ETV Bharat / state

স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবতির - ডুয়ার্স

স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন যুবতী । নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগানের ঘটনা । স্থানীয়দের দাবি ওই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত । পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ওই যুবতীর বিরুদ্ধে মামলা দায়ের করে ।

স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্ত্রীর
স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্ত্রীর
author img

By

Published : Mar 27, 2021, 9:10 PM IST

নাগরাকাটা, 27 মার্চ : স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবতীর । মৃতের নাম সঞ্জীব লোহার (25)। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগান এলাকায় । এই ঘটনাকে ঘিরে শুক্রবার রাত থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের নাগরাকাটা থানা এলাকায় ।

পারিবারিক অশান্তির জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান । মৃতের বাড়ি চাবাগানের বলিরাল লাইন এলাকায় । স্থানীয় বাসিন্দাদের দাবি ওই দম্পতির মধ্যে পরস্পরকে সন্দেহের বশে মনোমালিন্য লেগেই থাকত । এই নিয়ে শুক্রবার রাতে দুই জনের মধ্যে বচসা চরমে ওঠে । এরপরই গভীর রাতে স্বামী সঞ্জীববাবু ঘুমিয়ে পড়লে ওই যুবতী রিনা মির্ধা সঞ্জীববাবুকে কুড়ুল দিয়ে কোপ মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীববাবুর ।

আরও পড়ুন : করোনা আক্রান্ত সচিন, দ্রুত আরোগ্য কামনা ভক্তদের

এরপর রিনা মির্ধা থানায় এসে আত্মসমর্পণ করলে শনিবার সকালে নাগরাকাটা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে নাগরাকাটা থানার পুলিশ ।

নাগরাকাটা, 27 মার্চ : স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবতীর । মৃতের নাম সঞ্জীব লোহার (25)। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগান এলাকায় । এই ঘটনাকে ঘিরে শুক্রবার রাত থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের নাগরাকাটা থানা এলাকায় ।

পারিবারিক অশান্তির জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান । মৃতের বাড়ি চাবাগানের বলিরাল লাইন এলাকায় । স্থানীয় বাসিন্দাদের দাবি ওই দম্পতির মধ্যে পরস্পরকে সন্দেহের বশে মনোমালিন্য লেগেই থাকত । এই নিয়ে শুক্রবার রাতে দুই জনের মধ্যে বচসা চরমে ওঠে । এরপরই গভীর রাতে স্বামী সঞ্জীববাবু ঘুমিয়ে পড়লে ওই যুবতী রিনা মির্ধা সঞ্জীববাবুকে কুড়ুল দিয়ে কোপ মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীববাবুর ।

আরও পড়ুন : করোনা আক্রান্ত সচিন, দ্রুত আরোগ্য কামনা ভক্তদের

এরপর রিনা মির্ধা থানায় এসে আত্মসমর্পণ করলে শনিবার সকালে নাগরাকাটা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে নাগরাকাটা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.