ETV Bharat / state

জামিনের আবেদন খারিজ, এখনই পাহাড়ে ফেরা হচ্ছে না গুরুং, রোশনদের - gorkha janamukti morcha

গুরুং, রোশনদের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ফলে আপাতত পাহাড়ে ফেরা হচ্ছে না তাঁদের। মামলার পরবর্তী শুনানি 25 ও 26 এপ্রিল।

বিমল গুরুং
author img

By

Published : Apr 16, 2019, 7:29 PM IST

জলপাইগুড়ি, 16 এপ্রিল : বিমল গুরুঙের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ফলে আপাতত জামিন পেলেন না তিনি। আজ একথা জানালেন সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি। মোট 78টি মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন বিমল। যার মধ্যে মূল দু'টি মামলার একটি দার্জিলিং ও অপরটি কার্শিয়ং থানার বলে জানা গেছে। 25 ও 26 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তার আগে আপাতত পাহাড়ে ওঠা হচ্ছে না বিমল গুরুং, রোশন গিরিদের।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি জানান, বিমল গুরুং আগাম জামিনের আবেদন করেছিলেন মূল দু'টি মামলাসহ মোট 78টি মামলায়। যার মধ্যে কার্শিয়ঙ থানার 206 নম্বর কেসে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। যার জামিনের আবেদন নিজেই করেছেন গুরুং। সৈকতবাবু আরও জানান, গুরুং দির্ঘদিন ধরেই গা ঢাকা দিয়ে আছেন। তিনি ভেবেছিলেন ভোটের আগে জামিন নিয়ে পাহাড়ে যাবেন সেটা আর হল না। কিন্তু এতগুলো মামলা থাকায় পরবর্তী শুনানির তারিখ 25 ও 26 তারিখ ধার্য করা হয়েছে।

অন্যদিকে, 4 এপ্রিল দার্জিলিং থানার কেস নম্বর 115-র প্রেক্ষিতে বিমল গুরুং ও রোশন গিরি জামিনের আবেদন করেন। যাতে তাঁদের বিরুদ্ধে প্রাণনাশের চেস্টা, কর্তব্যরত পুলিশের উপর আক্রমণসহ অস্ত্র আইনে মামলা রয়েছে। আজ মামলা দু'টির শুনানি ছিল বিচারপতি সঞ্জিব ব্যানার্জি ও শুভ্রা ঘোষের ভিভিশন বেঞ্চে। রাজ্য সরকারের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, শাশ্বত মুখার্জি, অফিতি শংকর চক্রবর্তী ও সৈকত চ্যাটার্জি।

জলপাইগুড়ি, 16 এপ্রিল : বিমল গুরুঙের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ফলে আপাতত জামিন পেলেন না তিনি। আজ একথা জানালেন সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি। মোট 78টি মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন বিমল। যার মধ্যে মূল দু'টি মামলার একটি দার্জিলিং ও অপরটি কার্শিয়ং থানার বলে জানা গেছে। 25 ও 26 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তার আগে আপাতত পাহাড়ে ওঠা হচ্ছে না বিমল গুরুং, রোশন গিরিদের।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি জানান, বিমল গুরুং আগাম জামিনের আবেদন করেছিলেন মূল দু'টি মামলাসহ মোট 78টি মামলায়। যার মধ্যে কার্শিয়ঙ থানার 206 নম্বর কেসে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। যার জামিনের আবেদন নিজেই করেছেন গুরুং। সৈকতবাবু আরও জানান, গুরুং দির্ঘদিন ধরেই গা ঢাকা দিয়ে আছেন। তিনি ভেবেছিলেন ভোটের আগে জামিন নিয়ে পাহাড়ে যাবেন সেটা আর হল না। কিন্তু এতগুলো মামলা থাকায় পরবর্তী শুনানির তারিখ 25 ও 26 তারিখ ধার্য করা হয়েছে।

অন্যদিকে, 4 এপ্রিল দার্জিলিং থানার কেস নম্বর 115-র প্রেক্ষিতে বিমল গুরুং ও রোশন গিরি জামিনের আবেদন করেন। যাতে তাঁদের বিরুদ্ধে প্রাণনাশের চেস্টা, কর্তব্যরত পুলিশের উপর আক্রমণসহ অস্ত্র আইনে মামলা রয়েছে। আজ মামলা দু'টির শুনানি ছিল বিচারপতি সঞ্জিব ব্যানার্জি ও শুভ্রা ঘোষের ভিভিশন বেঞ্চে। রাজ্য সরকারের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, শাশ্বত মুখার্জি, অফিতি শংকর চক্রবর্তী ও সৈকত চ্যাটার্জি।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.