ময়নাগুড়ি, 12 জুন : রাজ্য সরকারের দুয়ারে রেশনের আদলে এবার 'দুয়ারে গাছ' ৷ বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে চারাগাছ ৷ তাও আবার বিনামূল্যে ৷ একটা ফোন করলেই বিনামূল্যে চারাগাছের হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ৷ জলপাইগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনের তরফে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ ৷ কর্মসূচীর নাম 'দুয়ারে গাছ' ৷
গত 5 জুন বিশ্বজুড়ে পালিত হয়েছে পরিবেশ দিবস ৷ ভাইরাসের প্রকোপে অসুস্থ পৃথিবী পরিবেশ দিবসের গুরুত্ব হাড়ে হাড়ে টের পাচ্ছে ৷ মরার উপর খাঁড়ার ঘায়ের মতো কয়েকদিন আগে ঘূর্ণিঝড় যশ বয়ে গিয়েছে ৷ প্রচুর গাছগাছালির ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তাই বিশ্ব পরিবেশ দিবসে আরও বেশি করে গাছ লাগানোর শপথ নেওয়া হয়েছে ৷ কিন্তু এই করোনা পরিস্থিতিতে চাইলেও বাড়ির বাইরে গিয়ে চারাগাছ কিনে এনে লাগানোর উপায় নেই ৷
এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে ময়নাগুড়ির এক পরিবেশপ্রেমী সংগঠন ৷ সোশ্যাল মিডিয়ায় সংস্থার ফোন নম্বর দিয়ে বিনামূল্যে পছন্দমতো গাছের চারা বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে পোস্ট করা হয়েছিল ৷ সেই পোস্ট দেখে ফোন করলেই গাড়ি নিয়ে সংগঠনের সদস্যরা বাড়িতে পৌঁছে যাচ্ছেন ৷ গাছের চারার পাশাপাশি দেওয়া হচ্ছে বাঁশের তৈরি খাঁচা ৷ যাতে গাছটির বেড়ে ওঠায় কোনও সমস্যা না হয় ৷ পরিবর্তে শর্ত একটাই, গাছটিকে যত্ন করে বড় করে তুলতে হবে ৷ গাছ বাঁচাতে হবে ৷
ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠন এক হাজার চারাগাছ বিলি করার লক্ষ্য নিয়েছে । বিশেষ করে রানিচাপ, আতর, গামারি, নিম, বকুল, জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, কাঁঠাল, বট, পাকুড় সহ বিভিন্ন চারাগাছ বিলি করা হচ্ছে ৷ চলতি মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে এই কর্মসূচি ৷ চলবে 30 জুন পর্যন্ত ৷ অর্থাৎ গোটা মাস ধরে ময়নাগুড়ি ও আশপাশের এলাকায় গাছের চারা পৌঁছে দেওয়ার কাজ করবেন সংগঠনের সদস্যরা ৷ বিনামূল্যে দেওয়া গাছগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না তা মাসে একবার করে দেখে আসবেন সংগঠনের সদস্যরা ।
আরও পড়ুন : World Environment Day: ম্যানগ্রোভ বাঁচিয়েছে সুন্দরবনকে, ক্যানিংয়ে ফের বৃক্ষরোপণ
এই বিষয়ে ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, ‘‘আমরা 325টি পরিবারের হাতে গাছ তুলে দেওয়ার লক্ষমাত্রা নিয়েছি । আমাদের সদস্য অমল রায়, হিমাদ্রি রায়বীর, পীযূষ সরকার, গোপাল সরকার, টুবাই রায়, সাহেব দাস, বিশ্বজিৎ সেনরা বাড়ি বাড়ি গিয়ে গাছ দিয়ে আসছেন । আমরা দুয়ারে গাছ পৌঁছে দিচ্ছি । কিন্তু শর্ত একটাই, গাছ বাঁচাতে হবে ।’’