ETV Bharat / state

Jalpaiguri Hospital Fire : জলপাইগুড়ি সদর হাসপাতালের প্রশাসনিক ভবনে আগুন - Jalpaiguri Hospital Fire

জলপাইগুড়ি সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের রেকর্ড সেকসানে আগুন (Jalpaiguri Hospital Fire) ৷ ঘটনাস্থলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য দফতরের কর্তারা।

jalpaiguri hospital fire
হাসপাতালের আগুন
author img

By

Published : Mar 30, 2022, 12:20 PM IST

Updated : Mar 30, 2022, 7:13 PM IST

জলপাইগুড়ি, 30 মার্চ : সকাল সকাল জলপাইগুড়ি সদর হাসপাতালের প্রশাসনিক ভবনে আগুন ৷ আজ, বুধবার সকালে প্রশাসনিক ভবনের রেকর্ড বিভাগে আগুন লেগে যায় ৷ কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা (Jalpaiguri Hospital Fire)। ইতিমধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন এসে এসে পৌঁছেছে ৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ তবে হাসপাতালের ভিতরে ধোঁয়ার কারণে আগুন নেভাতে অসুবিধে হচ্ছে বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য দফতরের কর্তারা ।

জানা গিয়েছে, এদিন সকালে জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের রেকর্ড বিভাগের পাশে আগুন লাগে। ধীরে ধীরে স্বাস্থ্য দফতরের সমিতির ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর সহ আধিকারিকরা। আগুনের ফলে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় আউট ডোর। আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালে আসা রোগীরা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে তিনটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : NM Hospital Fire : কল্যাণীর জেএনএম হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে আগুন

এ বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার বলেন, "আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। পুরনো কিছু রেকর্ড নষ্ট হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।"

এদিকে জলপাইগুড়ি দমকলের আধিকারিক রামেশ্বর পাণ্ডে বলেন, "প্রচন্ড ধোঁয়ার ফলে আগুন নেভাতে কষ্ট হয়েছে। আমরা জলের স্প্রে করে ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনি। কী কারণে আগুন তা এখনই বলা যাচ্ছে না। সার্ভার রুমের কিছুটা ক্ষতি হলেও সার্ভার বাঁচানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

জলপাইগুড়ি, 30 মার্চ : সকাল সকাল জলপাইগুড়ি সদর হাসপাতালের প্রশাসনিক ভবনে আগুন ৷ আজ, বুধবার সকালে প্রশাসনিক ভবনের রেকর্ড বিভাগে আগুন লেগে যায় ৷ কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা (Jalpaiguri Hospital Fire)। ইতিমধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন এসে এসে পৌঁছেছে ৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ তবে হাসপাতালের ভিতরে ধোঁয়ার কারণে আগুন নেভাতে অসুবিধে হচ্ছে বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য দফতরের কর্তারা ।

জানা গিয়েছে, এদিন সকালে জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের রেকর্ড বিভাগের পাশে আগুন লাগে। ধীরে ধীরে স্বাস্থ্য দফতরের সমিতির ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর সহ আধিকারিকরা। আগুনের ফলে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় আউট ডোর। আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালে আসা রোগীরা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে তিনটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : NM Hospital Fire : কল্যাণীর জেএনএম হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে আগুন

এ বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার বলেন, "আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। পুরনো কিছু রেকর্ড নষ্ট হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।"

এদিকে জলপাইগুড়ি দমকলের আধিকারিক রামেশ্বর পাণ্ডে বলেন, "প্রচন্ড ধোঁয়ার ফলে আগুন নেভাতে কষ্ট হয়েছে। আমরা জলের স্প্রে করে ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনি। কী কারণে আগুন তা এখনই বলা যাচ্ছে না। সার্ভার রুমের কিছুটা ক্ষতি হলেও সার্ভার বাঁচানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

Last Updated : Mar 30, 2022, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.