ETV Bharat / state

ধান নিয়েও চাল দেয়নি রাইস মিল, বন্ধের নির্দেশ খাদ্যমন্ত্রীর - jalpesh rice mill

খাদ্যমন্ত্রী বলেন, "জলপাইগুড়ির তিনটি চালকলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তার মধ্যে অন্যতম হল ময়নাগুড়ির জল্পেশ রাইস মিল । এই মিলের কাছ থেকে 2,197 মেট্রিক টন চাল পায় রাজ্য সরকার । ওই চাল সরকারকে ফেরত না দেওয়ায় চালকল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

sealed jalpaiguri rice mill
রাইস মিল বন্ধের নির্দেশ খাদ্যমন্ত্রীর
author img

By

Published : Jan 25, 2020, 11:40 PM IST

জলপাইগুড়ি, 25 জানুয়ারি : রাজ্য সরকারের কাছ থেকে ধান নিয়ে চাল না দেওয়ায় জলপাইগুড়ির একটি চালকল সিল করে দেওয়ার নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । প্রয়োজনে ওই চালকলের মালিককে গ্রেপ্তার করার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী । আজ জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । উপস্থিত ছিলেন, খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অজয় আগরওয়াল, জেলাশাসক অভিষেক তিওয়ারি সহ জেলার সব BDO ও পুলিশ ।

বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, "জলপাইগুড়ির তিনটি চালকলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তার মধ্যে অন্যতম হল ময়নাগুড়ির জল্পেশ রাইস মিল । এই মিলের কাছ থেকে 2,197 মেট্রিক টন চাল পায় রাজ্য সরকার । ওই চাল সরকারকে ফেরত না দেওয়ায় চালকল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে জেলার আরও দুটি চালকলের উপরেও কড়া নজর রেখেছে সরকার । সেগুলি হল সরকার মিনি রাইস মিল ও এসকে অ্যাগ্রো রাইস মিল । সরকার মিনি রাইস মিলের কাছে 971 মেট্রিক টন ও এসকে অ্যাগ্রো রাইস মিলের কাছে 322 মেট্রিক টন চাল পায় । তাঁদের আরও একবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে । প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ।"

sealed jalpaiguri rice mill
রাইস মিল বন্ধের নির্দেশ খাদ্যমন্ত্রীর

মন্ত্রী জানান, জলপাইগুড়িতে ধান কেনার কাজ ভালোভাবে হচ্ছে । রাজ্য সরকার এখন থেকেই ডিজ়িটাল কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করছে । তাতে কোনও পরিবারের একজন রেশন দোকানে গেলেই সবার মাসিক রেশন তুলতে পারবেন । জেলার 45,982 জন কৃষকের কাছ থেকে 1 লাখ 18 হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে ।

জলপাইগুড়ি, 25 জানুয়ারি : রাজ্য সরকারের কাছ থেকে ধান নিয়ে চাল না দেওয়ায় জলপাইগুড়ির একটি চালকল সিল করে দেওয়ার নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । প্রয়োজনে ওই চালকলের মালিককে গ্রেপ্তার করার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী । আজ জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । উপস্থিত ছিলেন, খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অজয় আগরওয়াল, জেলাশাসক অভিষেক তিওয়ারি সহ জেলার সব BDO ও পুলিশ ।

বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, "জলপাইগুড়ির তিনটি চালকলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তার মধ্যে অন্যতম হল ময়নাগুড়ির জল্পেশ রাইস মিল । এই মিলের কাছ থেকে 2,197 মেট্রিক টন চাল পায় রাজ্য সরকার । ওই চাল সরকারকে ফেরত না দেওয়ায় চালকল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে জেলার আরও দুটি চালকলের উপরেও কড়া নজর রেখেছে সরকার । সেগুলি হল সরকার মিনি রাইস মিল ও এসকে অ্যাগ্রো রাইস মিল । সরকার মিনি রাইস মিলের কাছে 971 মেট্রিক টন ও এসকে অ্যাগ্রো রাইস মিলের কাছে 322 মেট্রিক টন চাল পায় । তাঁদের আরও একবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে । প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ।"

sealed jalpaiguri rice mill
রাইস মিল বন্ধের নির্দেশ খাদ্যমন্ত্রীর

মন্ত্রী জানান, জলপাইগুড়িতে ধান কেনার কাজ ভালোভাবে হচ্ছে । রাজ্য সরকার এখন থেকেই ডিজ়িটাল কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করছে । তাতে কোনও পরিবারের একজন রেশন দোকানে গেলেই সবার মাসিক রেশন তুলতে পারবেন । জেলার 45,982 জন কৃষকের কাছ থেকে 1 লাখ 18 হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে ।

Intro:চালকল সিল করে মালিককে গ্রেপ্তারের নির্দেশ।


Body:চালকল সিল করে মালিককে গ্রেপ্তারের নির্দেশ।


Conclusion:চালকল সিল করে মালিককে গ্রেপ্তারের নির্দেশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.