ETV Bharat / state

জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় রেকর্ড - dengue-affected in Jalpaiguri

জলপাইগুড়ি জেলায় এ বছর রেকর্ড সংখ্যক রোগী ডেঙ্গিতে আক্রান্ত । তবে জেলা স্বাস্থ্য বিভাগের দাবি এখনও পর্যন্ত ডেঙ্গিতে কারও মৃত্যু হয়নি ।

jalpaiguri
author img

By

Published : Nov 6, 2019, 8:24 PM IST

জলপাইগুড়ি, 6 নভেম্বর: চলতি বছর জলপাইগুড়ি জেলায় 914 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । তারমধ্যে গত দেড় মাসেই আক্রান্তের সংখ্যা 702 ৷ আক্রান্তদের মধ্যে শিলিগুড়ি পৌরনিগম এলাকার বাসিন্দা 227 জন ।

জলপাইগুড়ি জেলায় এবার রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনে । 212 জনের চিকিৎসা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত রাজগঞ্জে 58 জন, মালবাজার ব্লকে 235 জন, মেটেলি ব্লকে 105 জন, ধুপগুড়িতে 123 জন, জলপাইগুড়ি সদর ব্লকে 25 জন, নাগরাকাটায় 98 জন, ময়নাগুড়িতে 17 জন, জলপাইগুড়ি পৌরসভায় 21 এবং মালবাজার পৌরসভায় 2 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ।


জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানিয়েছেন, জুন থেকে নভেম্বরের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে । জেলাজুড়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন । ডেঙ্গি প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চলছে ৷ ডেঙ্গি ভাইরাসের চরিত্রের পরিবর্তন হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখার জন্য নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে ৷

2017 সালে জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ছিল 862 ৷ তারপর এ বছর এত বেশী সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে । তবে স্বাস্থ্য দপ্তরের দাবি এ বছর এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি ৷

জলপাইগুড়ি, 6 নভেম্বর: চলতি বছর জলপাইগুড়ি জেলায় 914 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । তারমধ্যে গত দেড় মাসেই আক্রান্তের সংখ্যা 702 ৷ আক্রান্তদের মধ্যে শিলিগুড়ি পৌরনিগম এলাকার বাসিন্দা 227 জন ।

জলপাইগুড়ি জেলায় এবার রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনে । 212 জনের চিকিৎসা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত রাজগঞ্জে 58 জন, মালবাজার ব্লকে 235 জন, মেটেলি ব্লকে 105 জন, ধুপগুড়িতে 123 জন, জলপাইগুড়ি সদর ব্লকে 25 জন, নাগরাকাটায় 98 জন, ময়নাগুড়িতে 17 জন, জলপাইগুড়ি পৌরসভায় 21 এবং মালবাজার পৌরসভায় 2 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ।


জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানিয়েছেন, জুন থেকে নভেম্বরের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে । জেলাজুড়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন । ডেঙ্গি প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চলছে ৷ ডেঙ্গি ভাইরাসের চরিত্রের পরিবর্তন হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখার জন্য নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে ৷

2017 সালে জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ছিল 862 ৷ তারপর এ বছর এত বেশী সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে । তবে স্বাস্থ্য দপ্তরের দাবি এ বছর এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি ৷

Intro:জলপাইগুড়িঃঃ জলপাইগুড়ি জেলা জুড়েই হু হু করে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্য। জলপাইগুড়ি জেলার মধ্যে থাকা শিলিগুড়ি পুরকর্পোরেশন এলাকাতে ২২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রেকর্ড সংখ্যক আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন।জেলায় ৯১৪ জন রোগী আক্রান্ত হয়েছে। ২১২ জন রোগী আক্রান্ত হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ২০১৭ সালের পর এবার বেশী সংখ্যক আক্রান্ত রোগী।Body:রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগীর বেশী হবার ফলে কপালে ভাঁজ পরেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের। জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানিয়েছেন জুন থেকে নভেম্বর পর্যন্ত এই রোগের আক্রান্তের সংখ্যা বাড়ছে। সমস্ত জায়গাতেই স্বাস্থ্য কর্মীরা কাজ করার পাশাপাশিই ডেঙ্গু নিয়ে ব্যপক সচেতনতার প্রচার চালান হচ্ছে জেলা জুড়ে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তর সুত্রে।
Conclusion:জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের সুত্রে জানা গেছে দেড় মাসের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জন। ২০১৭ সালে মোট আক্রান্তের সংখ্যার ছিল ৮৬২ জন এই রোগে আক্রান্ত হয়েছিলে।

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে জন, রাজগঞ্জে ৫৮ জন
মালবাজার ব্লকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন, মেটেলি ব্লকে ১০৫ জন, ধুপগুড়িতে ১২৩ জন, জলপাইগুড়ি সদরে ২৫ জন, নাগরাকাটায় ৯৮ ,
ময়নাগুড়িতে ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জলপাইগুড়ি পুরসভার ২১ এবং মালবাজার পুরসভাতে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ডেঙ্গু ভাইরাসের চরিত্রের কোন পরিবর্তন করছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য নমুনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি পুনেতে পাঠানো হয়েছে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.