ETV Bharat / state

কোরোনা চিকিৎসার জন্য নার্সিংহোম নিচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসন - জলপাইগুড়ি

কোরোনা ভাইরাসের সংক্রমণে পজি়টিভ রোগী এলে আর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হবে না । এখন থেকে জলপাইগুড়ির শহরের এক প্রান্তে থাকা রাজবাড়ি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে কোরোনা পজিটিভ রোগীদের রাখা হবে ।

jalpaiguri District administration is taking Nursing home for Corona treatment
jalpaiguri District administration is taking Nursing home for Corona treatment
author img

By

Published : Apr 1, 2020, 11:49 PM IST

জলপাইগুড়ি, 1 এপ্রিল: এবার থেকে কোরোনা পজি়টিভ রোগীদের রাখা হবে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে । তাই রাজবাড়ি এলাকার ওই নার্সিংহোম খালি করার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন ।

কোরোনা ভাইরাসের সংক্রমণে পজিটিভ রোগী এলে আর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হবে না । এখন থেকে জলপাইগুড়ির শহরের এক প্রান্তে থাকা রাজবাড়ি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে কোরোনা পজিটিভ রোগীদের রাখা হবে । আজ জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, SDO সদর রঞ্জন কুমার দাস সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন । বৈঠকে ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়ও ।

জানা গেছে জলপাইগুড়ি জেলাপ্রশাসনের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি নার্সিংহোমের চিকিৎসাধীন রোগীদের ছুটি অথবা অন্যত্র স্থানান্তরিত করার কথা বলা হয়েছে । তবে সরকারের তরফে পার্সোনাল প্রোটেকশন ইকুয়িপমেন্ট (PPE) না পেলে কাজ করবেন না বলে বেঁকে বসে নার্সিংহোমের কর্মীরা । তবে প্রশাসনের তরফে তাঁদের সুরক্ষামূলক সরঞ্জাম দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “সরকারের কাজে জন্য যা যা করণীয় তা করা হবে । তবে আমাদের কর্মীদের পার্সোনাল প্রোটেকশন ইকুয়িপমেন্ট দেওয়ার কথা বলেছি । কারণ কর্মীরা আতঙ্কিত ।“

জলপাইগুড়ি, 1 এপ্রিল: এবার থেকে কোরোনা পজি়টিভ রোগীদের রাখা হবে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে । তাই রাজবাড়ি এলাকার ওই নার্সিংহোম খালি করার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন ।

কোরোনা ভাইরাসের সংক্রমণে পজিটিভ রোগী এলে আর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হবে না । এখন থেকে জলপাইগুড়ির শহরের এক প্রান্তে থাকা রাজবাড়ি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে কোরোনা পজিটিভ রোগীদের রাখা হবে । আজ জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, SDO সদর রঞ্জন কুমার দাস সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন । বৈঠকে ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়ও ।

জানা গেছে জলপাইগুড়ি জেলাপ্রশাসনের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি নার্সিংহোমের চিকিৎসাধীন রোগীদের ছুটি অথবা অন্যত্র স্থানান্তরিত করার কথা বলা হয়েছে । তবে সরকারের তরফে পার্সোনাল প্রোটেকশন ইকুয়িপমেন্ট (PPE) না পেলে কাজ করবেন না বলে বেঁকে বসে নার্সিংহোমের কর্মীরা । তবে প্রশাসনের তরফে তাঁদের সুরক্ষামূলক সরঞ্জাম দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “সরকারের কাজে জন্য যা যা করণীয় তা করা হবে । তবে আমাদের কর্মীদের পার্সোনাল প্রোটেকশন ইকুয়িপমেন্ট দেওয়ার কথা বলেছি । কারণ কর্মীরা আতঙ্কিত ।“

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.