জলপাইগুড়ি, 22 নভেম্বর: রাজনীতিতে কেউ উপরে থাকলে তাঁকে টেনে নামানোর চেষ্টা করা হয় । আমার বিরুদ্ধে প্রচুর মিথ্যা মামলা আছে (False case is being filed against me)। জলপাইগুড়ির (Jalpaiguri news) রাধাবাড়িতে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।
মঙ্গলবার রাধাবাড়িতে বিএসএফ ক্যাম্পে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, "আমাকে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে ৷ আমি কেন, অনেক বড় নেতার ক্ষেত্রেও অনেক মামলা আছে । আর আমার ক্ষেত্রে কোনও কিছুই লুকনো নেই । 2019 সালে ভোটে দাঁড়ানোর সময় আমি অ্যাফিডেভিটে সব উল্লেখ করেছি । আমার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা আছে । বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে । কিছুদিনের মধ্যে সব পরিস্কার হয়ে যাবে ।"
তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের বিষয়ে সরকারি ভাবে কোনও আলোচনা হয়নি । এমন হলে সবার আগে সংবাদমাধ্যম জানবে । আমরা জনতার রায় নিয়ে কাজ করতে চাই । উত্তরবঙ্গের লোকেদের বিভিন্ন দাবি উঠে আসছে । কেন এখানকার লোক আওয়াজ তুলছে, রাজ্য সরকারের বিষয়টি দেখা উচিত । যাতে এমন দাবি উঠে না আসে ৷"
এ দিন রাধাবাড়ির বিএসএফ ক্যাম্পাসে 70 জনকে আধাসামরিক বাহিনীতে চাকরির নিয়োগপত্র তুলে দেন নিশীথ প্রামাণিক । উপস্থিত ছিলেন বিএসএফ-এর উত্তরবঙ্গের আইজি অজয় কুমার সিং-সহ অন্যান্য আধিকারিকরা । এ দিন নিশীথ অভিযোগ করেন, রাজ্য সরকারের চাকরি পাচ্ছেন না বেকার যুবকরা । কেন এমন হচ্ছে সেটা দেখা উচিত । কেন্দ্রীয় সরকার প্রচুর বেকার যুবক যুবতীদের চাকরি দিচ্ছে । রাজ্য সরকার কেন কাজ দিতে পারছে না !
আরও পড়ুন: আইন সবার জন্য সমান, নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে প্রতিক্রিয়া উদয়নের
এ দিন রোজগার মেলা কর্মসূচির মাধ্যমে দেশের 10 লক্ষ যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে 71 হাজার যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল আজ দেশের বিভিন্ন প্রান্তে ৷ সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজগঞ্জের রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 767 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় ৷ অনুষ্ঠানে 200 জন যুবকের হাতে নিয়োগ পত্র তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ বাকি 567 জনকে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে ।
এ বিষয়ে নিশীথ প্রামাণিক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী দেশের যুবকদের বেকারত্ব দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ ৷ ইতিমধ্যে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন দেশের 10 লক্ষ যুবক ও যুবতীকে রোজগারের সুযোগ করে দিতে সরকারি চাকরি দেওয়া হবে খুব শীঘ্রই ৷ সেই কথামতো রোজগার মেলা কর্মসূচির মাধ্যমে গত মাস থেকে শুরু হয়েছে যুবক যুবতীদের নিয়োগপত্র প্রদান করা ৷ দ্বিতীয় পর্যায়ে আজ 71 হাজার যুবক যুবতীকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নিয়োগপত্র প্রদান করা হল ৷ এ ভাবেই 10 লক্ষ মানুষের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ৷
তাঁর অভিযোগ, যখন দেশে 71 হাজার যুবক-যুবতী কেন্দ্রীয় সরকারের চাকরির নিয়োগ পত্র হাতে পেয়ে গেল, সেখানে দেখা যাচ্ছে রাজ্যে যোগ্য থাকা সত্ত্বেও 500 দিনের উপর রাস্তায় বসে রয়েছেন যুবক-যুবতীরা ৷"