জলপাইগুড়ি, 9 সেপ্টেম্বর : আজ সকালে চা পাতার ব্যাগ তৈরির কারখানায় আগুন ৷ বিধ্বংসী আগুনে কারখানায় সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গেছে ৷ জলপাইগুড়ির পাঙ্গা সাহেব বাড়ি এলাকার ঘটনা ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷
আজ সকালে স্থানীয়রা ওই কারখানা থেকে আগুনের শিখা বের হতে দেখে ৷ প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ দমকলে খবর দেওয়া হয় ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন ৷ আগুন নেভানোর কাজ শুরু করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ পরে আরও একটি ইঞ্জিন আসে ৷
মোট তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আনা যায় ৷ দমকল কর্মীরা প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানোতে সক্ষম হয় ৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার প্রচুর মজুত করা সামগ্রী ভস্মীভূত হয়ে যায় ৷ খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পৌঁছায় ৷
কারখানার মালিক গৌতম কুমার বলেন," কারখানায় চা পাতার ব্যাগ তৈরি হত ৷ তার সমস্ত মেশিনপত্র ও চা পাতার ব্যাগ আগুনে পুড়ে গেছে ৷ প্রায় 1 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে ৷"
দমকল কর্মী ও পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই ওই কারখানায় আগুন লেগেছে ৷ কী ভাবে এই ভয়াবহ আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল কর্মী ও প্রশাসন ।