ETV Bharat / state

গজলডোবায় পুলিশকে মার, কাঠগড়ায় তৃণমূল নেতার অনুগামীরা

মহিলাদের কটূক্তির প্রতিবাদ করেছিলেন স্থানীয়রা । অভিযোগ, তারপরই স্থানীয়দের উপর চড়াও হয় তৃণমূল নেতা কৃষ্ণ দাসের অনুগামীরা । পুলিশ এলে তাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ ।

author img

By

Published : Jan 5, 2021, 7:41 AM IST

Updated : Jan 5, 2021, 10:12 AM IST

local shops vandalized in Gajoldoba
গাজোলডোবায় দোকান ভাঙচুর

জলপাইগুড়ি, 5 জানুয়ারি : ফের কাঠগড়ায় তৃণমূল নেতা কৃষ্ণ দাসের অনুগামীরা । গতকাল জলপাইগুড়ির গজলডোবায় ব্যবসায়ীদের দোকান ভাঙচুর ও মারধর করে একদল দুষ্কৃতী । ভাঙচুর করা হয় প্রায় 10টি দোকান । অভিযোগ, তৃণমূল নেতা কৃষ্ণ দাসের অনুগামীরাই এই হামলা চালিয়েছে । ঘটনাস্থান থেকে ঢিল ছোড়া দুরত্বে পুলিশ ফাঁড়ি থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্য়বসায়ীরা । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা ।

ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে । মত্ত অবস্থায় এলাকার মহিলাদের কটূক্তির অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে । মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ । স্থানীয়রা বাধা দিতে গেলে তাঁদের মারধওর করা হয় । এরপর পুলিশ এলে তাদের মারধরের অভিযোগ উঠেছে কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে । শেষে স্থানীয়রা অভিযুক্তদের গণধোলাই দিলে তারা পালিয়ে যায় ।

তখনকার মতো চলে গেলেও পরে আবার এলাকায় চড়াও হয় দুুষ্কৃতীরা । শতাধিক যুবক এসে ভাঙচুর চালায় স্থানীয় দোকানপাটে । মারধর করা হয় ব্যবসায়ীদের একাংশকে । রেহাই পাননি পুলিশকর্মী ও মহিলারাও । সূত্রের খবর, ঘটনায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মিলন পল্লি ফাঁড়ির সাব ইন্সপেক্টর সুব্রত সেন জখম হয়েছেন । যদিও পুরো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয় পুলিশ ।

কী বলছেন স্থানীয়রা ?

আরও পড়ুন : জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত 6

তৃণমূলের এসসি-এসটি-ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের অনুগামীরাই ওই হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

এদিকে ঘটনার পর স্থানীয়রা টায়ার জ্বালিয়ে আমবাড়ি-গজলডোবা রাজ্য সড়ক অবরোধ করেন । শিলিগুড়িতে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থাকার কারণে সময়মতো পুলিশ ঘটনাস্থানে যেতে পারেনি বলেও অভিযোগ তুলেছে কেউ কেউ ।

বিজেপির নেতা নকুল দাসের অভিযোগ , তৃণমূল নেতা কৃষ্ণ দাসের গুণ্ডা বাহিনী তাণ্ডব চালিয়েছে । দোকান-পাট ভাঙচুর করা হয়েছে । যাঁদের সঙ্গে কোনও ঝামেলাই নেই, তাঁদেরও দোকান ভাঙা হয়েছে । যদিও ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নেই বলে কৃষ্ণ দাস জানিয়েছেন ।

জলপাইগুড়ি, 5 জানুয়ারি : ফের কাঠগড়ায় তৃণমূল নেতা কৃষ্ণ দাসের অনুগামীরা । গতকাল জলপাইগুড়ির গজলডোবায় ব্যবসায়ীদের দোকান ভাঙচুর ও মারধর করে একদল দুষ্কৃতী । ভাঙচুর করা হয় প্রায় 10টি দোকান । অভিযোগ, তৃণমূল নেতা কৃষ্ণ দাসের অনুগামীরাই এই হামলা চালিয়েছে । ঘটনাস্থান থেকে ঢিল ছোড়া দুরত্বে পুলিশ ফাঁড়ি থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্য়বসায়ীরা । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা ।

ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে । মত্ত অবস্থায় এলাকার মহিলাদের কটূক্তির অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে । মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ । স্থানীয়রা বাধা দিতে গেলে তাঁদের মারধওর করা হয় । এরপর পুলিশ এলে তাদের মারধরের অভিযোগ উঠেছে কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে । শেষে স্থানীয়রা অভিযুক্তদের গণধোলাই দিলে তারা পালিয়ে যায় ।

তখনকার মতো চলে গেলেও পরে আবার এলাকায় চড়াও হয় দুুষ্কৃতীরা । শতাধিক যুবক এসে ভাঙচুর চালায় স্থানীয় দোকানপাটে । মারধর করা হয় ব্যবসায়ীদের একাংশকে । রেহাই পাননি পুলিশকর্মী ও মহিলারাও । সূত্রের খবর, ঘটনায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মিলন পল্লি ফাঁড়ির সাব ইন্সপেক্টর সুব্রত সেন জখম হয়েছেন । যদিও পুরো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয় পুলিশ ।

কী বলছেন স্থানীয়রা ?

আরও পড়ুন : জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত 6

তৃণমূলের এসসি-এসটি-ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের অনুগামীরাই ওই হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

এদিকে ঘটনার পর স্থানীয়রা টায়ার জ্বালিয়ে আমবাড়ি-গজলডোবা রাজ্য সড়ক অবরোধ করেন । শিলিগুড়িতে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থাকার কারণে সময়মতো পুলিশ ঘটনাস্থানে যেতে পারেনি বলেও অভিযোগ তুলেছে কেউ কেউ ।

বিজেপির নেতা নকুল দাসের অভিযোগ , তৃণমূল নেতা কৃষ্ণ দাসের গুণ্ডা বাহিনী তাণ্ডব চালিয়েছে । দোকান-পাট ভাঙচুর করা হয়েছে । যাঁদের সঙ্গে কোনও ঝামেলাই নেই, তাঁদেরও দোকান ভাঙা হয়েছে । যদিও ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নেই বলে কৃষ্ণ দাস জানিয়েছেন ।

Last Updated : Jan 5, 2021, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.