ETV Bharat / state

চোরাশিকার রুখতে দোলে উত্তরবঙ্গের জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা বনদপ্তরের - Forest Department

রঙের উৎসব দোলে দুদিনের জন্য উত্তরবঙ্গের জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল বনদপ্তর ৷ হোলি মানেই আদিবাসীদের শিকার উৎসব৷ আদিবাসীদের শিকার উৎসবকে চোরাশিকারিরা কাজে লাগিয়ে বন্যপ্রাণী হত্যা করতে পারে ৷ এমন আশঙ্কা আছে ৷ তাই এই নিষেধাজ্ঞা বনদপ্তরের ৷

forest-department-has-banned-the-entry-of-public-into-the-jungles-of-north-bengal-in-holi
হোলিতে উত্তরবঙ্গের জঙ্গলে চোরাশিকার রুখতে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা,বনদপ্তরের
author img

By

Published : Mar 9, 2020, 12:04 PM IST

জলপাইগুড়ি, 9 মার্চ : দোল উৎসবে পশুর মাংস খেয়ে দোলের আনন্দ পালন করে জনজাতিরা । সেই সুযোগে চোরাশিকারিরা উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে ঢুকে শিকার করতে পারে । শিকার উৎসবকে কাজে লাগিয়ে বন্যপ্রাণী হত্যা করতে পারে, আশঙ্কা এমনই । সজাগ বনদপ্তরও । তাই দোল উৎসব ও হোলির দু'দিন উত্তরবঙ্গের জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বনদপ্তর । গোরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান ,বক্সা,মহানন্দা সহ চাপড়ামারি জঙ্গলে পর্যটকরা ঢুকতে পারবেন না ।

এই সময় উত্তরবঙ্গের বেশকিছু জনজাতি শিকার করে থাকেন । সেই সময় জঙ্গলে প্রবেশ করে কেউ যাতে শিকার করতে না যায় সেই জন্য বনবস্তির বাসিন্দাদের সচেতন করা হয়েছে বনদপ্তর ও পরিবেশপ্রেমীদের তরফে ৷

বনবস্তির বাসিন্দাদের এই কাজ থেকে বিরত থাকার জন্য আবেদন জানিয়ে প্রচার করেছে বনদপ্তরের লাটাগুড়ি রেঞ্জ এবং বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনগুলি ।

চাপড়ামারি সহ প্রতিটি জঙ্গলে নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে গোরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন । পুলিশ এবং SSB কে সঙ্গে নিয়ে টহলদারি চলছে । হাতি নিয়েও টহলদারি করা হচ্ছে।

জলপাইগুড়ি, 9 মার্চ : দোল উৎসবে পশুর মাংস খেয়ে দোলের আনন্দ পালন করে জনজাতিরা । সেই সুযোগে চোরাশিকারিরা উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে ঢুকে শিকার করতে পারে । শিকার উৎসবকে কাজে লাগিয়ে বন্যপ্রাণী হত্যা করতে পারে, আশঙ্কা এমনই । সজাগ বনদপ্তরও । তাই দোল উৎসব ও হোলির দু'দিন উত্তরবঙ্গের জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বনদপ্তর । গোরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান ,বক্সা,মহানন্দা সহ চাপড়ামারি জঙ্গলে পর্যটকরা ঢুকতে পারবেন না ।

এই সময় উত্তরবঙ্গের বেশকিছু জনজাতি শিকার করে থাকেন । সেই সময় জঙ্গলে প্রবেশ করে কেউ যাতে শিকার করতে না যায় সেই জন্য বনবস্তির বাসিন্দাদের সচেতন করা হয়েছে বনদপ্তর ও পরিবেশপ্রেমীদের তরফে ৷

বনবস্তির বাসিন্দাদের এই কাজ থেকে বিরত থাকার জন্য আবেদন জানিয়ে প্রচার করেছে বনদপ্তরের লাটাগুড়ি রেঞ্জ এবং বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনগুলি ।

চাপড়ামারি সহ প্রতিটি জঙ্গলে নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে গোরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন । পুলিশ এবং SSB কে সঙ্গে নিয়ে টহলদারি চলছে । হাতি নিয়েও টহলদারি করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.