ETV Bharat / state

4 স্বাস্থ্যকর্মী কোরোনা পজ়িটিভ, সিল করা হল ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের আউটডোর

author img

By

Published : Jun 6, 2020, 12:27 PM IST

গতকাল ময়নাগুড়ির গ্রামীণ হাসপাতালের চারজন কোরোনায় সংক্রমিত হন । এরপরই হাসপাতালের আউটডোর সিল করে দেওয়া হয় ।

Sealed outdoor of Maynaguri Rural Hospital
ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের আউটডোর সিল

জলপাইগুড়ি, 6 জুন : ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চার স্বাস্থ্যকর্মীর কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর হাসপাতালের আউটডোর সিল করে দেওয়া হল । এমারজেন্সি ছাড়া নতুন করে কোনও রোগী ভরতি নেওয়া হবে না । গতকাল জলপাইগুড়ি জেলায় নতুন করে সাতজনের কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে । তার মধ্যে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চারজন স্বাস্থ্যকর্মী ছিলেন । হাসপাতালের দুই নার্সসহ চার স্বাস্থ্যকর্মী কোরোনা ভাইরাসে সংক্রমতি হওয়ায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালকে কোরোনামুক্ত করার উদ্যোগ নেয় প্রশাসন ।

আজ সকালে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের 50 জন স্বাস্থ্যকর্মীর সোয়াব নেওয়া হয়েছে । সোয়াব নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । যেহেতু চার স্বাস্থ্যকর্মীর সাথে অন্যান্য কর্মীদের যোগাযোগ ও সংস্পর্শে আসার সংখ্যা অনেক বেশি তাই তড়িঘড়ি আউটডোর বন্ধ করে স্যানিটাইজ় করার প্রক্রিয়া শুরু হয়েছে ।

এর আগে ময়নাগুড়ির এক আশাকর্মী ও কলকাতা ফেরত নার্সিং ছাত্রীর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । গতকাল নতুন করে ময়নাগুড়ির গ্রামীণ হাসপাতালের চারজনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. লাকি দেওয়ান জানান, 50 জন স্বাস্থ্যকর্মীর লালারস নেওয়া হয়েছে। আপাতত স্যানিটাইজ়েশনের জন্য আউটডোরের মেইন বিল্ডিংয়ে যাতায়াত বন্ধ থাকছে । এমারজেন্সি ছাড়া নতুন করে কোনও রোগীকে ভরতি নেওয়া হবে না ।

জলপাইগুড়ি, 6 জুন : ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চার স্বাস্থ্যকর্মীর কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর হাসপাতালের আউটডোর সিল করে দেওয়া হল । এমারজেন্সি ছাড়া নতুন করে কোনও রোগী ভরতি নেওয়া হবে না । গতকাল জলপাইগুড়ি জেলায় নতুন করে সাতজনের কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে । তার মধ্যে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চারজন স্বাস্থ্যকর্মী ছিলেন । হাসপাতালের দুই নার্সসহ চার স্বাস্থ্যকর্মী কোরোনা ভাইরাসে সংক্রমতি হওয়ায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালকে কোরোনামুক্ত করার উদ্যোগ নেয় প্রশাসন ।

আজ সকালে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের 50 জন স্বাস্থ্যকর্মীর সোয়াব নেওয়া হয়েছে । সোয়াব নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । যেহেতু চার স্বাস্থ্যকর্মীর সাথে অন্যান্য কর্মীদের যোগাযোগ ও সংস্পর্শে আসার সংখ্যা অনেক বেশি তাই তড়িঘড়ি আউটডোর বন্ধ করে স্যানিটাইজ় করার প্রক্রিয়া শুরু হয়েছে ।

এর আগে ময়নাগুড়ির এক আশাকর্মী ও কলকাতা ফেরত নার্সিং ছাত্রীর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । গতকাল নতুন করে ময়নাগুড়ির গ্রামীণ হাসপাতালের চারজনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. লাকি দেওয়ান জানান, 50 জন স্বাস্থ্যকর্মীর লালারস নেওয়া হয়েছে। আপাতত স্যানিটাইজ়েশনের জন্য আউটডোরের মেইন বিল্ডিংয়ে যাতায়াত বন্ধ থাকছে । এমারজেন্সি ছাড়া নতুন করে কোনও রোগীকে ভরতি নেওয়া হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.