জলপাইগুড়ি, 21 মে: শীঘ্রই রাজ্য পেতে চলেছে তৃতীয় বন্দে ভারত । হাওড়া-পুরীর পর এবার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটবে এই সেমি হাইস্পিড ট্রেন ৷ অর্থাৎ, রাজ্যের জন্য এটি তৃতীয় হলেও উত্তর-পূর্ব ভারতে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ৷ রবিবার ভোরে ট্রেনটির ট্রায়াল রান সম্পন্ন হয় ৷ এদিন ভোর 6টা 10 মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয় বন্দে ভারত এক্সপ্রেস ৷ ভোর 6টা 51 মিনিট অর্থাৎ 41 মিনিটে ধূপগুড়ি স্টেশন পার করে কোচবিহারে পৌঁছয় । চলতি মাসের 24 তারিখ থেকে যাত্রীদের নিয়ে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত যাবে এই বন্দে ভারত এক্সপ্রেস ।
জানা গিয়েছে, আজ শুধুমাত্র ট্রায়াল রান অর্থাৎ পরীক্ষামূলক ভাবে এই রুটে বন্দে ভারত চালানো হল ৷ এটি দেশের 17তম বন্দে ভারত এক্সপ্রেস ৷ ঘণ্টায় 130 কিমি বেগে ছুটবে এই সেমি হাইস্পিড ট্রেন ৷ কবে থেকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস যাত্রী পরিষেবা শুরু করবে ? তা এখনও পর্যন্ত স্পষ্ট জানায়নি রেল কর্তৃপক্ষ ৷ তবে মনে করা হচ্ছে 24 মে প্রথম যাত্রী পরিষেবা দেবে উত্তর-পূর্ব ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন ৷ ট্রায়াল রান শেষে রেলের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বলেন, "সপ্তাহে 6 দিন নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাবে এই বন্দে ভারত এক্সপ্রেস ৷ 6 ঘণ্টায় 410 কিলোমিটার অতিক্রম করবে ৷"
আরও পড়ুন: গতিবেগ 130 কিমি ! সফল হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান
পাশাপাশি ট্রেনের ভাড়া কত হবে এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত এই যাত্রাপথে কোন কোন স্টেশনে বন্দে ভারত দাঁড়াবে, তা এখনও জানা যায়নি । প্রসঙ্গত, কয়েকদিন আগেই দেশের 16তম ও রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হয়েছে ৷ মাত্র সাড়ে 5 পাঁচ ঘণ্টায় হাওড়া থেকে জগন্নাথ ধাম পুরীতে পৌঁছে যাওয়া যাবে এই এক্সপ্রেস ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর হাত ধরে সেটি পথচলা শুরু করে ৷ শনিবার থেকে চালু হয় যাত্রী পরিষেবা ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের পরেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব জানিয়েছিলেন, চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রতিটি রাজ্যে বন্দে ভারত চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