ETV Bharat / state

Dhupguri Workers Died : কাশ্মীর থেকে আসছে দীপকের নিথর দেহ, জানেন না মানসিক ভারসাম্যহীন দাদা ও বৃদ্ধ বাবা-মা - Dhupguri Workers Died in kashmir

কাশ্মীরে কাজে গিয়ে প্রাণ হারিয়েছেন ধূপগুড়ির পাঁচ যুবক (Dhupguri Workers Died) ৷ এর মধ্যে দু'জনের বাড়িতে মৃত্যুর খবর জানানো হলেও বাকি তিনজনের বাড়িতে এখনও জানানো হয়নি ৷ কীভাবে ছেলের মৃত্যু সংবাদ তাঁদের জানাবেন তা ভেবে পাচ্ছেন না প্রতিবেশী থেকে জন প্রতিনিধিরা ৷ dead worker's body to came

dhupguri
মৃতের পরিবার
author img

By

Published : May 22, 2022, 4:50 PM IST

ধূপগুড়ি, 22 মে : উপার্জনের উদ্দেশ্যে মাসখানেক আগে কাশ্মীরে কাজে যান জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের চরচরাবাড়ী এলাকার বাসিন্দা দীপক রায় ৷ পরিবারে উপার্জনকারী বলতে তিনি আর বৃদ্ধ বাবা ক্ষীরপ্রসাদ রায় ৷ ঘরে রয়েছেন মানসিক ভারসাম্যহীন দাদা ও মা ৷ দীপকের উপার্জন আর বৃদ্ধ বাবা এক দেড় বিঘা জমিতে যেটুকু চাষাবাদ করতেন তাই দিয়েই সংসার চলছিল কোনওরকমে ৷ কিন্তু এখন কী হবে ? কীভাবে চলবে সংসার ? কারণ দীপক যে আর নেই ৷

বৃহস্পতিবার রাতে জম্মুর রাম্বানে সুড়ঙ্গের মধ্যে কাজ করার সময় জাতীয় সড়কে আচমকাই ধস নামে ৷ তার জেরেই মৃত্যু হয় দীপক রায়-সহ ধূপগুড়ির পাঁচ যুবকের ৷ এই দুঃসংবাদ এখনও পৌঁছয়নি দীপকের পরিবারের কাছে ৷ পাঁচটি পরিবারকে কীভাবে একসঙ্গে সামলানো যাবে তা ভেবেই জানানো হয়নি তাঁদের ৷

আরও পড়ুন : Tunnel missing : জম্মুতে কাজ করতে গিয়ে নিখোঁজ ধূপগুড়ির 5 যুবক

শুধু শুনেছেন ছেলের কর্মস্থলে একটি দুর্ঘটনা ঘটেছে । তবে বাড়িতে ঘনঘন প্রতিবেশী এবং পঞ্চায়েত প্রধানের যাতায়াতে আশঙ্কা দানা বেঁধেছে । পরিবারের একমাত্র উপার্জনকারী দীপকের দেহ সোমবার পৌঁছবে জলপাইগুড়ির বাড়িতে ৷ এই বাস্তব সত্য কীভাবে মেনে নেবে দীপকের পরিবার, তা নিয়ে যথেষ্ট চিন্তায় এলাকাবাসী থেকে শুরু করে তথা পঞ্চায়েত প্রধান ধর্মনারায়ণ রায় ।

গ্রামের ছেলের মৃত্যুর ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য

ধূপগুড়ি ব্লকের পশ্চিম মল্লিকপাড়া ও গধেয়ারকুঠি এই দুই গ্রামের পাঁচজন যুবকের নিখোঁজের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । শুক্রবার দুপুরে পুলিশ সুপার দেবর্ষি দত্ত ইতিমধ্যেই একটি পরিবারের সঙ্গে দেখা করেছেন ৷ জেলা প্রশাসনের তরফে দ্রুত দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা শুরু হলেও দীপকের পরিবারকে এখনও জানানো হয়নি ছেলের মৃত্যু সংবাদ ৷ দেহ আসার পর যে কী হবে তা ভেবেই পাচ্ছেন না প্রতিবেশীরা ৷

আরও পড়ুন : Dhupguri Workers Died : জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধসে ধূপগুড়ির নিখোঁজ 5 শ্রমিকেরই মৃত্যু

ধূপগুড়ি, 22 মে : উপার্জনের উদ্দেশ্যে মাসখানেক আগে কাশ্মীরে কাজে যান জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের চরচরাবাড়ী এলাকার বাসিন্দা দীপক রায় ৷ পরিবারে উপার্জনকারী বলতে তিনি আর বৃদ্ধ বাবা ক্ষীরপ্রসাদ রায় ৷ ঘরে রয়েছেন মানসিক ভারসাম্যহীন দাদা ও মা ৷ দীপকের উপার্জন আর বৃদ্ধ বাবা এক দেড় বিঘা জমিতে যেটুকু চাষাবাদ করতেন তাই দিয়েই সংসার চলছিল কোনওরকমে ৷ কিন্তু এখন কী হবে ? কীভাবে চলবে সংসার ? কারণ দীপক যে আর নেই ৷

বৃহস্পতিবার রাতে জম্মুর রাম্বানে সুড়ঙ্গের মধ্যে কাজ করার সময় জাতীয় সড়কে আচমকাই ধস নামে ৷ তার জেরেই মৃত্যু হয় দীপক রায়-সহ ধূপগুড়ির পাঁচ যুবকের ৷ এই দুঃসংবাদ এখনও পৌঁছয়নি দীপকের পরিবারের কাছে ৷ পাঁচটি পরিবারকে কীভাবে একসঙ্গে সামলানো যাবে তা ভেবেই জানানো হয়নি তাঁদের ৷

আরও পড়ুন : Tunnel missing : জম্মুতে কাজ করতে গিয়ে নিখোঁজ ধূপগুড়ির 5 যুবক

শুধু শুনেছেন ছেলের কর্মস্থলে একটি দুর্ঘটনা ঘটেছে । তবে বাড়িতে ঘনঘন প্রতিবেশী এবং পঞ্চায়েত প্রধানের যাতায়াতে আশঙ্কা দানা বেঁধেছে । পরিবারের একমাত্র উপার্জনকারী দীপকের দেহ সোমবার পৌঁছবে জলপাইগুড়ির বাড়িতে ৷ এই বাস্তব সত্য কীভাবে মেনে নেবে দীপকের পরিবার, তা নিয়ে যথেষ্ট চিন্তায় এলাকাবাসী থেকে শুরু করে তথা পঞ্চায়েত প্রধান ধর্মনারায়ণ রায় ।

গ্রামের ছেলের মৃত্যুর ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য

ধূপগুড়ি ব্লকের পশ্চিম মল্লিকপাড়া ও গধেয়ারকুঠি এই দুই গ্রামের পাঁচজন যুবকের নিখোঁজের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । শুক্রবার দুপুরে পুলিশ সুপার দেবর্ষি দত্ত ইতিমধ্যেই একটি পরিবারের সঙ্গে দেখা করেছেন ৷ জেলা প্রশাসনের তরফে দ্রুত দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা শুরু হলেও দীপকের পরিবারকে এখনও জানানো হয়নি ছেলের মৃত্যু সংবাদ ৷ দেহ আসার পর যে কী হবে তা ভেবেই পাচ্ছেন না প্রতিবেশীরা ৷

আরও পড়ুন : Dhupguri Workers Died : জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধসে ধূপগুড়ির নিখোঁজ 5 শ্রমিকেরই মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.