ETV Bharat / state

কিষানের সঙ্গে সৌরভ অনুগামীদের কোন্দল মেটাতে 'ব্যর্থ' গৌতম

আজ উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব পুরানো সমস্ত ব্লক সভাপতি ও বর্তমান জেলা সভাপতি কিষান কল্যাণীকে নিয়ে সার্কিট হাউজ়ে আলোচনায় বসেন । কিন্তু আলোচনায় সমাধান সূত্র বের হয় না ।

আলোচনা সভা
author img

By

Published : Nov 4, 2019, 11:24 PM IST

Updated : Dec 1, 2019, 1:54 AM IST

জলপাইগুড়ি, 4 নভেম্বর : সৌরভ চক্রবর্তীর অনুগামীদের সঙ্গে বর্তমান জেলা সভাপতির কোন্দল মেটাতে পারলেন না উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব । দু'বার বৈঠকের পরও বর্তমান জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেন সৌরভ চক্রবর্তীর অনুগামী প্রাক্তন ব্লক সভাপতিরা ।

লোকসভা ভোটের পরই জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে কিষান কল্যাণীকে জেলা সভাপতি করা হয় । কিষান কল্যাণী তৃণমূলের সভাপতি হওয়ার পরই সৌরভ চক্রবর্তীর সময়ের ব্লক সভাপতিদের কমিটি থেকে বাদ দেওয়া হয় ৷ এমন কী ব্লকে ব্লকে আহ্বায়ক পদে নিজের পছন্দের লোককে বসান কিষান কল্যাণী । এরপরই ক্ষোভে ফেটে পড়েন সৌরভ চক্রবর্তীর সময়ের বিভিন্ন ব্লকের দায়িত্ব থাকা তাঁর অনুগামীরা । অভিযোগ, কিষান কল্যাণী সভাপতি হওয়ার পর তাঁদের কোনও কাজে লাগানো হচ্ছে না ৷ ব্রাত্য করে রাখা হয়েছে ।

কিষানের সঙ্গে সৌরভ অনুগামীদের কোন্দল

আজ উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব পুরানো সমস্ত ব্লক সভাপতি ও বর্তমান জেলা সভাপতি কিষান কল্যাণীকে নিয়ে সার্কিট হাউজ়ে আলোচনায় বসেন । কিন্তু আলোচনায় সমাধান সূত্র বের হয় না ।

পরে গৌতম দেব বলেন, "সমস্যা একটা আছে ৷ তার জন্যই জেলা সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতিদের নিয়ে আলোচনায় বসানো হয়েছিল । কিন্তু আবার বসতে হবে ।"

এদিকে প্রাক্তন জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, "আমাকে ডেকেছিলেন গৌতম দেব । যে নতুন সভাপতি আছেন তাঁর মতো করে দল চালাবেন । আগে যারা কাজ করেছে তাদের সাথে সভাপতির একটা দূরত্ব হয়েছে ৷ তাই আজ গৌতম দেব এসেছেন ৷ আমাদেরও ডাকা হয়েছে ।"

এদিকে প্রাক্তন ধুপগুড়ি টাউন ব্লক সভাপতি অপুর্ব রায় অভিযোগ করে বলেন, কিষান কল্যাণী জেলা চালাতে পারবেন কি না সন্দেহ আছে । 2021 সালে দিদি তাঁর কাছ সব হিসাব বুঝে নেবেন । আমরা কিষান কল্যাণীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি । কিষানবাবু কী করতে চান, সেটাই উনি জানেন না । সমস্যার কোনও সমাধান আলোচনার মাধ্যমে মেটেনি ।"

কিষান কল্যাণী বলেন, "আজ আমি ওদের সম্পর্কে কোনও মন্তব্য করব না ।"

জলপাইগুড়ি, 4 নভেম্বর : সৌরভ চক্রবর্তীর অনুগামীদের সঙ্গে বর্তমান জেলা সভাপতির কোন্দল মেটাতে পারলেন না উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব । দু'বার বৈঠকের পরও বর্তমান জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেন সৌরভ চক্রবর্তীর অনুগামী প্রাক্তন ব্লক সভাপতিরা ।

লোকসভা ভোটের পরই জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে কিষান কল্যাণীকে জেলা সভাপতি করা হয় । কিষান কল্যাণী তৃণমূলের সভাপতি হওয়ার পরই সৌরভ চক্রবর্তীর সময়ের ব্লক সভাপতিদের কমিটি থেকে বাদ দেওয়া হয় ৷ এমন কী ব্লকে ব্লকে আহ্বায়ক পদে নিজের পছন্দের লোককে বসান কিষান কল্যাণী । এরপরই ক্ষোভে ফেটে পড়েন সৌরভ চক্রবর্তীর সময়ের বিভিন্ন ব্লকের দায়িত্ব থাকা তাঁর অনুগামীরা । অভিযোগ, কিষান কল্যাণী সভাপতি হওয়ার পর তাঁদের কোনও কাজে লাগানো হচ্ছে না ৷ ব্রাত্য করে রাখা হয়েছে ।

