ETV Bharat / state

মাংসের ভাগ নিয়ে বচসা, দাদার হাতে খুন ভাই - elder brother killed younger brother

বুধবার দুপুরে এক প্রতিবেশী দুই ভাইকে বাড়িতে খাওয়ার জন্য মাংস দিয়েছিল ৷ আর তারই কমবেশি ভাগ গিয়ে বচসা শুরু হয় দু’জনের মধ্যে ৷ শেষ পর্যন্ত বচসা চরম আকার নিলে ভাইয়ের উপর ধারালো অস্ত্রের কোপ বসায় দাদা । ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাই অনিল ওরাঁওয়ের ।

মাংসের ভাগ নিয়ে বচসা, দাদার হাতে খুন ভাই
মাংসের ভাগ নিয়ে বচসা, দাদার হাতে খুন ভাই
author img

By

Published : Jun 16, 2021, 9:46 PM IST

ডুয়ার্স, 16 জুন : দাদার হাতে খুন হল ভাই ৷ প্রতিবেশীর দেওয়া মাংসের ভাগ নিয়ে বচসার জেরে ছোটভাইকে খুন করে দাদা ৷ ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের 11 নম্বর লাইন সংলগ্ন এলাকায় ৷ মৃত যুবকের নাম অনিল ওরাঁও ৷

জানা গিয়েছে, বুধবার দুপুরে এক প্রতিবেশী দুইভাইকে বাড়িতে খাওয়ার জন্য মাংস দিয়েছিল ৷ আর তারই কমবেশি ভাগ গিয়ে বচসা শুরু হয় দু’জনের মধ্যে ৷ শেষ পর্যন্ত বচসা চরম আকার নিলে ভাইয়ের উপর ধারালো অস্ত্রের কোপ বসায় দাদা । ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাই অনিল ওরাঁওয়ের। ঘটনা জানাজানি হতেই সেখানে জড়ো হয় স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেটেলি থানার পুলিশ । মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় অভিযুক্ত দাদা সুনীল ওরাঁওকে । জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, মাংসের ভাগ নিয়েই দুইভাই এর মধ্যে বচসা হয় । দাদা ভাইকে খুন করে । দাদাকে আমরা গ্রেফতার করেছি । ঘটনার তদন্ত চলছে ।

আরও পড়ুন : জলপাইগুড়ির করলা নদীতে ব্যাকটেরিয়া বংশবিস্তারে উদ্বেগ পরিবেশপ্রেমীদের

ডুয়ার্স, 16 জুন : দাদার হাতে খুন হল ভাই ৷ প্রতিবেশীর দেওয়া মাংসের ভাগ নিয়ে বচসার জেরে ছোটভাইকে খুন করে দাদা ৷ ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের 11 নম্বর লাইন সংলগ্ন এলাকায় ৷ মৃত যুবকের নাম অনিল ওরাঁও ৷

জানা গিয়েছে, বুধবার দুপুরে এক প্রতিবেশী দুইভাইকে বাড়িতে খাওয়ার জন্য মাংস দিয়েছিল ৷ আর তারই কমবেশি ভাগ গিয়ে বচসা শুরু হয় দু’জনের মধ্যে ৷ শেষ পর্যন্ত বচসা চরম আকার নিলে ভাইয়ের উপর ধারালো অস্ত্রের কোপ বসায় দাদা । ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাই অনিল ওরাঁওয়ের। ঘটনা জানাজানি হতেই সেখানে জড়ো হয় স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেটেলি থানার পুলিশ । মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় অভিযুক্ত দাদা সুনীল ওরাঁওকে । জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, মাংসের ভাগ নিয়েই দুইভাই এর মধ্যে বচসা হয় । দাদা ভাইকে খুন করে । দাদাকে আমরা গ্রেফতার করেছি । ঘটনার তদন্ত চলছে ।

আরও পড়ুন : জলপাইগুড়ির করলা নদীতে ব্যাকটেরিয়া বংশবিস্তারে উদ্বেগ পরিবেশপ্রেমীদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.