ETV Bharat / state

Jalpaiguri Dacoity: পুলিশি তৎপরতায় বানচাল ডাকাতির ছক, ধূপগুড়িতে গ্রেফতার 7 - জলপাইগুড়ির খবর

পুলিশি তৎপরতায় বানচাল হয়ে গেল ডাকাতির ছক । জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া 2নং গ্রাম পঞ্চায়েতের ফনির মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 7 জন অভিযুক্তকে ।

gang-of-robbers-arrested-at-jalpaiguri
পুলিশি তৎপরতায় বানচাল বানচালর ছক, ধূপগুড়িতে গ্রেফতার 7
author img

By

Published : Aug 6, 2021, 6:47 PM IST

ধূপগুড়ি, 6 অগস্ট: পুলিশি তৎপরতায় ব্যর্থ ডাকাতির ছক । গ্রেফতার করা হল সাত অভিযুক্তকে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া 2নং গ্রাম পঞ্চায়েতের ফনির মাঠ এলাকায় ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 10.30টা নাগাদ ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সুত্রে খবর আসে, বেশকিছু দুষ্কৃতী ফনির মাঠ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত করছে । খবর মিলতেই ধূপগুড়ি থানার এএসআই আলতাফ হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় হানা দেয় । বেআইনিভাবে মজুত ধারালো বেশকিছু অস্ত্র-সহ মোট 7 জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।

আরও পড়ুন: জঙ্গলমহলকে ধন্যবাদ জানাতে দু’দিনের সফরে সোমবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

তাদের গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয় । ধৃতদের জেরা করে জানা যায়, তারা ধূপগুড়ি-গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়ের উপর চা পাতা বোঝাই চলন্ত গাড়িতে ডাকাতির ছক করেছিল । সেই উদ্দেশ্যেই ওই এলাকায় জমা হয়েছিল তারা ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন সায়ন্তিকা-জুন

ধৃতদের নাম রাকেশ দাস, রাজিবুল ইসলাম, খুরশিদ আলম, অমিত দাস, রতন বারুই, সুভাষ রায় ও দশরথ মণ্ডল । এদের অধিকাংশের বাড়ি আলিপুরদুয়ার জেলায় । ধৃতদের থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হয়েছে একটি পিক আপ ভ্যান ।

ধূপগুড়ি, 6 অগস্ট: পুলিশি তৎপরতায় ব্যর্থ ডাকাতির ছক । গ্রেফতার করা হল সাত অভিযুক্তকে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া 2নং গ্রাম পঞ্চায়েতের ফনির মাঠ এলাকায় ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 10.30টা নাগাদ ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সুত্রে খবর আসে, বেশকিছু দুষ্কৃতী ফনির মাঠ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত করছে । খবর মিলতেই ধূপগুড়ি থানার এএসআই আলতাফ হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় হানা দেয় । বেআইনিভাবে মজুত ধারালো বেশকিছু অস্ত্র-সহ মোট 7 জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।

আরও পড়ুন: জঙ্গলমহলকে ধন্যবাদ জানাতে দু’দিনের সফরে সোমবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

তাদের গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয় । ধৃতদের জেরা করে জানা যায়, তারা ধূপগুড়ি-গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়ের উপর চা পাতা বোঝাই চলন্ত গাড়িতে ডাকাতির ছক করেছিল । সেই উদ্দেশ্যেই ওই এলাকায় জমা হয়েছিল তারা ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন সায়ন্তিকা-জুন

ধৃতদের নাম রাকেশ দাস, রাজিবুল ইসলাম, খুরশিদ আলম, অমিত দাস, রতন বারুই, সুভাষ রায় ও দশরথ মণ্ডল । এদের অধিকাংশের বাড়ি আলিপুরদুয়ার জেলায় । ধৃতদের থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হয়েছে একটি পিক আপ ভ্যান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.