ETV Bharat / state

Dhupguri Bye Election 2023: ধূপগুড়ি গার্লস কলেজে আইপ্যাকের শুটিংয়ের অভিযোগ, প্রতিবাদে সরব বাম-বিজেপি - Dhupguri Bypoll

ধূপগুড়ির মহিলা কলেজে ইতহাসের ক্লাসরুমে কলেজ পড়ুয়াদের নিয়ে শুটিং করার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ অভিযোগ, নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাক উপনির্বাচনের আগে এই প্রচারমূলক শুটিং করছে ৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ETV Bharat
ধূপগুড়ি গার্লস কলেজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 7:35 AM IST

Updated : Aug 27, 2023, 8:22 AM IST

ধূপগুড়ি গার্লস কলেজে আইপ্যাকের বিরুদ্ধে শুটিংয়ের অভিযোগ

ধূপগুড়ি, 27 অগস্ট: গার্লস কলেজের ক্লাসরুমে ঢুকে শুটিং করার অভিযোগ উঠল আইপ্যাকের বিরুদ্ধে ৷ 5 সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন ৷ জানা গিয়েছে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের পক্ষে এই শুটিং হচ্ছিল ৷ তিনিও ওই কলেজেই পড়ান। অভিযোগ, মহিলা কলেজে বহিরাগতরা ঢুকে শুটিং করছে ৷ এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি ৷ সিপিএমের প্রশ্ন, কলেজে শুটিং করল কারা? স্থানীয় তৃণমূল নেতা রাজেশ সিং এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ আর ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যক্ষের দাবি, কলেজের ভিতরে কাউকে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি ৷

সূত্রে জানা গিয়েছে, শনিবার ধূপগুড়ির গার্লস কলেজে শুটিং করে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক ৷ এই সংস্থাই রাজ্যের শাসকদলের হয়ে রাজনৈতিক থেকে শুরু করে নির্বাচনী রণকৌশল ঠিক করে ৷ তাদের শুটিংয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে ক্যামেরার পিছন থেকে পড়ুয়াদের কী কী বলতে হবে তা শিখিয়ে দেওয়া হচ্ছে ৷ ঠিক সেভাবেই পড়ুয়াদের বুলি আওড়াতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ ৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আরও পড়ুন: 'ভাইপো হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাটারে করে দেবে ফাঁকা', কবিগানে তোপ অসীমের

এই মহিলা কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ৷ এদিকে ইতিহাস বিভাগের ক্লাসরুমে ভিতরে দরজা বন্ধ করে শুটিং করা হয়েছে বলে অভিযোগ ৷ তৃণমূলে নেতা রাজেশ সিং বলেন, "শুটিংয়ে দলের কোনও পতাকা ছিল না ৷ কী হয়েছে, কারা শুটিং করেছে, তার দায়ভার কলেজ কর্তৃপক্ষের নেওয়া উচিত ৷ কিছু না-জেনে তৃণমূল তার দায়িত্ব নিতে যাবে কেন ?" এদিকে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় দেবনাথ বলেন, "আমার জানা নেই কারা শুটিং করেছে ৷"

প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী তৃণমূলকে দায়ী করে বলেন, "ধূপগুড়িতে উপনির্বাচন হচ্ছে ৷ নির্বাচন কমিশন কী করছে ? প্রশাসন কী করছে ? বাইরের কোম্পানি টাকার বিনিময়ে এসে ধূপগুড়ি কলেজে দাপিয়ে বেড়াচ্ছে- কারা এই অনুমতি দিল ?" তাঁর দাবি, তৃণমূলের এই ধরনের বিপজ্জনক কাজ বন্ধ করা উচিত ৷

বিজেপির লিগ্যাল সেলের আহ্বায়ক সৌজিত সিংহের অভিযোগ, "কলেজে ঢুকে আইপ্যাকের পক্ষ থেকে শুটিং করে প্রার্থীর প্রচার করা হচ্ছে ৷ সরকারি সাহায্যপ্রাপ্ত একটি কলেজে এই মুহূর্তে ক্লাসরুম ও ক্যাম্পাসে এই ধরনের ভিডিয়ো করার অনুমতি কে দিলো ? আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব ৷ এদের বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলছি ৷"

আরও পড়ুন: শেড করে স্কুলে গাড়ি রাখায় বেজায় চটলেন অবজারভার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ধরালেন শোকজ নোটিশ

