ETV Bharat / state

পুজোর পর জলপাইগুড়িতে বাড়ছে সংক্রমণ, দাবি স্বাস্থ্য বিভাগের

আজ উত্তরবঙ্গের কোরোনা মোকাবিলার OSD ডাঃ সুশান্ত কুমার রায় বলেন, "পুজোর পরে কোরোনা হুহু করে বাড়তে শুরু করেছে । কোরোনা টেস্ট দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আমরা গ্রামে গঞ্জেও কোভিড টেস্ট করব ।"

Infection increasing in Jalpaiguri after Pujo
পুজোর পর জলপাইগুড়িতে বাড়ছে সংক্রমণ
author img

By

Published : Nov 2, 2020, 11:05 PM IST

জলপাইগুড়ি, 2 নভেম্বর : পুজোর পর হুহু করে বাড়ছে কোরোনা সংক্রমণ । জেলায় টেস্ট দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । পুজোর পরবর্তীতে কোরোনা মোকাবিলা কিভাবে করা যাবে তা নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলেন উত্তরবঙ্গের কোরোনা মোকাবিলার OSD ডাঃ সুশান্ত কুমার রায় ।

আজ উত্তরবঙ্গের কোরোনা মোকাবিলার OSD ডাঃ সুশান্ত কুমার রায় বলেন, "পুজোতে নবমী ও দশমীর দিন যেভাবে ভিড় হয়েছিল তাতে করে তার প্রভাব পড়েছে । পুজোর পরে কোরোনা বাড়তে শুরু করেছে । প্রতিদিন হুহু করে কোরোনা বাড়ছে । এতে আমরা উদ্বিগ্ন । গ্রামগুলো এতদিন গ্রীন জ়োনে ছিল । এখন রেড জ়োনে চলে যেতে পারে । আমরা গ্রামে গঞ্জেও কোভিড টেস্ট করব ।"

এছাড়া দিপাবলীতে বাজি পটকা ফাটার ফলে কোভিড রোগীদের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুশান্ত কুমার রায় । তিনি বলেন, "এবার অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে । প্রতিদিন 1000-1100 টেস্ট করা হত । এখন 2200 টেস্ট করা হবে । কোরোনায় গ্রামেগঞ্জে এখন গ্রিন জ়োন আছে কিন্তু হঠাৎ করে একটা পজ়িটিভ ঢুকে গেলে তা রেড জ়োনে চলে যাবে । আমরা চাইছি কোনওভাবেই কোরোনা ছড়াতে না পারে । তাই গ্রামেগঞ্জে টেস্ট বাড়াব । শহরে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছি । সবাইকে ডেকে পরিস্থিতি সম্পর্কে অবগত করে দেওয়া হল । পঞ্চায়েত এলাকাতে কি করণীয় তা বলে দেওয়া হয়েছে ।"

পুজোর পর জলপাইগুড়িতে বাড়ছে সংক্রমণ

জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি , সভাধিপতি উত্তরা বর্মন, ,মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক, জেলার প্রত্যেক ব্লকের BDO, পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্বাস্থ্য বিভাগের কর্তাদের নিয়ে বৈঠক করেন OSD ডাঃ সুশান্ত রায় ।

জলপাইগুড়ি, 2 নভেম্বর : পুজোর পর হুহু করে বাড়ছে কোরোনা সংক্রমণ । জেলায় টেস্ট দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । পুজোর পরবর্তীতে কোরোনা মোকাবিলা কিভাবে করা যাবে তা নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলেন উত্তরবঙ্গের কোরোনা মোকাবিলার OSD ডাঃ সুশান্ত কুমার রায় ।

আজ উত্তরবঙ্গের কোরোনা মোকাবিলার OSD ডাঃ সুশান্ত কুমার রায় বলেন, "পুজোতে নবমী ও দশমীর দিন যেভাবে ভিড় হয়েছিল তাতে করে তার প্রভাব পড়েছে । পুজোর পরে কোরোনা বাড়তে শুরু করেছে । প্রতিদিন হুহু করে কোরোনা বাড়ছে । এতে আমরা উদ্বিগ্ন । গ্রামগুলো এতদিন গ্রীন জ়োনে ছিল । এখন রেড জ়োনে চলে যেতে পারে । আমরা গ্রামে গঞ্জেও কোভিড টেস্ট করব ।"

এছাড়া দিপাবলীতে বাজি পটকা ফাটার ফলে কোভিড রোগীদের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুশান্ত কুমার রায় । তিনি বলেন, "এবার অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে । প্রতিদিন 1000-1100 টেস্ট করা হত । এখন 2200 টেস্ট করা হবে । কোরোনায় গ্রামেগঞ্জে এখন গ্রিন জ়োন আছে কিন্তু হঠাৎ করে একটা পজ়িটিভ ঢুকে গেলে তা রেড জ়োনে চলে যাবে । আমরা চাইছি কোনওভাবেই কোরোনা ছড়াতে না পারে । তাই গ্রামেগঞ্জে টেস্ট বাড়াব । শহরে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছি । সবাইকে ডেকে পরিস্থিতি সম্পর্কে অবগত করে দেওয়া হল । পঞ্চায়েত এলাকাতে কি করণীয় তা বলে দেওয়া হয়েছে ।"

পুজোর পর জলপাইগুড়িতে বাড়ছে সংক্রমণ

জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি , সভাধিপতি উত্তরা বর্মন, ,মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক, জেলার প্রত্যেক ব্লকের BDO, পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্বাস্থ্য বিভাগের কর্তাদের নিয়ে বৈঠক করেন OSD ডাঃ সুশান্ত রায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.