জলপাইগুড়ি, 24 জুলাই : উচ্চমাধ্যমিকে ফেল করায় শনিবার ময়নাগুড়ি ব্লকের টেকাটুলির রামকান্ত হাইস্কুল ও পদমতি স্কুলের ছাত্রছাত্রীরা ময়নাগুড়ি থেকে ধূপগুড়িগামী ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ছাত্র-ছাত্রীদের দাবি, পরীক্ষা হলে তারা আরও ভাল ফলাফল করত। ফেল করা জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে।
গতকাল জলপাইগুড়ি কদমতলা বালিকা বিদ্যালয়, ভোটপট্টি এইচবিএল স্কুল, পদমতি স্কুলের ছাত্রছাত্রীরা আন্দোলনে নামে। গতকাল ময়নাগুড়ির দুটি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে ময়নাগুড়ি থানার আইসি ও ব্লকের বিডিও এবং শিক্ষক-শিক্ষিকারা আলোচলায় বসেন।
আরও পড়ুন : HS Result : উচ্চমাধ্যমিকের ফলাফলে অসন্তুষ্ট, বিভিন্ন জায়গায় বিক্ষোভ পরীক্ষার্থীদের
এরপর আজ শিক্ষা প্রতিমন্ত্রী যখন কলকাতা থেকে বাড়ি ফেরেন তখন তাঁর সঙ্গে জলপাইগুড়ি রোড স্টেশনে দেখা করেন ময়নাগুড়ি ব্লকের বিডিও, ময়নাগুড়ি থানার আইসি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানান। স্কুল শিক্ষক নীলোৎপল সাহা জানান, পরীক্ষা দিলে অনেক ছাত্রছাত্রীই পাশ করত, তার বদলে অনেকেই ফেল করেছে।
আরও পড়ুন : ICSE Result : আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফল প্রকাশিত
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী বলেন, ‘‘আমি বোর্ডের সভাপতির সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে সোমবার আলোচনা করা হবে। কী কারণে এমন রেজাল্ট হল তা খতিয়ে দেখতে হবে।’’