শিলিগুড়ি, 27 জুলাই : শিলিগুড়িতে উদ্ধার প্রায় 6 কেজি সোনা । গতরাতে 9 টা নাগাদ NJP (নিউ জলপাইগুড়ি) স্টেশনের একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সরাইঘাট এক্সপ্রেস থেকে সোনা উদ্ধার করেন কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের আধিকারিররা । ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা হল নতুন বৈরাগী, বাপি বৈরাগী, অসীম সিংহ ও কুমকুম সিংহ । নতুন ও বাপি হাবরার বাসিন্দা । অসীম ও কুমকুম দমদমের বাসিন্দা । ধৃতদের আজ সকালে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে । দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।
অভিযুক্তরা মায়ানমার থেকে রেল পথ ধরে 6 কেজি সোনা কলকাতায় নিয়ে যাচ্ছিল । তা মোট 36টি বিস্কিটে ভাগ করা ছিল । বিস্কিটগুলি কালো প্লাস্টিকে মোড়া ছিল । অন্যদিকে, উদ্ধার হওয়া সোনা বিদেশি মার্কিংয়ের । কিন্তু বিস্কিটের ওপর থেকে সেই মার্ক তুলে দেওয়া হয় ।