জলপাইগুড়ি, 27 নভেম্বর : স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবতির বিরুদ্ধে । জলপাইগুড়ি শহরের হাকিমপাড়া এলাকার ঘটনা । অভিযুক্তর নাম সঙ্গীতা রায় । রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করেছে পুলিশ । অভিযোগ অস্বীকার করেছে ওই যুবতি ।
শহরের পান্ডাপাড়ার ওই যুবতির সঙ্গে হাকিমপাড়ার বাসিন্দা রাহুল সাহার বিয়ে হয়েছিল । বছর দেড়েক ধরে তাদের মধ্যে বনিবনা ছিল না । কয়েকটি সমস্যা মেটানোর জন্য হাকিমপাড়ায় দেখা করেন রাহুল সঙ্গীতা ।
রাহুলের অভিযোগ, তাঁকে ডেকে নিয়ে আসেন ওই যুবতি । তারপর কথা না বলেই ব্লেড দিয়ে আঘাত করতে থাকে । স্থানীয়রা উদ্ধার করতে সেখানে আসেন । খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ রাহুলকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায় ।
অন্যদিকে সঙ্গীতা বলেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে । কাউকে ব্লেড দিয়ে আঘাত করেননি । তাঁদের আগে বিয়ে হয়েছিল । দেড় বছর ধরে সম্পর্কের অবনতি হয়েছে । রাহুলের বিরুদ্ধে মামলাও রয়েছে । রাহুল নিজেই ক্ষিপ্ত হয়ে নিজের গায়ে ব্লেড চালিয়েছে । ।