জলপাইগুড়ি, 29 জানুয়ারি : সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তার 'ঘনিষ্ঠ' ছবি ৷ স্থানীয় এক যুবকের সেই কারসাজিতে অপমানিত স্কুলছাত্রী আত্মহত্যার পথ বেছে নিল ৷ ঘটনাটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পূর্ব শালবাড়ি এলাকার ৷ 13 বছরের মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা ৷ এলাকাতেও শোকের ছায়া ৷
পুলিশ সূত্রে খবর, ময়নাগুড়ি পূর্ব শালবাড়ি এলাকার বাসিন্দা নীরেন্দ্রনাথ রায় ৷ একমাত্র কন্যা কৃষ্ণা রায় অষ্টম শ্রেণির ছাত্রী ৷ স্থানীয় জল্পেশের লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয়ের পড়ুয়া ৷ জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে কৃষ্ণাকে উত্যক্ত করছিল স্থানীয় এক যুবক ৷ টিউশন থেকে আসা যাওয়ার পথে প্রায়ই মেয়েটির পথ আটকাত সে ৷ মোবাইলে কিছু ছবিও তুলেছিল ৷ এরপর সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয় ৷
আরও পড়ুন : Telia Bhola in Digha : দিঘায় ধরা পড়ল প্রায় 2 কোটি টাকার তেলিয়া ভোলা
বন্ধুবান্ধব মারফত সেই খবর পেয়ে ভেঙে পড়ে 13 বছরের মেয়েটি ৷ কিন্তু মেয়ে এতবড় পদক্ষেপ নেবে তা ভাবতেও পারেননি রায় পরিবারের সদস্যরা ৷ অভিযোগ, অপমান সহ্য করতে না পেরে আজ সকালে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কৃষ্ণা ৷ এরপরই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার ৷ মেয়েটির পরিবারের অনুমান, অন্য কারও ছবির উপর মেয়েটির মুখ বসিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে ৷
ময়নাগুড়ি থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