জলপাইগুড়ি, 12 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে । জলপাইগুড়ির মাল মহকুমার ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মেহবুব আলমের অভিযোগ, যোগ্য প্রার্থীদের পরিবর্তে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের টিকিট দেওয়া হচ্ছে । আর এই অভিযোগ তিনি তুললেন বর্তমান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহাদেব রায়ের বিরুদ্ধে ।
মেহবুব আলম বলেন, "দলের বর্তমান ব্লক সভাপতি মহাদেব রায় বৈষম্যের রাজনীতি করছেন । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন যোগ্য প্রার্থীদের টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছেন । সেখানে দাঁড়িয়ে বর্তমান ব্লক সভাপতি প্রকৃত যোগ্য প্রার্থীদের ব্রাত্য করে রেখে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের টিকিট দিচ্ছেন ।"
তাঁর অভিযোগ, দলের কারোর সঙ্গে আলোচনা না করেই মহাদেব রায় একাই সিদ্ধান্ত নিয়ে এসব কিছু করছেন । বিরোধীদের সুবিধা করে দেওয়ার লক্ষ্যেই তিনি এই কাজ করে দলের ক্ষতিসাধন করছেন । সত্ত্বর এসব কিছু বন্ধ না হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মেহবুব । এ বিষয়ে বর্তমান ব্লক সভাপতি মহাদেব রায় জানান, তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ।
আরও পড়ুন: রণক্ষেত্র ডোমকলে তৃণমূল নেতার কোমরে মিলল পিস্তল, মনোনয়নের দ্বিতীয়দিনেও উত্তাল রাজ্যের একাধিক জায়গা
পালটা বর্তমান ব্লক সভাপতির দাবি, সংবাদমাধ্যমের কাছে খোলাখুলি এসব বলে মেহবুব আলম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন । টিকিট দেওয়ার বিষয়ে তাঁর কোনও হাত নেই । নির্বাচনে দল কাকে টিকিট দেবে সেটা ঠিক করার মালিক তিনি নন । ঊর্ধ্বতন নেতৃত্ব এটা ঠিক করে থাকেন । প্রাক্তন ব্লক সভাপতি তাঁর বিরুদ্ধে মনগড়া অভিযোগ করছেন বলেও পালটা দাবি করেন মহাদেব রায় । টিকিট দেওয়ার বিষয়ে তাঁর মতামত থাকলেও তিনি দলগত স্তরে প্রস্তাব রাখতে পারতেন । সংবাদমাধ্যমে এভাবে বিবৃতি দিয়ে তিনি চরমভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে প্রাক্তন সভাপতির বিরুদ্ধে তোপ দাগেন মহাদেব । এ দিকে পঞ্চায়েত ভোটের মুখে প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির এই কোন্দলে অস্বস্তিতে কর্মীরা ।