ETV Bharat / state

অগাস্ট মাসের প্রথম লকডাউনে জলপাইগুড়ি শহরের চিত্র - Corona in jalpaiguri

অগাস্ট মাসের প্রথম লকডাউনের দিনে সুনসান জলপাইগুড়ি শহর । পুলিশের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো ।

in the first lockdown of the month of August
in the first lockdown of the month of August
author img

By

Published : Aug 5, 2020, 3:31 PM IST

জলপাইগুড়ি, 5 অগাস্ট : কোরোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আজ অগাস্ট মাসের প্রথম সম্পূর্ণ লকডাউন । জলপাইগুড়ি জেলায় চলছে কড়া লকডাউন । সকাল থেকে জেলাজুড়ে পুলিশি তৎপরতার ছবি ধরা পড়েছে ।

জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী । পুলিশের কড়া নজরদারিতে স্তব্ধ শহর । রাস্তাঘাট একেবারেই সুনসান । শহরের বিভিন্ন জায়গায় মোটর বাইক, সাইকেল আরোহীকে বিনা কারণে বাইরে বেরোনোর জন্য পুলিশ আটক করছে, কান ধরে উঠবস করাচ্ছে ।

আজ সমস্ত দোকান বাজার বন্ধ । কেবলমাত্র ওষুধের দোকান খোলা রয়েছে । সবমিলিয়ে, অন্যান্য দিনের তুলনায় আজ পুলিশকে আরও বেশি কঠোর ভূমিকায় দেখা গিয়েছে । সকাল থেকেই কোতোয়ালির IC বিপুল সিনহার ও DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকারের নেতৃত্বে পুলিশি টহল ছিল চোখে দেখার মত ।

জলপাইগুড়ি, 5 অগাস্ট : কোরোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আজ অগাস্ট মাসের প্রথম সম্পূর্ণ লকডাউন । জলপাইগুড়ি জেলায় চলছে কড়া লকডাউন । সকাল থেকে জেলাজুড়ে পুলিশি তৎপরতার ছবি ধরা পড়েছে ।

জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী । পুলিশের কড়া নজরদারিতে স্তব্ধ শহর । রাস্তাঘাট একেবারেই সুনসান । শহরের বিভিন্ন জায়গায় মোটর বাইক, সাইকেল আরোহীকে বিনা কারণে বাইরে বেরোনোর জন্য পুলিশ আটক করছে, কান ধরে উঠবস করাচ্ছে ।

আজ সমস্ত দোকান বাজার বন্ধ । কেবলমাত্র ওষুধের দোকান খোলা রয়েছে । সবমিলিয়ে, অন্যান্য দিনের তুলনায় আজ পুলিশকে আরও বেশি কঠোর ভূমিকায় দেখা গিয়েছে । সকাল থেকেই কোতোয়ালির IC বিপুল সিনহার ও DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকারের নেতৃত্বে পুলিশি টহল ছিল চোখে দেখার মত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.