ETV Bharat / state

Mohitnagar Railway Station: মোহিতনগর স্টেশনকে এবার পণ্য পরিবহণের কাজে লাগাবে রেল

হলদিবাড়ি পর্যন্ত রেলের বৈদ্যুতিকরণ কয়েকমাসেই শেষ হবে । বেশ কয়েকটি রেলওয়ে ওভারব্রিজ (Railway over bridge) করা হচ্ছে বলে খবর ।

Mohitnagar Railway Station
পণ্য পরিবহণ
author img

By

Published : Feb 5, 2023, 8:12 PM IST

মোহিতনগর স্টেশন থেকে এবার হবে পণ্য পরিবহণ

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: জলপাইগুড়ি শহর লাগোয়া ছোটো মোহিতনগর স্টেশনকে (Mohitnagar Railway Station) এবার পণ্য পরিবহণের (Goods transport) কাজে লাগাতে চলেছে রেল । এর জন্য গত বছর জুন মাসে স্টেশনের সাইডিং ডেভেলপমেন্টের কাজ করা হয় ৷ এরপরে শনিবার ওই স্টেশন থেকে কন্টেনারের রেক চলাচলের কাজ শুরু করা হল । যার উদ্বোধন করলেন রেলের কাটিহার ডিভিশনের জেনারেল ম্যানেজার শুভেন্দুকুমার চৌধুরী । শুধু তাই নয়, সামনেই রানিনগর শিল্পাঞ্চল । সেই দিকে অন্যান্য বহুজাতিক বেসরকারি কোম্পানিগুলিও-এর সুবিধা পাবে বলে মনে করছেন তিনি ।

জলপাইগুড়ি রানিনগর থেকে হলদিবাড়ি পর্যন্ত রেলের বৈদ্যুতিকরণের কাজ জুন-জুলাইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে । শনিবার থেকে বিভিন্ন পণ্য সামগ্রী লোডিং ও আনলোডিং-এর জন্য রেলের কনটেনার রেক লোডিং চালু হল মোহিতনগরে । যাতায়াতের সুবিধার জন্য অম্বিকা নগর ও রাঙাপানিতে রেলওয়ে ওভারব্রিজ করা হবে । এমনকী অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে হলদিবাড়ি ও জলপাইগুড়ি টাউন, স্টেশনকে আরও উন্নত করা হবে বলে জানালেন কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শুভেন্দুকুমার চৌধুরী (Divisional Railway Manager Subhendu Kumar Choudhury)।

শনিবার জলপাইগুড়ির মোহিতনগর স্টেশনে এসে ডিআরএম বলেন, "বহুজাতিক সিমেন্ট সংস্থার সঙ্গে যৌথভাবে রেলদফতর এই মোহিতনগর সাইডিং উন্নত করেছে । এই সাইড থেকে সিমেন্ট কারখানার পণ্য যেমন লোডিং ও আনলোডিং করা হবে । পাশাপাশি বহুজাতিক সফট ডিঙ্ক সংস্থার পানীয় এখান থেকেই লোডিং হবে । আজ থেকে কনটেনার রেক লোডিং চালু করলাম ।" শুভেন্দুকুমার চৌধুরী জানান, এখান থেকে খাদ্যদ্রব্য, সার-সহ অন্যান্য সামগ্রী পরিবহণের ক্ষেত্রে মার্কেটিং করা হচ্ছে । যাতে করে এই জায়গা থেকে পরিবহণ করতে সুবিধা হয় । এছাড়া রেল বিভিন্ন স্টেশনকে উন্নত করবে । তার জন্য বিভিন্ন জায়গায় রেলওয়ে ওভার ব্রিজ (Railway over bridge) করা হচ্ছে বলেও জানান তিনি ।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উত্তাল সিকিম, 48 ঘণ্টার ধর্মঘটে বিপাকে পর্যটকেরা

মোহিতনগর স্টেশন থেকে এবার হবে পণ্য পরিবহণ

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: জলপাইগুড়ি শহর লাগোয়া ছোটো মোহিতনগর স্টেশনকে (Mohitnagar Railway Station) এবার পণ্য পরিবহণের (Goods transport) কাজে লাগাতে চলেছে রেল । এর জন্য গত বছর জুন মাসে স্টেশনের সাইডিং ডেভেলপমেন্টের কাজ করা হয় ৷ এরপরে শনিবার ওই স্টেশন থেকে কন্টেনারের রেক চলাচলের কাজ শুরু করা হল । যার উদ্বোধন করলেন রেলের কাটিহার ডিভিশনের জেনারেল ম্যানেজার শুভেন্দুকুমার চৌধুরী । শুধু তাই নয়, সামনেই রানিনগর শিল্পাঞ্চল । সেই দিকে অন্যান্য বহুজাতিক বেসরকারি কোম্পানিগুলিও-এর সুবিধা পাবে বলে মনে করছেন তিনি ।

জলপাইগুড়ি রানিনগর থেকে হলদিবাড়ি পর্যন্ত রেলের বৈদ্যুতিকরণের কাজ জুন-জুলাইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে । শনিবার থেকে বিভিন্ন পণ্য সামগ্রী লোডিং ও আনলোডিং-এর জন্য রেলের কনটেনার রেক লোডিং চালু হল মোহিতনগরে । যাতায়াতের সুবিধার জন্য অম্বিকা নগর ও রাঙাপানিতে রেলওয়ে ওভারব্রিজ করা হবে । এমনকী অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে হলদিবাড়ি ও জলপাইগুড়ি টাউন, স্টেশনকে আরও উন্নত করা হবে বলে জানালেন কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শুভেন্দুকুমার চৌধুরী (Divisional Railway Manager Subhendu Kumar Choudhury)।

শনিবার জলপাইগুড়ির মোহিতনগর স্টেশনে এসে ডিআরএম বলেন, "বহুজাতিক সিমেন্ট সংস্থার সঙ্গে যৌথভাবে রেলদফতর এই মোহিতনগর সাইডিং উন্নত করেছে । এই সাইড থেকে সিমেন্ট কারখানার পণ্য যেমন লোডিং ও আনলোডিং করা হবে । পাশাপাশি বহুজাতিক সফট ডিঙ্ক সংস্থার পানীয় এখান থেকেই লোডিং হবে । আজ থেকে কনটেনার রেক লোডিং চালু করলাম ।" শুভেন্দুকুমার চৌধুরী জানান, এখান থেকে খাদ্যদ্রব্য, সার-সহ অন্যান্য সামগ্রী পরিবহণের ক্ষেত্রে মার্কেটিং করা হচ্ছে । যাতে করে এই জায়গা থেকে পরিবহণ করতে সুবিধা হয় । এছাড়া রেল বিভিন্ন স্টেশনকে উন্নত করবে । তার জন্য বিভিন্ন জায়গায় রেলওয়ে ওভার ব্রিজ (Railway over bridge) করা হচ্ছে বলেও জানান তিনি ।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উত্তাল সিকিম, 48 ঘণ্টার ধর্মঘটে বিপাকে পর্যটকেরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.