ETV Bharat / state

Copters in Sikkim Rescue Act: আবহাওয়া ঠিক হতেই 6 দিন পর সিকিমে আটকে পড়া পর্যটকদের কপ্টারে উদ্ধার সেনার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 3:40 PM IST

Indian Army uses Copters in Sikkim Rescue Act: আবহাওয়া ঠিক হতেই 6 দিন পর সিকিমের বন্যায় আটকে পড়া দেশি ও বিদেশি পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার করা শুরু করল সেনাবাহিনী ৷

Copters in Sikkim Rescue Act
কপ্টারে পর্যটকদের উদ্ধার
কপ্টারে সিকিম থেকে পর্যটকদের উদ্ধার

জলপাইগুড়ি, 9 অক্টোবর: সিকিমের ভয়াবহ বন্যার ফলে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজে হাত লাগাল সেনাবাহিনী । উত্তর সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আটকা পড়া 63 জন বিদেশি-সহ 1700 পর্যটককে সোমবার সহায়তা প্রদান করেছে ত্রিশক্তি কর্পস । আবহাওয়া ঠিক হতেই 6 দিন পর এমআই 17 হেলিকপ্টার দিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ । ভারতীয় সেনাবাহিনী যে ভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছে, তাতে আপ্লুত দেশি ও বিদেশি পর্যটকরা ৷

সোমবার সকাল থেকে লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু করেছে সেনাবাহিনী । লাচেন থেকে হেলিকপ্টারে করে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসা হয় মঙ্গনের রিনঘিম হেলিপ্যাডে । আটকে পড়া পর্যটকদের সিকিম সরকারের পক্ষ থেকে উদ্ধার করার চেষ্টা করা হলেও আবহাওয়া ঠিক না-থাকায় তা সম্ভব হয়নি । অবশেষে আবহাওয়া ঠিক হতেই হেলিকপ্টারে করে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে । আবহাওয়া অনুকূল না-হওয়ায় হেলিকপ্টার পরিষেবা এখনও স্বাভাবিক করা যায়নি ।

এ দিকে, এনডিআরএফ জওয়ানদের একটি দল পায়ে হেঁটে সিকিমের চুংথাঙে পৌঁছে গিয়েছে ৷ তাদেরই আর একটি টিম চুংথাঙের উদ্দেশে রওনা দিয়েছে । সেখানে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনার পাশাপাশি তারাও সাহায্য করবে ।

এনডিআরএফ-এর ডেপুটি কমান্ডান্ট বিবেক কুমার জানান, "আমরা আকাশপথে পর্যটকদের মঙ্গন থেকে নিয়ে আসব । কিন্তু মঙ্গন পর্যন্ত রাস্তার অবস্থা ঠিক নেই । হাঁটাপথেই মঙ্গনের হেলিপ্যাডে আসতে হবে । সেখান থেকে বাগডোগরা এয়ারফোর্সের হেলিপ্যাডে পর্যটকদের নামানো হবে । একটি টিম চুংথাঙে হাঁটা পথে পৌঁছে গিয়েছে । আরও একটি টিম চুংথাঙের উদ্দেশে রওনা দিয়েছে ।"

প্রতিরক্ষা মন্ত্রকের গুয়াহাটির মুখ্য জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, ইতিমধ্যে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা নর্থ সিকিমের লাচেন, লাচুং, ছাঙ্গু এবং চুংথাং এলাকায় আটকা পড়া 1700 পর্যটককে সব ধরনের সহায়তা প্রদান করছেন । খাবার ও চিকিৎসা সংক্রান্ত সহায়তা ছাড়াও পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ সুবিধা দেওয়া হচ্ছে । সিকিমের বিপর্যস্ত এলাকায় আবহাওয়া প্রতিকূল থাকায় ভারতীয় সেনাবাহিনী পক্ষে পর্যটকদের সরিয়ে আনতে সমস্যা হচ্ছে । যতক্ষণ না পর্যন্ত পর্যটকদের উদ্ধার করে সমতলে আনা হচ্ছে, ততক্ষণ সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যটকদের নিরাপদ জায়গায় রাখার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে । তাঁদের সব রকমের সহযোগিতা করার জন্য আটকে পড়া বিদেশি ও ভারতীয় পর্যটকরা সেনাবাহিনীক ধন্যবাদ জানিয়েছেন ।

Copters in Sikkim Rescue Act
পর্যটকদের উদ্ধারে সেনা

আরও পড়ুন: সিকিমের বন্যায় উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার, আমরা ভিখারি নই: মমতা

নিখোঁজ সৈন্যদের খোঁজে তল্লাশিও চালিয়ে যাচ্ছেন ত্রিশক্তি কর্পসের জওয়ানরা । সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তিস্তা নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে সেনাবাহিনীর ক্যাম্প । তার ফলে 23 জন জওয়ান নিখোঁজ হয়ে গেলেও, 4 অক্টোবর একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় । এরপর উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে আটজন সেনা জওয়ানের মৃতদেহ শনাক্ত করা গেলেও এখনও 14 জন সেনা জওয়ানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । নিখোঁজ সেনা জওয়ানদের খোঁজে স্নিফার ডগ, বিশেষ ট্র‍্যাকিং ডিভাইস ব্যবহার করা হচ্ছে ।

