ETV Bharat / state

BJP-র নেতাদের সঙ্গে সাক্ষাৎ জলপাইগুড়ির প্রাক্তন চেয়ারম্যান মোহন বোসের - প্রশাসক

জলপাইগুড়ি লোকসভার ভরাডুবির পর জেলা তৃণমূলের সভাপতিকে বদল করা হয়। সৌরভ চক্রবর্তীর জায়গায় কিষান কল্যাণীকে দায়িত্ব দেওয়া হয়। এরপরেই মোহন বোসকে কোণঠাসা করা হয় বলে অভিযোগ।সব পৌরসভার চেয়ারম্যানকে প্রশাসক পদে রাখা হলেও জলপাইগুড়ির পৌরসভার চেয়ারম্যানকে প্রশাসক পদে রাখাই হয়নি। আজ তাঁর সঙ্গে দেখা করলেন BJP নেতৃত্ব। "রাজনীতিতে সবই সম্ভব।" BJP-র নেতাদের সাথে সাক্ষাৎ হবার পর এমনই কথা জানালেন জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস।

jalpaiguri chairman
মোহন বোস
author img

By

Published : May 25, 2020, 6:00 PM IST

জলপাইগুড়ি,25 মে :প্রশাসক বোর্ডে রাখা হয়নি পৌরসভার 17 বছরের চেয়ারম্যান মোহন বোসকে। আজ তাঁর সঙ্গে দেখা করলেন BJP নেতৃত্ব। "রাজনীতিতে সবই সম্ভব।" BJP-র নেতাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর এমনই কথা জানালেন জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস।এদিন জলপাইগুড়ি বেগুনটারির বাড়িতে তৃণমূল নেতা মোহন বোসের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন BJP-র উত্তরবঙ্গের সহকারি আহ্বায়ক দীপেন প্রামাণিক সহ অন্যান্য BJP নেতারা। মোহন বোসের বাড়িতে BJP নেতাদের যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতোর শুরু হয়েছে ।

জলপাইগুড়ি লোকসভার ভরাডুবির পর জেলা তৃণমূলের সভাপতিকে বদল করা হয়। সৌরভ চক্রবর্তীর জায়গায় কিষান কল্যাণীকে দায়িত্ব দেওয়া হয়। এরপরেই মোহন বোসকে কোণঠাসা করা হয় বলে অভিযোগ।সব পৌরসভার চেয়ারম্যানকে প্রশাসক পদে রাখা হলেও জলপাইগুড়ির পৌরসভার চেয়ারম্যানকে প্রশাসক পদে রাখাই হয়নি। জলপাইগুড়ি পৌরসভার 17 বছরের চেয়ারম্যান ছিলেন মোহন বোস। 2015 সালে মোহন বোসের হাত ধরে একক ভাবে তৃণমূল জলপাইগুড়ি পৌরসভার ক্ষমতা দখল করে। মোহন বোস জলপাইগুড়ি পৌরসভার 23 বছরের কাউন্সিলর ছিলেন।কিন্তু পৌরসভার মেয়াদ শেষ হবার পর রাজ্য সরকার জলপাইগুড়ি পৌরসভার তৃণমূলের নেত্রী তথা পৌরসভার প্রাক্তন উপ পৌরমাতা পাপিয়া পালকে প্রশাসক হিসেবে বসান। এমনকী, বাকি আরও চারজন তৃণমূল কাউন্সিলকে প্রশাসক বোর্ডে রাখলেও মোহন বোসকে প্রশাসক পদে তো বসানোই হয়নি, প্রশাসক বোর্ডেও রাখা হয়নি। এরপরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মোহন বোস।দলের চক্রান্তের শিকার করে অভিযোগ তোলেন তিনি।

আজ মোহন বোস বলেন, "রাজনীতিতে সবই সম্ভব। আজ BJP-র নেতারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি যখন দিল্লিতে চিকিৎসাধীন ছিলাম তখনও সাংসদ ডাঃ জয়ন্ত রায় আমাকে দেখতে গিয়েছিলেন। আজ আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাজনৈতিক কথাও হয়েছে।"

BJP-তে যাচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি জানান, "রাজনীতিতে সম্ভব। আমার জলপাইগুড়ি পৌরসভার 25 টা ওয়ার্ডেই নিজস্ব সেট আপ আছে।এমনকী, জেলা জুড়েও আমার সেট আপ আছে।সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে। একটু অপেক্ষা করুন পরিবেশ পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়। পৌরসভার যাঁরা প্রশাসক রয়েছেন তাঁদের বিরুদ্ধে এখনি কোনও কথা বলতে চাই না।কারণ তাঁদের কাজ করতে দেবার সুযোগ দিতে হবে।"

