জলপাইগুড়ি, 6 জুন : কোরোনায় আক্রান্ত জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের এক বন্দী । ফলে, সংশোধনাগারের অন্য বন্দীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । ওই বন্দীর নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় পুলিশকর্মীকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই বন্দী বর্তমানে শিলিগুড়ির কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন ।
কোরোনা মোকাবিলার উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় জানান, জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত ওই বন্দীর 13 মে পেটে ব্যথা হয় । অসুস্থ অবস্থায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । শারীরিক অবস্থার অবনতি হলে 27 মে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । তখন থেকে সে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । অর্থাৎ, ওই বন্দী 24 দিন সংশোধানাগারের বাইরে ।
জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে প্রায় 1250 জন রয়েছে । ফলে, আশঙ্কায় জেল কর্তৃপক্ষ। বন্দীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ।