জলপাইগুড়ি, 16 জুলাই : এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণের সাথে দেখা করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় । এদিন ঢিং পাড়ার বাড়িতে গিয়ে স্বপ্না বর্মণের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন BJP সাংসদ নেতৃত্ব ।
স্বপ্নার বাড়ি থেকে বন বিভাগেরের অভিযানের পর কাঠের লগ উদ্ধারের ঘটনার পর উত্তাল হয় । সোশাল মিডিয়া জুড়ে প্রশ্ন ওঠে নদী থেকে ভেসে আসা কাঠ নিয়েছিল তাতে অন্যায়ের কি আছে । এই সময় অনেকেই এই কাঠ সংগ্রহ করে রাখে ।
স্বপ্নার বাড়িতে থেকে অবৈধ কাঠ উদ্ধার হয় । বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত স্বপ্নার নির্মিয়মান বাড়িতে অভিযান চালায় । উদ্ধার হয় কাঠের লগ ।এরপর বনবিভাগ কাঠের লগ বাজেয়াপ্ত করে নিয়ে যায় । স্বপ্নাকে কাঠের কাগজ দেখানোর জন্য 30 দিনের সময় দেন বনবিভাগ । এরপরেই উত্তরবঙ্গ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে ।
এদিন স্বপ্নার বাড়িতে যান জয়ন্ত কুমার রায়, BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী, সহ সভাপতি অলোক চক্রবর্তী, ধৃতী মোহন রায়সহ BJP-র নেতারা । এদিন সাংসদ স্বপ্নার কাছ থেকে কাঠের বিষয়টি জানার চেষ্টা করেন । সাংসদ বলেন স্বপ্না আমাদের দেশের গর্ব আমি সৌজন্যে সাক্ষাৎ করার জন্যই গেছিলাম ।
অন্যদিকে BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, "আমরা স্বপ্নার বাড়ি গেছিলাম খোঁজ খবর নিতে । তবে স্বপ্নার বাড়িতে বনবিভাগ অভিযান চালিয়েছে ।সেটা রাজ্য সরকারের বিষয় । অনেকে প্রচার করছে BJP-র চক্রান্ত । এটা ঠিক নয় কারণ রাজ্য সরকার BJP-র না । আইন আইনের পথেই চলবে দোষগুণ সেটা আদালত বিচার করবে । এদিকে স্বপ্না এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি ।