ধূপগুড়ি, 27 অগস্ট: গার্লস কলেজের ক্লাসরুমে ঢুকে শুটিং করার অভিযোগ উঠল আইপ্যাকের বিরুদ্ধে ৷ 5 সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন ৷ জানা গিয়েছে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের পক্ষে এই শুটিং হচ্ছিল ৷ তিনিও ওই কলেজেই পড়ান। অভিযোগ, মহিলা কলেজে বহিরাগতরা ঢুকে শুটিং করছে ৷ এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি ৷ সিপিএমের প্রশ্ন, কলেজে শুটিং করল কারা? স্থানীয় তৃণমূল নেতা রাজেশ সিং এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ আর ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যক্ষের দাবি, কলেজের ভিতরে কাউকে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি ৷
সূত্রে জানা গিয়েছে, শনিবার ধূপগুড়ির গার্লস কলেজে শুটিং করে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক ৷ এই সংস্থাই রাজ্যের শাসকদলের হয়ে রাজনৈতিক থেকে শুরু করে নির্বাচনী রণকৌশল ঠিক করে ৷ তাদের শুটিংয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে ক্যামেরার পিছন থেকে পড়ুয়াদের কী কী বলতে হবে তা শিখিয়ে দেওয়া হচ্ছে ৷ ঠিক সেভাবেই পড়ুয়াদের বুলি আওড়াতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ ৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
আরও পড়ুন: 'ভাইপো হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাটারে করে দেবে ফাঁকা', কবিগানে তোপ অসীমের
এই মহিলা কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ৷ এদিকে ইতিহাস বিভাগের ক্লাসরুমে ভিতরে দরজা বন্ধ করে শুটিং করা হয়েছে বলে অভিযোগ ৷ তৃণমূলে নেতা রাজেশ সিং বলেন, "শুটিংয়ে দলের কোনও পতাকা ছিল না ৷ কী হয়েছে, কারা শুটিং করেছে, তার দায়ভার কলেজ কর্তৃপক্ষের নেওয়া উচিত ৷ কিছু না-জেনে তৃণমূল তার দায়িত্ব নিতে যাবে কেন ?" এদিকে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় দেবনাথ বলেন, "আমার জানা নেই কারা শুটিং করেছে ৷"
প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী তৃণমূলকে দায়ী করে বলেন, "ধূপগুড়িতে উপনির্বাচন হচ্ছে ৷ নির্বাচন কমিশন কী করছে ? প্রশাসন কী করছে ? বাইরের কোম্পানি টাকার বিনিময়ে এসে ধূপগুড়ি কলেজে দাপিয়ে বেড়াচ্ছে- কারা এই অনুমতি দিল ?" তাঁর দাবি, তৃণমূলের এই ধরনের বিপজ্জনক কাজ বন্ধ করা উচিত ৷
বিজেপির লিগ্যাল সেলের আহ্বায়ক সৌজিত সিংহের অভিযোগ, "কলেজে ঢুকে আইপ্যাকের পক্ষ থেকে শুটিং করে প্রার্থীর প্রচার করা হচ্ছে ৷ সরকারি সাহায্যপ্রাপ্ত একটি কলেজে এই মুহূর্তে ক্লাসরুম ও ক্যাম্পাসে এই ধরনের ভিডিয়ো করার অনুমতি কে দিলো ? আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব ৷ এদের বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলছি ৷"
আরও পড়ুন: শেড করে স্কুলে গাড়ি রাখায় বেজায় চটলেন অবজারভার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ধরালেন শোকজ নোটিশ
শিক্ষক তথা ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁর কথায়, "নতুন প্রজন্মকে কী শেখানো হচ্ছে ! শাসক যে পথে যাচ্ছে তা অত্যন্ত লজ্জার ৷" পাশাপাশি, এই ঘটনায় কলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে ৷ আইপ্যাকের দল কার অনুমতিতে মহিলা কলেজের ভিতরে ঢুকল এবং সকলের নজর এড়িয়ে ছাত্রীদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা শুটিং করল তা নিয়েও চর্চা শুরু হয়েছে।