ETV Bharat / state

Jalpaiguri Municipality : জলপাইগুড়ি পৌরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

author img

By

Published : May 30, 2022, 8:26 PM IST

জলপাইগুড়ি টাউন ব্লকের সভাপতির নাম চেয়ারম্যান-ইন-কাউন্সিলের তালিকায় না থাকাকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (Factionalism in TMC Over Formation of Jalpaiguri Municipality Board) ৷ টাউন ব্লকের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওই তালিকা শীর্ষ নেতৃত্ব তৈরি করেনি ৷

Factionalism in TMC Over Formation of Jalpaiguri Municipality Board
Factionalism in TMC Over Formation of Jalpaiguri Municipality Board

জলপাইগুড়ি, 30 মে : তৃণমূল শীর্ষ নেতৃত্ব জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলদের নাম পাঠিয়েছে ৷ তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি টাউন ব্লকের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ৷ কারণ, জলপাইগুড়ি পৌরসভার পুরবোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিলে তাঁর নাম নেই ৷ তপনবাবুর অভিযোগ এই তালিকা শীর্ষ নেতৃত্ব তৈরি করেনি ৷ আর এই জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল বাছাইকে কেন্দ্র করে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (Factionalism in TMC Over Formation of Jalpaiguri Municipality Board) ৷

তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ির সভানেত্রী মহুয়া গোপ ও দলের চেয়ারম্যান খগেশ্বর রায়ের উপস্থিতিতে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলদের নাম ঘোষণা করেন ৷ কিন্তু, পৌরসভার চেয়ারম্যান বা চেয়ারম্যান-ইন-কাউন্সিল কোনও পদেই রাখা হয়নি তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক সভাপতি তথা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়কে ৷ নিজের নাম কোনও পদেই না থাকায় জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি ৷

জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান করা হয়েছে পাপিয়া পালকে ৷ চেয়ারম্যান-ইন-কাউন্সিল করা হয়েছে সন্দীপ মাহাতো, লোপামুদ্রা অধিকারী এবং স্বরুপ মণ্ডলকে ৷ খগেশ্বর রায় এবং মহুয়া গোপ জানান, তৃণমূলের রাজ্য নেতৃত্ব থেকেই এই তিনটি নাম পাঠানো হয়েছে ৷ আর শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত সবাইকে মেনে নিয়ে হবে ৷ মহুয়া গোপ বলেন, তপন বন্দ্যোপাধ্যায় টাউন ব্লক সভাপতি ৷ কিন্তু, তাঁর নামটাই নেই ৷ স্বাভাবিকভাবেই তাঁর খারাপ লাগার কথা ৷ কিন্তু, তিনি টাউন ব্লক সভাপতির সব দায়িত্ব তাঁকে পালন করতে হবে ৷

জলপাইগুড়ি পৌরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

আরও পড়ুন : Domestic Violence Case : বধূ নির্যাতনের মামলা প্রত্যাহার করছেন বিধায়ক খগেশ্বর রায়ের পুত্রবধূ

এ দিকে টাউন ব্লক সভাপতি তথা কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার প্রতি দল সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না ৷ আমি টাউন ব্লক সভাপতি হওয়ার পরেই বিধানসভা জিতেছি আমরা ৷ এই প্রথম 25টি ওয়ার্ডের মধ্যে 22টি ওয়ার্ড জিতেছি ৷ চেয়ারম্যান করার দাবি উঠেছিল ৷ কিন্তু, তাও হল না ৷ এমনকি চেয়ারম্যান-ইন-কাউন্সিলে আমাকে রাখা হয়নি ৷ যাঁরা পৌরসভাকে নিয়ে ব্যবসা করছে, তাঁরাই লাভবান হচ্ছে ৷’’ তাঁর অভিযোগ, যাঁদের নাম চেয়ারম্যান-ইন-কাউন্সিল পদে রাখা হয়েছে ৷ তা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঠিক করেছে বলে মনে করেন না তিনি ৷ কারণ, সেই চিঠিতে কোনও বিশেষ ব্যক্তির নাম ও সিল ব্যবহার করা হয়েছে ৷ আর তাই বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তপন বন্দ্যোপাধ্যায় ৷

জলপাইগুড়ি, 30 মে : তৃণমূল শীর্ষ নেতৃত্ব জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলদের নাম পাঠিয়েছে ৷ তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি টাউন ব্লকের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ৷ কারণ, জলপাইগুড়ি পৌরসভার পুরবোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিলে তাঁর নাম নেই ৷ তপনবাবুর অভিযোগ এই তালিকা শীর্ষ নেতৃত্ব তৈরি করেনি ৷ আর এই জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল বাছাইকে কেন্দ্র করে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (Factionalism in TMC Over Formation of Jalpaiguri Municipality Board) ৷

তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ির সভানেত্রী মহুয়া গোপ ও দলের চেয়ারম্যান খগেশ্বর রায়ের উপস্থিতিতে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলদের নাম ঘোষণা করেন ৷ কিন্তু, পৌরসভার চেয়ারম্যান বা চেয়ারম্যান-ইন-কাউন্সিল কোনও পদেই রাখা হয়নি তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক সভাপতি তথা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়কে ৷ নিজের নাম কোনও পদেই না থাকায় জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি ৷

জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান করা হয়েছে পাপিয়া পালকে ৷ চেয়ারম্যান-ইন-কাউন্সিল করা হয়েছে সন্দীপ মাহাতো, লোপামুদ্রা অধিকারী এবং স্বরুপ মণ্ডলকে ৷ খগেশ্বর রায় এবং মহুয়া গোপ জানান, তৃণমূলের রাজ্য নেতৃত্ব থেকেই এই তিনটি নাম পাঠানো হয়েছে ৷ আর শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত সবাইকে মেনে নিয়ে হবে ৷ মহুয়া গোপ বলেন, তপন বন্দ্যোপাধ্যায় টাউন ব্লক সভাপতি ৷ কিন্তু, তাঁর নামটাই নেই ৷ স্বাভাবিকভাবেই তাঁর খারাপ লাগার কথা ৷ কিন্তু, তিনি টাউন ব্লক সভাপতির সব দায়িত্ব তাঁকে পালন করতে হবে ৷

জলপাইগুড়ি পৌরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

আরও পড়ুন : Domestic Violence Case : বধূ নির্যাতনের মামলা প্রত্যাহার করছেন বিধায়ক খগেশ্বর রায়ের পুত্রবধূ

এ দিকে টাউন ব্লক সভাপতি তথা কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার প্রতি দল সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না ৷ আমি টাউন ব্লক সভাপতি হওয়ার পরেই বিধানসভা জিতেছি আমরা ৷ এই প্রথম 25টি ওয়ার্ডের মধ্যে 22টি ওয়ার্ড জিতেছি ৷ চেয়ারম্যান করার দাবি উঠেছিল ৷ কিন্তু, তাও হল না ৷ এমনকি চেয়ারম্যান-ইন-কাউন্সিলে আমাকে রাখা হয়নি ৷ যাঁরা পৌরসভাকে নিয়ে ব্যবসা করছে, তাঁরাই লাভবান হচ্ছে ৷’’ তাঁর অভিযোগ, যাঁদের নাম চেয়ারম্যান-ইন-কাউন্সিল পদে রাখা হয়েছে ৷ তা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঠিক করেছে বলে মনে করেন না তিনি ৷ কারণ, সেই চিঠিতে কোনও বিশেষ ব্যক্তির নাম ও সিল ব্যবহার করা হয়েছে ৷ আর তাই বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তপন বন্দ্যোপাধ্যায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.