কিষানের সঙ্গে সৌরভ অনুগামীদের কোন্দল

আজ উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব পুরানো সমস্ত ব্লক সভাপতি ও বর্তমান জেলা সভাপতি কিষান কল্যাণীকে নিয়ে সার্কিট হাউজ়ে আলোচনায় বসেন । কিন্তু আলোচনায় সমাধান সূত্র বের হয় না ।

পরে গৌতম দেব বলেন, "সমস্যা একটা আছে ৷ তার জন্যই জেলা সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতিদের নিয়ে আলোচনায় বসানো হয়েছিল । কিন্তু আবার বসতে হবে ।"

এদিকে প্রাক্তন জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, "আমাকে ডেকেছিলেন গৌতম দেব । যে নতুন সভাপতি আছেন তাঁর মতো করে দল চালাবেন । আগে যারা কাজ করেছে তাদের সাথে সভাপতির একটা দূরত্ব হয়েছে ৷ তাই আজ গৌতম দেব এসেছেন ৷ আমাদেরও ডাকা হয়েছে ।"

এদিকে প্রাক্তন ধুপগুড়ি টাউন ব্লক সভাপতি অপুর্ব রায় অভিযোগ করে বলেন, কিষান কল্যাণী জেলা চালাতে পারবেন কি না সন্দেহ আছে । 2021 সালে দিদি তাঁর কাছ সব হিসাব বুঝে নেবেন । আমরা কিষান কল্যাণীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি । কিষানবাবু কী করতে চান, সেটাই উনি জানেন না । সমস্যার কোনও সমাধান আলোচনার মাধ্যমে মেটেনি ।"

কিষান কল্যাণী বলেন, "আজ আমি ওদের সম্পর্কে কোনও মন্তব্য করব না ।"

Intro:জলপাইগুড়িঃ সৌরভ চক্রবর্তীর অনুগামীদের সাথে বর্তমান জেলাসভাপতির দ্বন্দ মেটাতে পারল না উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব। দুবার বৈঠকের পরেও বর্তমান জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষনা করলেন সৌরভ চক্রবর্তীর অনুগামী তথা প্রাক্তন ব্লক সভাপতি। লোকসভা ভোটের পরেই জলপাইগুড়ি জেলা তৃনমুলের সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে কিষান কল্যানীকে জেলা তৃনমুলের সভাপতি করে। Body:কিষান কল্যানী তৃনমুলের সভাপতি হবার পরেই সৌরভ চক্রবর্তীর ব্লক সভাপতিদের কমিটি থেকে বাদ দিয়ে তাদের সভাপতির পদ কেড়ে নেন।এমনকি ব্লকে ব্লকে আহ্বায়ক পদে নিজের পছন্দের লোককে বসান।এরপরেই ক্ষোভে ফেটে পরেন সৌরভ চক্রবর্তীর সময়ের বিভিন্ন ব্লকের দায়িত্ব থাকা তার অনুগামীরা।অভিযোগ কিষান কল্যানী সভাপতি হবার পর তাদের কোন কাজে লাগানো হচ্ছে না ব্রাত্য করে রাখা হয়েছে। আজ উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব পুরনো জেলার সমস্ত ব্লক সভাপতিদের ও বর্তমান জেলা সভাপিতি কিষান কল্যানীকে নিয়ে সার্কিট হাউজে আলোচনায় বসেন। কিন্তু এদিনের আলোচনায় সমাধান সুত্র বের হয় না। Conclusion:এদিন উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব বলেন সমস্যা একটা আছে তার জন্যই জেলা সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতিদের নিয়ে বসানো হয়েছিল।কিন্তু আবার বসতে হবে।

এদিকে প্রাক্তন জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন আমাকে ডেকেছিলেন গৌতম দেব। যে নতুন সভাপতি আছেন তার মত করে দল চালাবেন। আগে যারা কাজ করেছে তাদের সাথে সভাপতির একটা গ্যাপ হয়েছে তাই আজ গৌতম দেব এসেছেন আমাদেরও ডাকা হয়েছে।

এদিকে প্রাক্তন ধুপগুড়ি টাউন ব্লক সভাপতি অপুর্ব রায় অভিযোগ করে বলেন কিষান কল্যানী জেলা চালাতে পারবেন কিনা সন্দেহ আছে।২০২১ সালে দিদি তার কাছ সব হিসাব বুঝে নেবেন।আমরা কিষান কল্যানী বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছি। কিষান বাবু কি করতে চায় সেটাই উনি জানেন না। সমস্যার কোন সমাধান আলোচনায় মাধ্যমে মেটেনি।

এদিকে কিষান কল্যানী বলেন আজ আমি ওদের সম্পর্কে কোন মন্তব্য করব না।
Last Updated : Dec 1, 2019, 1:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.