ETV Bharat / state

প্রবল বৃষ্টিতে বেড়েছে জল, নদীর পারে আটকে শাবকসহ হাতির পাল

জলপাইগুড়ির ধুপগুড়িতে ডুডুয়া নদীর পারে আটকে পড়ে একটি হাতির পাল । রাতে খাবারের সন্ধানে নদী পেরিয়ে অন্য পারে চলে গিয়েছিল দলটি । কিন্তু জল বেড়ে যাওয়ায় আজ সকালে নদীর পারে আটকে পড়ে ওই দলটি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় সোনাখালি বনদপ্তরের বনকর্মীরা এবং পুলিশ । এদিকে স্থানীয়রা হাতি দেখতে ভিড় জমায় । তাদের সামাল দিতে SSB নামানো হয়েছে ।

author img

By

Published : Jul 14, 2019, 5:08 PM IST

ছবিটি প্রতীকী

ধুপগুড়ি, 14 জুলাই : রাতের অন্ধকারে খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল এক পাল হাতি । তাণ্ডব চালায় প্রায় পাঁচটি বাড়িতে । রাত থাকতেই নদী পেরিয়ে ওপারেও চলে যায় । কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে নদীর জল বেড়ে যাওয়ায় অন্য পারেই আটকে পড়ে শাবকসহ 6টি দাঁতালের একটি দল । ধুপগুড়ির সোনাখালি বিটের পার্শ্ববর্তী ডুডুয়া নদীর পারে আটকে পড়ে দলটি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান সোনাখালি বনদপ্তরের কর্মীরা। পৌঁছায় পুলিশও।

গতরাতে ওই হাতির দলটি খাবারের খোঁজে সোনাখালি জঙ্গল থেকে সাকোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আদর পাড়া এলাকায় ঢুকে পড়ে । খাবারের খোঁজে লোকালয়ে হামলাও চালায় । যার জেরে পাঁচটি বাড়ি ভেঙে গিয়েছে । এরপর ডুডুয়া নদী পেরিয়ে হাতিগুলি সাকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে যায় । কিন্তু সকাল হতেই শুরু বিপত্তি । নদীর জল বেড়ে যাওয়ায় অন্য পারেই আটকে পড়ে দলটি । নদীর আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে থাকে দলটি ।

স্থানীয়রা আটকে পড়া হাতির দলটিকে দেখে খবর দেয় বনদপ্তরে । খবর পেয়ে সোনাখালি বনদপ্তরের বনকর্মীরা এবং পুলিশ ঘটনাস্থানে পৌঁছয় । আটকে পড়া হাতির দলটিকে দেখে ভিড় জমান স্থানীয়রা । স্থানীয়দের ভিড় নিয়ন্ত্রণে নামানো হয়েছে SSB ।

ধুপগুড়ি, 14 জুলাই : রাতের অন্ধকারে খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল এক পাল হাতি । তাণ্ডব চালায় প্রায় পাঁচটি বাড়িতে । রাত থাকতেই নদী পেরিয়ে ওপারেও চলে যায় । কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে নদীর জল বেড়ে যাওয়ায় অন্য পারেই আটকে পড়ে শাবকসহ 6টি দাঁতালের একটি দল । ধুপগুড়ির সোনাখালি বিটের পার্শ্ববর্তী ডুডুয়া নদীর পারে আটকে পড়ে দলটি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান সোনাখালি বনদপ্তরের কর্মীরা। পৌঁছায় পুলিশও।

গতরাতে ওই হাতির দলটি খাবারের খোঁজে সোনাখালি জঙ্গল থেকে সাকোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আদর পাড়া এলাকায় ঢুকে পড়ে । খাবারের খোঁজে লোকালয়ে হামলাও চালায় । যার জেরে পাঁচটি বাড়ি ভেঙে গিয়েছে । এরপর ডুডুয়া নদী পেরিয়ে হাতিগুলি সাকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে যায় । কিন্তু সকাল হতেই শুরু বিপত্তি । নদীর জল বেড়ে যাওয়ায় অন্য পারেই আটকে পড়ে দলটি । নদীর আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে থাকে দলটি ।

স্থানীয়রা আটকে পড়া হাতির দলটিকে দেখে খবর দেয় বনদপ্তরে । খবর পেয়ে সোনাখালি বনদপ্তরের বনকর্মীরা এবং পুলিশ ঘটনাস্থানে পৌঁছয় । আটকে পড়া হাতির দলটিকে দেখে ভিড় জমান স্থানীয়রা । স্থানীয়দের ভিড় নিয়ন্ত্রণে নামানো হয়েছে SSB ।

Intro:Body:খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে প্রায় পাঁচটি বাড়িতে তান্ডব চালিয়ে ভাঙচুর করে নদী পেরিয়ে চলে গিয়েছিল রাতের অন্ধকারে।কিন্তু সকাল হতেই নদীর জল বেড়ে যাওয়ায় আটকে পড়ল শাবক সহ ছয়টি হাতির দল।জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে ছিল খাবার খোজে।ধুপগুড়ি সোনাখালি বিটের পার্শ্ববর্তী ডুডুয়া নদীর ঘটনা।ঘটনাস্থলে বনকর্মীরা এবং পুলিশ।জানা যায় শনিবার রাতে একটি শাবক সহ ছয়টি হাতির একটি দল সোনখালি জঙ্গল থেকে সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের আদর পাড়া এলাকায় ঢুকে পড়ে। সেখানে চার থেকে পাঁচটি বাড়ি ভেঙ্গে দেয় এবং ঘরে মজুত বিভিন্ন খাবার খেয়ে যায়।এরপর আরো খাবারের সন্ধানে ডুডুয়া নদী পেরিয়ে হাতিগুলি সাকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে যায়।কিন্তু সেখানে বেশ কিছুক্ষন কৃষি জমিতে ঘোরাঘুরির পর নদী পেরিয়ে জঙ্গলে ফেরত আসার চেষ্টা করলে ব্যর্থ হয়।নদীর জল বেড়ে যাওয়ায় দেখা দেয় বিপত্তি।নদীর ধারেই ঘোরাঘুরি শুরু করে হাতি গুলি।সঙ্গে শাবক থাকায় পাহাড়ী নদীর জল পুষ্ট এই ডুডুয়া পার হচ্ছে না হাতিগুলি।এদিকে নদীর ধারে হাতিদের আটকে পড়ার খবরে ভিড় জমতে শুরু করে।সেখানে খবর পেয়ে সোনাখালি বনদফতরের বনকর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌছায়।





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.