ETV Bharat / state

Gay Lover in Dharna: সমপ্রেমে টানাপোড়েন, প্রেমিককে ফিরে পেতে ধরনায় যুবক - প্রেমিককে ফিরে পেতে ধরনায় যুবক

প্রেমিককে ফিরে পেতে দমদম থেকে ধূপগুড়িতে গিয়ে ধরনা দিলেন এক যুবক ৷ ডেটিং অ্যাপে আলাপের পর প্রায় দেড় বছর তাঁরা সম্পর্কে ছিলেন বলে দাবি যুবকের (Gay Lover in Dharna) ৷

Etv Bharat
ধরনারত যুবক
author img

By

Published : Mar 25, 2023, 10:22 PM IST

জলপাইগুড়ি, 25 মার্চ: ভালোবাসা আর কবেই বা মেনেছে বয়স, লিঙ্গ, বর্ণ ধর্ম-জাতির বেড়াজাল ৷ ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার দাবিতে বা প্রেমিক-প্রেমিকাকে বিয়ের দাবিতে ধরনায় বসার ঘটনা নতুন না ৷ এরকম অনেক ঘটনাই আজকাল প্রায় হামেশাই সংবাদ শিরোনামে উঠে আসে ৷ শনিবার এরকমই এক ঘটনার সাক্ষী থাকল ধূপগুড়ি ৷ তবে এখানে প্রেমিককে ফিরে পেতে ধরনায় বসল আরেক যুবক (gay man in dharna in Jalpaiguri) ৷

জানা গিয়েছে, যে যুবক এদিন এই ধরনা দেন তাঁর বাড়ি দমদমে ৷ একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির এক যুবকের ৷ ক্রমে তাঁদের সম্পর্ক গভীর হয়, প্রায় 7-8 মাস ধরে কলকাতায় লিভ-ইনও শুরু করেন দু'জনে ৷ কিন্তু সম্প্রতি এই সমপ্রেমী যুগলের মধ্যে সম্পর্কের অবনতি হয় ৷ তারপরেই পরীক্ষার কথা বলে কলকাতা থেকে তাঁর ময়নাগুড়ির বাড়িতে ফিরে আসেন ওই যুবক ।

কিন্তু ভালোবাসার মানুষকে ছেড়ে থাকতে না-পেরে দমদম থেকে তাঁর প্রেমিকের খোঁজে ময়নাগুড়িতে চলে আসেন অপর যুবক, যান প্রেমিকের বাড়িতেও ৷ কিন্তু তাঁর পরিবারের সদস্যরা ধমক দিয়ে দমদমের ওই যুবককে ফিরিয়ে দেন ৷ এরই প্রতিবাদে এবং মনের মানুষকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার ধূপগুড়িতে জাতীয় সড়কের উপর ধরনায় বসেন ওই দমদমের ওই যুবক ৷

আরও পড়ুন: পড়ুয়াদের উদ্যোগপতি হওয়ার পাঠ ! কলেজেই বসল ক্যাম্পাস বাজার

যুবক জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রায় দেড় বছরের সম্পর্ক, দীর্ঘ কয়েক মাস তাঁরা একসঙ্গে কাটিয়েছেন ৷ তাই তিনি তাঁর প্রেমিককে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন ৷ কিন্তু ওই যুবকের পরিবার তাঁকে বাড়িতে ঢুকতে দেয়নি ৷ তাই তিনি বাধ্য হয়ে ধরনায় বসেছেন ৷ এদিন ধরনা চলাকালীন তাঁর হাতে একটি পোস্টারও দেখা যায় ৷ তাতে লেখা ছিল,'আমার জীবনের 1 বছর 5 মাস আমার ভালোবাসা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ৷'

জলপাইগুড়ি, 25 মার্চ: ভালোবাসা আর কবেই বা মেনেছে বয়স, লিঙ্গ, বর্ণ ধর্ম-জাতির বেড়াজাল ৷ ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার দাবিতে বা প্রেমিক-প্রেমিকাকে বিয়ের দাবিতে ধরনায় বসার ঘটনা নতুন না ৷ এরকম অনেক ঘটনাই আজকাল প্রায় হামেশাই সংবাদ শিরোনামে উঠে আসে ৷ শনিবার এরকমই এক ঘটনার সাক্ষী থাকল ধূপগুড়ি ৷ তবে এখানে প্রেমিককে ফিরে পেতে ধরনায় বসল আরেক যুবক (gay man in dharna in Jalpaiguri) ৷

জানা গিয়েছে, যে যুবক এদিন এই ধরনা দেন তাঁর বাড়ি দমদমে ৷ একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির এক যুবকের ৷ ক্রমে তাঁদের সম্পর্ক গভীর হয়, প্রায় 7-8 মাস ধরে কলকাতায় লিভ-ইনও শুরু করেন দু'জনে ৷ কিন্তু সম্প্রতি এই সমপ্রেমী যুগলের মধ্যে সম্পর্কের অবনতি হয় ৷ তারপরেই পরীক্ষার কথা বলে কলকাতা থেকে তাঁর ময়নাগুড়ির বাড়িতে ফিরে আসেন ওই যুবক ।

কিন্তু ভালোবাসার মানুষকে ছেড়ে থাকতে না-পেরে দমদম থেকে তাঁর প্রেমিকের খোঁজে ময়নাগুড়িতে চলে আসেন অপর যুবক, যান প্রেমিকের বাড়িতেও ৷ কিন্তু তাঁর পরিবারের সদস্যরা ধমক দিয়ে দমদমের ওই যুবককে ফিরিয়ে দেন ৷ এরই প্রতিবাদে এবং মনের মানুষকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার ধূপগুড়িতে জাতীয় সড়কের উপর ধরনায় বসেন ওই দমদমের ওই যুবক ৷

আরও পড়ুন: পড়ুয়াদের উদ্যোগপতি হওয়ার পাঠ ! কলেজেই বসল ক্যাম্পাস বাজার

যুবক জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রায় দেড় বছরের সম্পর্ক, দীর্ঘ কয়েক মাস তাঁরা একসঙ্গে কাটিয়েছেন ৷ তাই তিনি তাঁর প্রেমিককে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন ৷ কিন্তু ওই যুবকের পরিবার তাঁকে বাড়িতে ঢুকতে দেয়নি ৷ তাই তিনি বাধ্য হয়ে ধরনায় বসেছেন ৷ এদিন ধরনা চলাকালীন তাঁর হাতে একটি পোস্টারও দেখা যায় ৷ তাতে লেখা ছিল,'আমার জীবনের 1 বছর 5 মাস আমার ভালোবাসা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ৷'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.