জলপাইগুড়ি, 20 এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারকে সাহায্যে এগিয়ে এলেন চা শিল্পপতি । মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দান করলেন 3 লাখ 40 হাজার টাকা । অন্যদিকে জলপাইগুড়ির এক স্ত্রীরোগ বিশেষজ্ঞও 1 লাখ টাকা দান করেন মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে ।
জলপাইগুড়ির টি ডিরেক্টরেটের ভাইস চেয়ারম্যান কৃষ্ণকুমার কল্যাণী । একইসঙ্গে তিনি কল্যাণী গ্রুপের MD ও রোটারি চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যানও । আবার জলপাইগুড়ির তৃণমূল সভাপতিও তিনি । কল্যাণী গ্রুপের MD হিসেবে তাঁর এক মাসের বেতন 2 লাখ 40 হাজার টাকা । সেই টাকা মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দান করেন তিনি । একইসঙ্গে রোটারি চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে আরও 1 লাখ টাকা দান করেন । শুধু তাই নয়, রোটারি চ্যারিটেবল ট্রাস্টের তরফে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকার মোট 100 টি দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয় ।
গতকাল জেলাশাসক অভিষেককুমার তিওয়ারির হাতে মোট 3 লাখ 40 হাজার টাকার একটি চেক তুলে দেন কৃষ্ণকুমার । জলপাইগুড়ির স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রদীপ কুমার বর্মা । গতকাল তিনিও মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে 1 লাখ টাকা দান করেন ।