জলপাইগুড়ি, 5 ডিসেম্বর: ভিন রাজ্যের গাড়ির স্টেপনি থেকে টাকা উদ্ধারের (Money Recovered from Stepney) ঘটনায় গ্রেফতার পাঁচজন ৷ ধৃতরা হলেন ইমতিয়াজ আলম(29), মহম্মদ তৌফিক (38),মহম্মদ নওসাদক(28), মহম্মদ মোজাব্বিল (28) ৷ এদের মধ্যে চারজনই বিহারের বাসিন্দা ৷ অন্যদিকে গুড্ডু রজক(24) ডালখোলার বাসিন্দা । পুলিশ সূত্রে খবর, স্টেপনি থেকে উদ্ধার হয়েছে 93 লক্ষ 83 হাজার টাকা । এই বিপুল টাকা তৃণমূল কংগ্রেসের কয়লা ও বালি পাচারের টাকা বলে অভিযোগ বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গার ।
এদিন জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো সাংবাদিক সম্মেলন করে বলেন, "আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল টাকা পাচার করা হচ্ছে । ধূপগুড়ির দিক থেকে এশিয়ান হাইওয়ে 48 হয়ে একটি ছোট গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছে । খবর পাওয়া মাত্র বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ তেলিপাড়ায় নাকা চেকিং শুরু করে । কিছু না পাওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথায় অসঙ্গতি পাওয়া যায় । এরপর গাড়ির স্টেপনি খুলে আমরা টাকা উদ্ধার করি ।"
তিনি আরও বলেন, "93 লক্ষ 83 হাজার টাকা উদ্ধার হয়েছে । আমরা 5 জনকে গ্রেফতার করেছি । তাঁদের 14 দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে । তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে এই টাকা কোথা থেকে এল এবং কোথায় যাচ্ছিল । আমাদের ধৃতরা জানিয়েছেন, ব্যবসার জন্য টাকা নিয়ে যাচ্ছিল আসামে । কিন্তু এত টাকা ব্যবসার কাজে নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজ নেই তাঁদের কাছে ।"
এদিন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, "রাজ্যে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে অর্পিতা-সহ অনেক জায়গা থেকে টাকা উদ্ধার হয়েছে । হয়তো গাড়ির নম্বর পালটে সেই সব টাকাই সরানো হচ্ছিল । কোন কিছু হলেই তৃণমূল বলে বিজেপির টাকা । তাহলে পুলিশ প্রশাসন কী করছিল । এটা তৃণমূল কংগ্রেসের টাকা ৷ এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই । কয়লা, বালি-সহ কাঠ পাচারের টাকা এসব । পুলিশ গ্রিন করিডর করে ভাইপোর বাড়িতে টাকা দিয়ে আসে । আর মাঝেমধ্যে পুলিশ টাকা উদ্ধার করে দেখায় তারা কাজ করছে ।"
আরও পড়ুন: বিলাসবহুল গাড়ির স্টেপনি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, জলপাইগুড়িতে আটক 5
প্রসঙ্গত, রবিবার জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশের হাতে আটক হয় এক বিলাশবহুল গাড়ি (Money Recovery by Binnaguri Outpost) ৷ তাতে তল্লাশি চালিয়ে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করে পুলিশ । গাড়িটি ছিল ভিন রাজ্যের ৷ গাড়িতে থাকা অতিরিক্ত টায়ারের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমান টাকা । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বানারহাট থানার বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ । গাড়ির স্টেপনি টায়ারের সন্দেহ হবার ফলে পুলিশ টায়ার খুলে দেখে কালো প্লাস্টিকে পেঁচানো রয়েছে লক্ষ লক্ষ টাকা । টায়ারের ভেতর থেকে 94টি মোটা টাকার বান্ডিল উদ্ধার করা হয় । বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথি তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় এই টাকা । এরপরই গাড়িতে থাকা 5 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বানারহাট থানার পুলিশ ।