ETV Bharat / state

COVID 19 : সিকিম নিয়ে উদ্বিগ্ন রাজ্য, নাকা চেকিং পয়েন্টেই র‍্যাপিড টেস্ট - COVID 19 cases in North Bengal

বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, সেপ্টেম্বরের দিকে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ (Third Wave of Coronavirus) । এই পরিস্থিতিতে কোনওরকম গা ঢিলে দিতে চাইছেন না রাজ্যের স্বাস্থ্যকর্তারা ।

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ
পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ
author img

By

Published : Aug 13, 2021, 4:26 PM IST

জলপাইগুড়ি, 13 অগস্ট : করোনা নিয়ে এই রাজ্যের মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছে প্রতিবেশী রাজ্য সিকিম (Sikkim) । সিকিমে সংক্রমণ বেড়ে যাওয়ায় চিন্তিত স্বাস্থ্যকর্তারা । সিকিম থেকে নেমে আসা নাগরিকদের করতে হচ্ছে অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test) । করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের 8 জেলার জন্য 217 জন ডাক্তার চাইলেন ওএসডি (OSD) ।

সিকিমের লাইফলাইন পশ্চিমবঙ্গ । তাই প্রতিদিন সিকিম থেকে নেমে আসা মানুষদের নিয়ে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে এই রাজ্যের স্বাস্থ্যকর্তাদের । সিকিম থেকে আসা নাগরিকদের জন্য চারটি নাকা চেকিং পয়েন্ট বসানো হয়েছে । বেশ কিছু বিধিনিষেধের মধ্যে দিয়ে সিকিম থেকে এই রাজ্যে ঢুকতে হচ্ছে পড়শি রাজ্যের নাগরিকদের । যাতে কোনওভাবেই করোনা আক্রান্তরা এই রাজ্যে ঢুকতে না পারেন, তার জন্য কড়া নজর রাখা হচ্ছে । চেকিং পয়েন্টেই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে ।

আরও পড়ুন : পুজোর ক'দিনে দার্জিলিঙে ঊর্ধ্বমুখী কোরোনা গ্রাফ

উত্তরবঙ্গের ওএসডি (জনস্বাস্থ্য) সুশান্ত রায় বলেন, "আমরা সিকিমের একটি রিপোর্ট পেয়েছি । তাতে দেখা গিয়েছে সিকিমে করোনা বাড়ছে । আমরা সেই কারণে 4-5টি নাকা চেকিং পয়েন্ট করছি । যাঁরা সিকিম থেকে আমাদের রাজ্যে আসছেন, তাঁদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে । শুধু তাই নয়, অসম-বাংলা সীমানাতেও কড়াকড়ি করা হচ্ছে । আমরা উত্তরবঙ্গের 8 জেলার জন্য 217 জন ডাক্তার চেয়ে পাঠিয়েছি । আশা করি খুব তাড়াতাড়ি চিকিৎসক চলে আসবেন । তবে তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি ।"

জলপাইগুড়ি, 13 অগস্ট : করোনা নিয়ে এই রাজ্যের মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছে প্রতিবেশী রাজ্য সিকিম (Sikkim) । সিকিমে সংক্রমণ বেড়ে যাওয়ায় চিন্তিত স্বাস্থ্যকর্তারা । সিকিম থেকে নেমে আসা নাগরিকদের করতে হচ্ছে অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test) । করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের 8 জেলার জন্য 217 জন ডাক্তার চাইলেন ওএসডি (OSD) ।

সিকিমের লাইফলাইন পশ্চিমবঙ্গ । তাই প্রতিদিন সিকিম থেকে নেমে আসা মানুষদের নিয়ে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে এই রাজ্যের স্বাস্থ্যকর্তাদের । সিকিম থেকে আসা নাগরিকদের জন্য চারটি নাকা চেকিং পয়েন্ট বসানো হয়েছে । বেশ কিছু বিধিনিষেধের মধ্যে দিয়ে সিকিম থেকে এই রাজ্যে ঢুকতে হচ্ছে পড়শি রাজ্যের নাগরিকদের । যাতে কোনওভাবেই করোনা আক্রান্তরা এই রাজ্যে ঢুকতে না পারেন, তার জন্য কড়া নজর রাখা হচ্ছে । চেকিং পয়েন্টেই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে ।

আরও পড়ুন : পুজোর ক'দিনে দার্জিলিঙে ঊর্ধ্বমুখী কোরোনা গ্রাফ

উত্তরবঙ্গের ওএসডি (জনস্বাস্থ্য) সুশান্ত রায় বলেন, "আমরা সিকিমের একটি রিপোর্ট পেয়েছি । তাতে দেখা গিয়েছে সিকিমে করোনা বাড়ছে । আমরা সেই কারণে 4-5টি নাকা চেকিং পয়েন্ট করছি । যাঁরা সিকিম থেকে আমাদের রাজ্যে আসছেন, তাঁদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে । শুধু তাই নয়, অসম-বাংলা সীমানাতেও কড়াকড়ি করা হচ্ছে । আমরা উত্তরবঙ্গের 8 জেলার জন্য 217 জন ডাক্তার চেয়ে পাঠিয়েছি । আশা করি খুব তাড়াতাড়ি চিকিৎসক চলে আসবেন । তবে তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.