এদিন BJP-র উত্তরবঙ্গের সহকারি আহ্বায়ক দীপেন প্রামাণিক বলেন, "আমরা মোহন বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। মোহন বোস অসুস্থ তাই তাঁর শারীরিক সুস্থতার কামনা করলাম। তিনি যেভাবে জলপাইগুড়ির সেবা করে এসেছেন, আবার যাতে তেমন করতে পারেন এই আশাই করি।রাজনৈতিক আলোচনা হলেও এই মুহুর্তে সংবাদ মাধ্যমের কাছে কিছুই বলব না।" তিনি BJP-তে আসছেন কি না, প্রশ্নের উত্তরে দীপেন প্রামাণিক জানান," সেটা মোহন বোসের ওপর নির্ভর করবে।মোহন বোসের ইচ্ছার ওপরে নির্ভর করবে তারপর আলোচনা হবে।"

জলপাইগুড়ি,25 মে :প্রশাসক বোর্ডে রাখা হয়নি পৌরসভার 17 বছরের চেয়ারম্যান মোহন বোসকে। আজ তাঁর সঙ্গে দেখা করলেন BJP নেতৃত্ব। "রাজনীতিতে সবই সম্ভব।" BJP-র নেতাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর এমনই কথা জানালেন জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস।এদিন জলপাইগুড়ি বেগুনটারির বাড়িতে তৃণমূল নেতা মোহন বোসের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন BJP-র উত্তরবঙ্গের সহকারি আহ্বায়ক দীপেন প্রামাণিক সহ অন্যান্য BJP নেতারা। মোহন বোসের বাড়িতে BJP নেতাদের যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতোর শুরু হয়েছে ।

জলপাইগুড়ি লোকসভার ভরাডুবির পর জেলা তৃণমূলের সভাপতিকে বদল করা হয়। সৌরভ চক্রবর্তীর জায়গায় কিষান কল্যাণীকে দায়িত্ব দেওয়া হয়। এরপরেই মোহন বোসকে কোণঠাসা করা হয় বলে অভিযোগ।সব পৌরসভার চেয়ারম্যানকে প্রশাসক পদে রাখা হলেও জলপাইগুড়ির পৌরসভার চেয়ারম্যানকে প্রশাসক পদে রাখাই হয়নি। জলপাইগুড়ি পৌরসভার 17 বছরের চেয়ারম্যান ছিলেন মোহন বোস। 2015 সালে মোহন বোসের হাত ধরে একক ভাবে তৃণমূল জলপাইগুড়ি পৌরসভার ক্ষমতা দখল করে। মোহন বোস জলপাইগুড়ি পৌরসভার 23 বছরের কাউন্সিলর ছিলেন।কিন্তু পৌরসভার মেয়াদ শেষ হবার পর রাজ্য সরকার জলপাইগুড়ি পৌরসভার তৃণমূলের নেত্রী তথা পৌরসভার প্রাক্তন উপ পৌরমাতা পাপিয়া পালকে প্রশাসক হিসেবে বসান। এমনকী, বাকি আরও চারজন তৃণমূল কাউন্সিলকে প্রশাসক বোর্ডে রাখলেও মোহন বোসকে প্রশাসক পদে তো বসানোই হয়নি, প্রশাসক বোর্ডেও রাখা হয়নি। এরপরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মোহন বোস।দলের চক্রান্তের শিকার করে অভিযোগ তোলেন তিনি।

আজ মোহন বোস বলেন, "রাজনীতিতে সবই সম্ভব। আজ BJP-র নেতারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি যখন দিল্লিতে চিকিৎসাধীন ছিলাম তখনও সাংসদ ডাঃ জয়ন্ত রায় আমাকে দেখতে গিয়েছিলেন। আজ আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাজনৈতিক কথাও হয়েছে।"

BJP-তে যাচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি জানান, "রাজনীতিতে সম্ভব। আমার জলপাইগুড়ি পৌরসভার 25 টা ওয়ার্ডেই নিজস্ব সেট আপ আছে।এমনকী, জেলা জুড়েও আমার সেট আপ আছে।সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে। একটু অপেক্ষা করুন পরিবেশ পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়। পৌরসভার যাঁরা প্রশাসক রয়েছেন তাঁদের বিরুদ্ধে এখনি কোনও কথা বলতে চাই না।কারণ তাঁদের কাজ করতে দেবার সুযোগ দিতে হবে।"

এদিন BJP-র উত্তরবঙ্গের সহকারি আহ্বায়ক দীপেন প্রামাণিক বলেন, "আমরা মোহন বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। মোহন বোস অসুস্থ তাই তাঁর শারীরিক সুস্থতার কামনা করলাম। তিনি যেভাবে জলপাইগুড়ির সেবা করে এসেছেন, আবার যাতে তেমন করতে পারেন এই আশাই করি।রাজনৈতিক আলোচনা হলেও এই মুহুর্তে সংবাদ মাধ্যমের কাছে কিছুই বলব না।" তিনি BJP-তে আসছেন কি না, প্রশ্নের উত্তরে দীপেন প্রামাণিক জানান," সেটা মোহন বোসের ওপর নির্ভর করবে।মোহন বোসের ইচ্ছার ওপরে নির্ভর করবে তারপর আলোচনা হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.