ময়নাগুড়ি, 19 জুলাই: পণের টাকা না পেয়ে গৃহবধূকে শারীরিক ও মানসিক অত্যাচার । পাশাপাশি গৃহবধূর গর্ভের সন্তানকে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে । গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী আশিস রায়কে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ (Husband arrested in Jalpaiguri) ।
জানা গিয়েছে, 2020 সালে ময়নাগুড়ি উত্তর খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা পম্পা রায়ের সঙ্গে আশিস রায়ের বিয়ে হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা । তাদের অত্যাচারে ওই বধূর গর্ভে থাকা সন্তান নষ্ট হয়ে যায় । ফের তিনি গর্ভবতী হলে শ্বশুরবাড়ির অত্যাচারে দ্বিতীয় সন্তানটিও নষ্ট হয়ে যায় । বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পুলিশে অভিযোগ জানান তিনি ।
পম্পা রায়ের অভিযোগ, পণের টাকা দিতে না পারায় তাঁকে নির্মম অত্যাচার করেছে তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা । দু'বার তাঁর গর্ভের সন্তানকে নষ্ট করে দিয়েছে তারা । অত্যাচার সহ্য করতে না পেরে পিসির বাড়িতে আশ্রয় নেন তিনি । খবর পেয়ে বাপের বাড়ির লোকেরা এসে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায় ।
আরও পড়ুন: গঙ্গারামপুরে গৃহবধূকে পণের দাবিতে খুনের অভিযোগ
স্বামী-সহ শ্বশুরবাড়ির মোট 6 জনের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আশিস রায় ৷ ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস বলেন, "লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে আশিস রায়কে গ্রেফতার করা হয়ছে ।"