জলপাইগুড়ি, 19 অগাস্ট : ফের জামিনের আবেদন খারিজ হল বিমল গুরুং এবং রোশন গিরির । জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারক জয়মাল্য বাগচী এবং মনজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ আজ তাঁদের জামিনের আবেদন নাকচ করে । আগামী বৃহস্পতিবার ফের মামলার শুনানি হবে ।
5 এপ্রিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং দু'টি মামলায় আগাম জামিনের আবেদন করেন । মোর্চা সুপ্রিমো যাতে কোনওভাবেই জামিন না পান, সেজন্য দার্জিলিঙের সমস্ত তদন্তকারী অফিসারদের নিয়ে 25 এপ্রিল বৈঠকে করেন সরকারি আইনজীবীরা । তারপর তাঁর জামিনের আবেদন খারিজ হয় । পরে ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দায়ের হওয়া 91টি মামলার আগাম জামিনের আবেদন জানান গুরুং । সেটিও খারিজ হয়ে যায় । আজ তাঁরা 120টি মামলায় আগাম জামিনের আবেদন করেন । কিন্তু, আবেদন খারিজ করে দেন বিচারপতি দ্বয় ।
সার্কিট বেঞ্চের APP(অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর) অদিতি শংকর চক্রবর্তী বলেন, "বিমল গুরুং এবং রোশন গিরির 120টি মামলার জামিনের আবেদন নাকচ হয়েছে । বিচারপতি নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে 120টি মামলার স্ট্যাটাস রিপোর্ট তৈরি করে আদালতে জমা দিতে ।" পাশাপাশি বিমল গুরুংয়ের আইনজীবী আদালতে আবেদন জানান, বৃহস্পতিবার পর্যন্ত যাতে বিমল গুরুং এবং রোশন গিরিকে গ্রেপ্তার না করা হয় । আজ সেই আবেদনও খারিজ করে দেন বিচারপতি ।
এবিষয়ে সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "বিমল গুরুং এমন কিছু মামলায় অভিযুক্ত যে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে । এমন অবস্থায় তাঁকে কখনই জামিন দেওয়া যায় না । তাঁর গ্রেপ্তারের ক্ষেত্রেও স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয় । এটাই আমরা বলেছি ।"