শিক্ষক তথা ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁর কথায়, "নতুন প্রজন্মকে কী শেখানো হচ্ছে ! শাসক যে পথে যাচ্ছে তা অত্যন্ত লজ্জার ৷" পাশাপাশি, এই ঘটনায় কলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে ৷ আইপ্যাকের দল কার অনুমতিতে মহিলা কলেজের ভিতরে ঢুকল এবং সকলের নজর এড়িয়ে ছাত্রীদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা শুটিং করল তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

ধূপগুড়ি গার্লস কলেজে আইপ্যাকের বিরুদ্ধে শুটিংয়ের অভিযোগ

ধূপগুড়ি, 27 অগস্ট: গার্লস কলেজের ক্লাসরুমে ঢুকে শুটিং করার অভিযোগ উঠল আইপ্যাকের বিরুদ্ধে ৷ 5 সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন ৷ জানা গিয়েছে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের পক্ষে এই শুটিং হচ্ছিল ৷ তিনিও ওই কলেজেই পড়ান। অভিযোগ, মহিলা কলেজে বহিরাগতরা ঢুকে শুটিং করছে ৷ এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি ৷ সিপিএমের প্রশ্ন, কলেজে শুটিং করল কারা? স্থানীয় তৃণমূল নেতা রাজেশ সিং এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ আর ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যক্ষের দাবি, কলেজের ভিতরে কাউকে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি ৷

সূত্রে জানা গিয়েছে, শনিবার ধূপগুড়ির গার্লস কলেজে শুটিং করে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক ৷ এই সংস্থাই রাজ্যের শাসকদলের হয়ে রাজনৈতিক থেকে শুরু করে নির্বাচনী রণকৌশল ঠিক করে ৷ তাদের শুটিংয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে ক্যামেরার পিছন থেকে পড়ুয়াদের কী কী বলতে হবে তা শিখিয়ে দেওয়া হচ্ছে ৷ ঠিক সেভাবেই পড়ুয়াদের বুলি আওড়াতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ ৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আরও পড়ুন: 'ভাইপো হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাটারে করে দেবে ফাঁকা', কবিগানে তোপ অসীমের

এই মহিলা কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ৷ এদিকে ইতিহাস বিভাগের ক্লাসরুমে ভিতরে দরজা বন্ধ করে শুটিং করা হয়েছে বলে অভিযোগ ৷ তৃণমূলে নেতা রাজেশ সিং বলেন, "শুটিংয়ে দলের কোনও পতাকা ছিল না ৷ কী হয়েছে, কারা শুটিং করেছে, তার দায়ভার কলেজ কর্তৃপক্ষের নেওয়া উচিত ৷ কিছু না-জেনে তৃণমূল তার দায়িত্ব নিতে যাবে কেন ?" এদিকে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় দেবনাথ বলেন, "আমার জানা নেই কারা শুটিং করেছে ৷"

প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী তৃণমূলকে দায়ী করে বলেন, "ধূপগুড়িতে উপনির্বাচন হচ্ছে ৷ নির্বাচন কমিশন কী করছে ? প্রশাসন কী করছে ? বাইরের কোম্পানি টাকার বিনিময়ে এসে ধূপগুড়ি কলেজে দাপিয়ে বেড়াচ্ছে- কারা এই অনুমতি দিল ?" তাঁর দাবি, তৃণমূলের এই ধরনের বিপজ্জনক কাজ বন্ধ করা উচিত ৷

বিজেপির লিগ্যাল সেলের আহ্বায়ক সৌজিত সিংহের অভিযোগ, "কলেজে ঢুকে আইপ্যাকের পক্ষ থেকে শুটিং করে প্রার্থীর প্রচার করা হচ্ছে ৷ সরকারি সাহায্যপ্রাপ্ত একটি কলেজে এই মুহূর্তে ক্লাসরুম ও ক্যাম্পাসে এই ধরনের ভিডিয়ো করার অনুমতি কে দিলো ? আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব ৷ এদের বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলছি ৷"

আরও পড়ুন: শেড করে স্কুলে গাড়ি রাখায় বেজায় চটলেন অবজারভার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ধরালেন শোকজ নোটিশ

শিক্ষক তথা ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁর কথায়, "নতুন প্রজন্মকে কী শেখানো হচ্ছে ! শাসক যে পথে যাচ্ছে তা অত্যন্ত লজ্জার ৷" পাশাপাশি, এই ঘটনায় কলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে ৷ আইপ্যাকের দল কার অনুমতিতে মহিলা কলেজের ভিতরে ঢুকল এবং সকলের নজর এড়িয়ে ছাত্রীদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা শুটিং করল তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

Last Updated : Aug 27, 2023, 8:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.