ETV Bharat / state

শিয়ালদাগামী তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এসি কামরার শৌচাগারে আগুন - Fair

আজ দুপুর তিনটে নাগাদ শিয়ালদাগামী তিস্তা তোর্সা এক্সপ্রেসের এসি কামরার শৌচাগারে আগুন লাগে । শৌচাগারের ভেন্টিলেটর থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা । খবর দেওয়া হয় রেলকর্মীদের । তাঁরা এসে আগুন নেভান ।

তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এসি কামরার শৌচাগারে আগুন
author img

By

Published : Jul 28, 2019, 9:32 PM IST

জলপাইগুড়ি, 28 জুলাই : আজ দুপুর তিনটে নাগাদ শিয়ালদাগামী তিস্তা তোর্সা এক্সপ্রেসের এসি কামরার শৌচাগারে আগুন লাগে । শৌচাগারের ভেন্টিলেটর থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা । খবর দেওয়া হয় রেলকর্মীদের । তাঁরা এসে আগুন নেভান ।

আজ নির্দিষ্ট সময়ে জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটি ঢুকলে যাত্রীরা দেখেন এসি কামরার শৌচাগার থেকে ধোঁয়া বেরোচ্ছে । জলপাইগুড়ি রোড স্টেশন মাস্টারকে খবর দেওয়া হলে তিনি ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে রাখেন । রেল কর্মীদের তৎপরতায় আগুন নেভে । আগুন নেভানোর 30 মিনিট পর ট্রেনটি পুনরায় রওনা দেয় ।

স্টেশন মাস্টার রতন তরফদার বলেন, "কোনও যাত্রী ট্রেনের শৌচাগারে ধূমপান করে, সিগারেটটি ভেন্টিলেটর দিয়ে ফেলে দেন । তা থেকেই আগুন লাগে । সঠিক সময়ে যাত্রীরা না দেখলে বড়সড় বিপদ ঘটতে পারত ।"

জলপাইগুড়ি, 28 জুলাই : আজ দুপুর তিনটে নাগাদ শিয়ালদাগামী তিস্তা তোর্সা এক্সপ্রেসের এসি কামরার শৌচাগারে আগুন লাগে । শৌচাগারের ভেন্টিলেটর থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা । খবর দেওয়া হয় রেলকর্মীদের । তাঁরা এসে আগুন নেভান ।

আজ নির্দিষ্ট সময়ে জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটি ঢুকলে যাত্রীরা দেখেন এসি কামরার শৌচাগার থেকে ধোঁয়া বেরোচ্ছে । জলপাইগুড়ি রোড স্টেশন মাস্টারকে খবর দেওয়া হলে তিনি ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে রাখেন । রেল কর্মীদের তৎপরতায় আগুন নেভে । আগুন নেভানোর 30 মিনিট পর ট্রেনটি পুনরায় রওনা দেয় ।

স্টেশন মাস্টার রতন তরফদার বলেন, "কোনও যাত্রী ট্রেনের শৌচাগারে ধূমপান করে, সিগারেটটি ভেন্টিলেটর দিয়ে ফেলে দেন । তা থেকেই আগুন লাগে । সঠিক সময়ে যাত্রীরা না দেখলে বড়সড় বিপদ ঘটতে পারত ।"

Intro:nullBody:জলপাইগুড়িঃ- শিয়ালদহ গামী তিস্তা তোর্ষা এক্সপ্রেসের এসি কামরায় আগুন।বাথরুমের ভেন্টিলেটরে আগুনে আতঙ্ক ট্রেনে।জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন।আগুন নিভিয়ে ৩০ মিনিট পর ফের রওনা গন্তব্যে। রেল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে । অপ্লের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ট্রেনটি।এদিন নির্দিষ্ট সময় ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশনে দাড়ানোতে স্টেশনের লোকজন দেখতে পান ট্রেনের এসি কামরার বাতরুম থেকে আগুন ও ধোয়া বের হচ্ছে।বিষয়টি জলপাইগুড়ি রোড স্টেশন মাস্টারকে খবর দিলে ট্রেনটি দাড় করিয়ে দেওয়া হয়। রেল কর্মীরা ছুটে আসেন আগুন নেভানোর জন্য। রেল কর্মী ও যাত্রীদের সহায়তায় আগুন নেভানো হয়।যাত্রীদের আশঙ্কা ট্রেনটি চলন্ত অবস্থায় থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসার প্রায় ৩০মিনিট পর ট্রেনটি কোলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন মাস্টার রতন তরফদার  যানিয়েছেন কোনো যাত্রী ট্রেনের বাতরুমে ধুমপান করে সিগারেট বাতরুমের ভেন্টিলেটরদিয়ে ফেলেছিল সেটা থেকেই আগুন লেগেছিল।
                    Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.