ETV Bharat / state

TMC leader Murdered: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন তৃণমূল পঞ্চায়েত সদস্য, অভিযোগ পরিবারের - বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন

ময়নাগুড়িতে বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) জেরে খুন হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য (TMC leader Murdered) ৷ এমনটাই অভিযোগ তাঁর পরিবারের ৷ অভিযুক্ত পম্পা রায় সরকারকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

Family claims TMC leader Murdered for extramarital affair in Jalpaiguri
TMC leader Murdered
author img

By

Published : Sep 4, 2022, 11:06 PM IST

জলপাইগুড়ি, 4 সেপ্টেম্বর: দু'দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার হল শাসক দলের পঞ্চায়েত সদস্যের দেহ । বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) জেরেই খুন করা হয়েছে ময়নাগুড়ি মাধবডাঙ্গা-1 গ্রাম পঞ্চায়েতের সদস্য ধনেশ রায়কে, অভিযোগ পরিবারের । অভিযুক্ত পম্পা রায় সরকারকে ময়নাগুড়ি থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

জানা গিয়েছে, ময়নাগুড়ি মাধবডাঙ্গা-1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ধনেশ রায় গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন । শনিবার ময়নাগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ জানিয়েছিল ধনেশের পরিবারের সদস্যরা । রবিবার বাড়ির পাশের ধরলা নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।

মৃত ধনেশ রায়ের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি পরিবারের ৷ তাদের আরও দাবি, স্থানীয় এক বিধবা মহিলা পম্পা রায় সরকারের সঙ্গে গত একবছর ধরে পঞ্চায়েত সদস্য ধনেশ রায় বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেম । তার জেরেই তাঁকে খুন করা হয়েছে ।

পরিবারের দাবি, এর কারণ যেখানে দেহ উদ্ধার হয়েছে তার পাশেই রয়েছে অভিযুক্ত মহিলা পম্পা রায় সরকারের বাড়ি ৷ আর তার পাশেই একটা জঙ্গলে মৃত ধনেশের স্কুটিও উদ্ধার হয়েছে ৷ ফলে ওই মহিলা চক্রান্ত করে পঞ্চায়েত সদস্যকে খুন করেছে ৷ এই অভিযোগ পাওয়ার পরেই ময়নাগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত পম্পাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে (Family claims TMC leader Murdered for extramarital affair in Jalpaiguri) ৷

এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ, যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত-সহ অন্যান্য নেতারা ৷ মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করা হয়েছে ।

নদী থেকে উদ্ধার হল শাসক দলের পঞ্চায়েত সদস্যের দেহ

আরও পড়ুন: তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ এক

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা পম্পা রায় সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে ৷ এ দিন মহুয়া গোপ বলেন, "দলের পঞ্চায়েত সদস্যের দেহ উদ্ধার হয়েছে । মৃত্যুর কারণ জানা যায়নি ৷ তবে পুলিশ ঘটনার তদন্ত করছে ।"

জলপাইগুড়ি, 4 সেপ্টেম্বর: দু'দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার হল শাসক দলের পঞ্চায়েত সদস্যের দেহ । বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) জেরেই খুন করা হয়েছে ময়নাগুড়ি মাধবডাঙ্গা-1 গ্রাম পঞ্চায়েতের সদস্য ধনেশ রায়কে, অভিযোগ পরিবারের । অভিযুক্ত পম্পা রায় সরকারকে ময়নাগুড়ি থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

জানা গিয়েছে, ময়নাগুড়ি মাধবডাঙ্গা-1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ধনেশ রায় গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন । শনিবার ময়নাগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ জানিয়েছিল ধনেশের পরিবারের সদস্যরা । রবিবার বাড়ির পাশের ধরলা নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।

মৃত ধনেশ রায়ের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি পরিবারের ৷ তাদের আরও দাবি, স্থানীয় এক বিধবা মহিলা পম্পা রায় সরকারের সঙ্গে গত একবছর ধরে পঞ্চায়েত সদস্য ধনেশ রায় বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেম । তার জেরেই তাঁকে খুন করা হয়েছে ।

পরিবারের দাবি, এর কারণ যেখানে দেহ উদ্ধার হয়েছে তার পাশেই রয়েছে অভিযুক্ত মহিলা পম্পা রায় সরকারের বাড়ি ৷ আর তার পাশেই একটা জঙ্গলে মৃত ধনেশের স্কুটিও উদ্ধার হয়েছে ৷ ফলে ওই মহিলা চক্রান্ত করে পঞ্চায়েত সদস্যকে খুন করেছে ৷ এই অভিযোগ পাওয়ার পরেই ময়নাগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত পম্পাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে (Family claims TMC leader Murdered for extramarital affair in Jalpaiguri) ৷

এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ, যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত-সহ অন্যান্য নেতারা ৷ মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করা হয়েছে ।

নদী থেকে উদ্ধার হল শাসক দলের পঞ্চায়েত সদস্যের দেহ

আরও পড়ুন: তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ এক

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা পম্পা রায় সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে ৷ এ দিন মহুয়া গোপ বলেন, "দলের পঞ্চায়েত সদস্যের দেহ উদ্ধার হয়েছে । মৃত্যুর কারণ জানা যায়নি ৷ তবে পুলিশ ঘটনার তদন্ত করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.