ETV Bharat / state

সরাইঘাট এক্সপ্রেস থেকে বাজেয়াপ্ত 6 কেজি সোনা

গতরাতে 9 টা নাগাদ NJP (নিউ জলপাইগুড়ি) স্টেশনের একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সরাইঘাট এক্সপ্রেস থেকে সোনা উদ্ধার করেন কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের আধিকারিররা ।

সোনার বিস্কিট
author img

By

Published : Jul 27, 2019, 11:03 PM IST

Updated : Jul 27, 2019, 11:36 PM IST

শিলিগুড়ি, 27 জুলাই : শিলিগুড়িতে উদ্ধার প্রায় 6 কেজি সোনা । গতরাতে 9 টা নাগাদ NJP (নিউ জলপাইগুড়ি) স্টেশনের একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সরাইঘাট এক্সপ্রেস থেকে সোনা উদ্ধার করেন কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের আধিকারিররা । ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা হল নতুন বৈরাগী, বাপি বৈরাগী, অসীম সিংহ ও কুমকুম সিংহ । নতুন ও বাপি হাবরার বাসিন্দা । অসীম ও কুমকুম দমদমের বাসিন্দা । ধৃতদের আজ সকালে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে । দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

অভিযুক্তরা মায়ানমার থেকে রেল পথ ধরে 6 কেজি সোনা কলকাতায় নিয়ে যাচ্ছিল । তা মোট 36টি বিস্কিটে ভাগ করা ছিল । বিস্কিটগুলি কালো প্লাস্টিকে মোড়া ছিল । অন্যদিকে, উদ্ধার হওয়া সোনা বিদেশি মার্কিংয়ের । কিন্তু বিস্কিটের ওপর থেকে সেই মার্ক তুলে দেওয়া হয় ।

শিলিগুড়ি, 27 জুলাই : শিলিগুড়িতে উদ্ধার প্রায় 6 কেজি সোনা । গতরাতে 9 টা নাগাদ NJP (নিউ জলপাইগুড়ি) স্টেশনের একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সরাইঘাট এক্সপ্রেস থেকে সোনা উদ্ধার করেন কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের আধিকারিররা । ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা হল নতুন বৈরাগী, বাপি বৈরাগী, অসীম সিংহ ও কুমকুম সিংহ । নতুন ও বাপি হাবরার বাসিন্দা । অসীম ও কুমকুম দমদমের বাসিন্দা । ধৃতদের আজ সকালে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে । দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

অভিযুক্তরা মায়ানমার থেকে রেল পথ ধরে 6 কেজি সোনা কলকাতায় নিয়ে যাচ্ছিল । তা মোট 36টি বিস্কিটে ভাগ করা ছিল । বিস্কিটগুলি কালো প্লাস্টিকে মোড়া ছিল । অন্যদিকে, উদ্ধার হওয়া সোনা বিদেশি মার্কিংয়ের । কিন্তু বিস্কিটের ওপর থেকে সেই মার্ক তুলে দেওয়া হয় ।

Intro:ছয় কেজি সোনা সহ শিলিগুড়িতে গ্রেপ্তার কলকাতার চার বাসিন্দা!

শিলিগুড়ি, ২৭ জুলাইঃ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারীকদের তৎপরতায় পাচারের আগেই ফের একবার উদ্ধার হল প্রায় ছয় কেজি সোনা। গতকাল রাত প্রায় ৯ টা নাগাদ এনজেপি স্টেশনে হানা দিয়ে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা শরাইঘাট এক্সপ্রেস থেকে ওই সোনা উদ্ধার হয়। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। Body:কেন্দ্রীয় রাজ গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল নুতন বৈরাগী, বাপী বৈরাগী, অসীম সিংহ ও কুমকুম সিংহ। ধৃতদের মধ্যে নুতন ও বাপী হাবড়ার বাসিন্দা। বাকী দুজন দমদমের বাসিন্দা। জানা গিয়ে, ধৃতরা মায়ানমার থেকে রেল পথ ধরে ওই সোনা কলকাতায় নিয়ে যাওয়ার ছক ছিল। সোনাগুলি মোট ৩৬ টি বিস্কুটে ভাগ করা ছিল। সেগুলি কালো প্লাস্টিকে মুড়ে ব্ল্যাকটেপে মোড়া ছিল। পরে সেগুলি ব্যাগে জামা কাপড়ের নীচে লুকানো ছিল পুলিশি নজর এড়াতে। Conclusion:জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই সোনা বিদেশী মার্কিং এর। যদিও বিস্কুটের ওপর থেকে মার্ক তুলে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তদন্ত চলছে। প্রাথমিক জিঞ্জাসাবাদে তদন্তকারী অফিসারেরা জানতে পেরেছেন ওই বিপুল পরিমান সোনা কলকাতায় হাত বদল হত। সেক্ষেত্রে সোনা পাচারের এই ঘটনায় আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
Last Updated : Jul 27, 2019, 11:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.