কপ্টারে সিকিম থেকে পর্যটকদের উদ্ধার

জলপাইগুড়ি, 9 অক্টোবর: সিকিমের ভয়াবহ বন্যার ফলে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজে হাত লাগাল সেনাবাহিনী । উত্তর সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আটকা পড়া 63 জন বিদেশি-সহ 1700 পর্যটককে সোমবার সহায়তা প্রদান করেছে ত্রিশক্তি কর্পস । আবহাওয়া ঠিক হতেই 6 দিন পর এমআই 17 হেলিকপ্টার দিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ । ভারতীয় সেনাবাহিনী যে ভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছে, তাতে আপ্লুত দেশি ও বিদেশি পর্যটকরা ৷

সোমবার সকাল থেকে লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু করেছে সেনাবাহিনী । লাচেন থেকে হেলিকপ্টারে করে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসা হয় মঙ্গনের রিনঘিম হেলিপ্যাডে । আটকে পড়া পর্যটকদের সিকিম সরকারের পক্ষ থেকে উদ্ধার করার চেষ্টা করা হলেও আবহাওয়া ঠিক না-থাকায় তা সম্ভব হয়নি । অবশেষে আবহাওয়া ঠিক হতেই হেলিকপ্টারে করে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে । আবহাওয়া অনুকূল না-হওয়ায় হেলিকপ্টার পরিষেবা এখনও স্বাভাবিক করা যায়নি ।

এ দিকে, এনডিআরএফ জওয়ানদের একটি দল পায়ে হেঁটে সিকিমের চুংথাঙে পৌঁছে গিয়েছে ৷ তাদেরই আর একটি টিম চুংথাঙের উদ্দেশে রওনা দিয়েছে । সেখানে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনার পাশাপাশি তারাও সাহায্য করবে ।

এনডিআরএফ-এর ডেপুটি কমান্ডান্ট বিবেক কুমার জানান, "আমরা আকাশপথে পর্যটকদের মঙ্গন থেকে নিয়ে আসব । কিন্তু মঙ্গন পর্যন্ত রাস্তার অবস্থা ঠিক নেই । হাঁটাপথেই মঙ্গনের হেলিপ্যাডে আসতে হবে । সেখান থেকে বাগডোগরা এয়ারফোর্সের হেলিপ্যাডে পর্যটকদের নামানো হবে । একটি টিম চুংথাঙে হাঁটা পথে পৌঁছে গিয়েছে । আরও একটি টিম চুংথাঙের উদ্দেশে রওনা দিয়েছে ।"

প্রতিরক্ষা মন্ত্রকের গুয়াহাটির মুখ্য জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, ইতিমধ্যে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা নর্থ সিকিমের লাচেন, লাচুং, ছাঙ্গু এবং চুংথাং এলাকায় আটকা পড়া 1700 পর্যটককে সব ধরনের সহায়তা প্রদান করছেন । খাবার ও চিকিৎসা সংক্রান্ত সহায়তা ছাড়াও পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ সুবিধা দেওয়া হচ্ছে । সিকিমের বিপর্যস্ত এলাকায় আবহাওয়া প্রতিকূল থাকায় ভারতীয় সেনাবাহিনী পক্ষে পর্যটকদের সরিয়ে আনতে সমস্যা হচ্ছে । যতক্ষণ না পর্যন্ত পর্যটকদের উদ্ধার করে সমতলে আনা হচ্ছে, ততক্ষণ সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যটকদের নিরাপদ জায়গায় রাখার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে । তাঁদের সব রকমের সহযোগিতা করার জন্য আটকে পড়া বিদেশি ও ভারতীয় পর্যটকরা সেনাবাহিনীক ধন্যবাদ জানিয়েছেন ।

Copters in Sikkim Rescue Act
পর্যটকদের উদ্ধারে সেনা

আরও পড়ুন: সিকিমের বন্যায় উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার, আমরা ভিখারি নই: মমতা

নিখোঁজ সৈন্যদের খোঁজে তল্লাশিও চালিয়ে যাচ্ছেন ত্রিশক্তি কর্পসের জওয়ানরা । সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তিস্তা নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে সেনাবাহিনীর ক্যাম্প । তার ফলে 23 জন জওয়ান নিখোঁজ হয়ে গেলেও, 4 অক্টোবর একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় । এরপর উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে আটজন সেনা জওয়ানের মৃতদেহ শনাক্ত করা গেলেও এখনও 14 জন সেনা জওয়ানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । নিখোঁজ সেনা জওয়ানদের খোঁজে স্নিফার ডগ, বিশেষ ট্র‍্যাকিং ডিভাইস ব্যবহার করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.