জলপাইগুড়ি, 6 নভেম্বর : জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে শারদ সম্মান 2020 সম্মান দেওয়া হল । দুর্গাপুজোয় নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, সেফ ড্রাই সেভ লাইফ সহ বেশ কয়েকটি বিভাগে পুরস্কৃত করা হয় এদিন। দুর্গাপুজোয় "সেফ ড্রাইভ, সেভ লাইফ " বিষয়ে সচেতেনতা বৃদ্ধির জন্য জলপাইগুড়ি জেলার সেরা থিম মিলন সংঘ (ধুপগুড়ি), সেরা প্রদর্শনী জলপাইগুড়ির পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ও পাঠাগার ও বিন্নাগুড়ি ডুয়ার্স স্পোর্টস দুর্গাপুজো সম্মান জানানো হয়েছে ।
বেস্ট ক্রাউড ম্যানেজমেন্ট আনন্দ ইয়ুথ ক্লাবের । পুজো প্যান্ডেলে বেস্ট সেফটি মেজরের জন্য বাবুপাড়া দুর্গাপুজো কমিটি বেলাকোবাকে সম্মান জানানো হয়। পুজোয় সেরা ডিসিপ্লিনের জন্য রামকৃষ্ণ সারদা সংঘ মালবাজারকে পুরস্কৃত করা হয়েছে। পুজো মণ্ডপে সিকিউরিটি ম্যানেজমেন্টের ফলে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব মেটেলি বাজারকেও পুরস্কৃত করা হয়েছে। জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি জানান, "আমরা পুজোর আগে পুজো কমিটিগুলির কাছে আবেদন করেছিলাম। আপনারা তা রেখেছেন। তার জন্য ধন্যবাদ। "দীপাবলি ভালোভাবে সবাই কাটাব বলে জানান জেলাশাসক।
পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, "আমার ছোটো অনুষ্ঠান করেছি এবার। আপনাদের উদ্যোগের প্রশংসার জন্যই এটা করা। আমাদের অনেক সময় আপনাদেরকে ফাইন করতে হয় আপনাদেরই সুরক্ষার জন্য। অনেক ক্লাব সদস্যের উদ্যোগকে আমার খুব ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি, অর্গান ডোনেটের জন্য উদ্যোগ নিয়েছি। সমাজের সহযোগিতা চাই। সমাজ এগিয়ে না এলে সম্ভব নয়।"
জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চ্যাটার্জি বলেন, "কালীপুজোর গাইড ম্যাপ বের করতে পারি। তার প্রস্তাব রাখছি পুলিশ সুপারের কাছে।" এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মণ, পৌরসভার পক্ষে সৈকত চ্যাটার্জি, সন্দীপ মাহাত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল সহ অন্যান্যরা।