুপুর 12টা থেকে রাত দশটা পর্যন্ত এক এক করে 405 জনকে ফোঁটা দিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ। নিজের বাড়িতেই এই ভাইফোঁটার আয়োজন করেন তিনি ৷ ফোঁটা দেন জেলার প্রত্যেক প্রান্ত থেকে আসা দলীয় কর্মী ও কাছের ভাই-দাদাদের।
রিকশা ইউনিয়নের সদস্য থেকে শুরু করে জেলার মন্ত্রী, যুব সভাপতি, সাংবাদিক, পুলিশ প্রশাসনের কর্তাদেরও শনিবার ভাইফোঁটা দেন মহুয়া গোপ । লাটাগুড়িতে নিজের বাড়িতেই প্যান্ডেল করে সারাদিন ধরেই ভাইফোঁটা দিয়েছেন তিনি। এবিষয়ে তিনি বলেন, "আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই । ভাইফোঁটা খুব কাছের একটা সম্পর্ক, তাই এই আয়োজন । আমি চাই আমাদের সঙ্গে জেলার সমস্ত স্তরের মানুষের সম্পর্কটা আরও নিবিড় হোক । সেই থেকেই মাথায় এসেছিল ভাইফোঁটার আয়োজনের বিষয়টি । আর বাড়ির পরিসরেই এই আয়োজন করেছিলাম ।"
আরও পড়ুন : Murder : দুর্গাপুরে তাসের আসরে যুবককে পিটিয়ে খুন
এদিন তিনি আরও বলেন, "এই অনুষ্ঠানের আয়োজন করার উদ্দেশ্য একটাই, দাদা, ভাই, বোন সকলে মিলে একসঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করা। যাঁদের আমি দাদা বা ভাই বলি সবাই এসেছিলেন ফোঁটা নিতে । আমি খুব খুশি যে আজ আমি 405 জনকে ভাইফোঁটা দিতে পেরেছি। এমন অনেকে এসেছিলেন যাঁরা কোনও দিন ভাইফোঁটাই নেননি । সংখ্যালঘু ভাইদেরও ফোঁটা দিয়ে আজ আমি গর্ব বোধ করছি।"
এদিন, জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, জেলার মন্ত্রী বুলুচিক বড়াইক, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য বিজয় চন্দ্র বর্মন-সহ জেলার প্রত্যেক ব্লক ও পঞ্চায়েত স্তরের সক্রিয় সদস্যের ডেকে ভাইফোঁটা দেন মহুয়া গোপ।