জলপাইগুড়ি : বেড়েই চলেছে জলপাইগুড়ি জেলায় করোনা সংক্রমণের সংখ্যা ৷ সেই সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন । এ দিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা অভিযান চালাল । জলপাইগুড়ি শহরে পুলিশি ধরপাকড়ে মোট 18 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
জলপাইগুড়িতে 1434 জন এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশন কিংবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ এখনও পর্যন্ত 442 জন মারা গিয়েছে করোনা আক্রান্ত হয়ে ৷ এই পরিসংখ্যান দেখে উদ্বিগ্ন জেলা প্রশাসনের আধিকারিকরা । আর তাই তড়িঘড়ি আজ সকাল থেকে শহরের সমস্ত বাজারগুলিতে অভিযান চালান মহকুমা শাসক সুদীপ পাল, জলপাইগুড়ি পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা ৷
সকাল 10টার পরেও দোকান খোলা ছিল অধিকাংশ বাজারে ৷ পুলিশকে দেখে দ্রুত দোকান বন্ধ করতে শুরু করেন ব্যবসায়ীরা ৷ এদিন স্টেশন বাজার, বৌবাজার সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ । যে অভিযানে 18 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন : করোনা সচেতনতায় প্রচারে রানাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়
জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক সুদীপ পাল বলেন, ‘‘জেলাশাসকের নির্দেশ মতো আমরা সবাই এই অভিযানে নেমেছি । নির্দিষ্ট সময়ের পরেও যাঁরা দোকান খোলা রেখে ব্যবসা করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’’ ৷