ETV Bharat / state

জলপাইগুড়িতে ট্রেন থেকে নাবালিকা উদ্ধার, পাচারের অভিযোগে আটক 1 - minor girl trafficking

পুলিশ সূত্রে খবর, নাবালিকার সঙ্গে অভিযুক্ত যুবকের ফোনে আলাপ হয় । নাবালিকাকে ভুল বুঝিয়ে তাকে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে ।

girl
জলপাইগুড়িতে পাচারের আগে উদ্ধার নাবালিকা
author img

By

Published : Nov 25, 2020, 6:01 PM IST

জলপাইগুড়ি, 25 নভেম্বর : পাচারের আগে নাবালিকাকে উদ্ধার করলেন RPF জওয়ানরা । আলিপুরদুয়ার থেকে কলকাতাগামী পদাতিক এক্সপ্রেস থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয় ।

জলপাইগুড়ি RPF-এর SI প্রেম সিং মিনা বলেন, "আমাদের কাছে খবর ছিল এক নাবালিকাকে নিয়ে যাচ্ছে এক যুবক । আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে এক যুবক 16 বছর বয়সি নাবালিকাকে ট্রেনে করে কলকাতায় নিয়ে যাচ্ছিল । রুটিন তল্লাশি চলাকালীন তাদের জিজ্ঞাসাবাদের সময় নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয় । তাদের ট্রেন থেকে নামিয়ে RPF পোস্টে নিয়ে আসা হয় ।"

পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের যুবকের সঙ্গে হাসিমারার ওই নাবালিকার ফোনে পরিচয় হয় । নাবালিকাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ । যুবককে আটক করা হয়েছে । নাবালিকাকে উদ্ধার করে GRP-র হাতে তুলে দেওয়া হয় । GRP আইনানুগ ব্যবস্থা নিয়েছে । ময়নাগুড়ির GRP-র OC বলেন, "আমরা নাবালিকাকে জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দিয়েছি ।"

জলপাইগুড়ি, 25 নভেম্বর : পাচারের আগে নাবালিকাকে উদ্ধার করলেন RPF জওয়ানরা । আলিপুরদুয়ার থেকে কলকাতাগামী পদাতিক এক্সপ্রেস থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয় ।

জলপাইগুড়ি RPF-এর SI প্রেম সিং মিনা বলেন, "আমাদের কাছে খবর ছিল এক নাবালিকাকে নিয়ে যাচ্ছে এক যুবক । আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে এক যুবক 16 বছর বয়সি নাবালিকাকে ট্রেনে করে কলকাতায় নিয়ে যাচ্ছিল । রুটিন তল্লাশি চলাকালীন তাদের জিজ্ঞাসাবাদের সময় নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয় । তাদের ট্রেন থেকে নামিয়ে RPF পোস্টে নিয়ে আসা হয় ।"

পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের যুবকের সঙ্গে হাসিমারার ওই নাবালিকার ফোনে পরিচয় হয় । নাবালিকাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ । যুবককে আটক করা হয়েছে । নাবালিকাকে উদ্ধার করে GRP-র হাতে তুলে দেওয়া হয় । GRP আইনানুগ ব্যবস্থা নিয়েছে । ময়নাগুড়ির GRP-র OC বলেন, "আমরা নাবালিকাকে জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.