ETV Bharat / state

Jalpaiguri Immersion Accident: বিসর্জনের কার্নিভাল বন্ধের দাবিতে জেলাশাসককে চিঠি বিদ্বজনেদের - দুর্গাপুজো

জলপাইগুড়িতে (Jalpaiguri) এ বছরের মতো দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Durga Puja Immersion Carnival) বন্ধ রাখার আবেদন করলেন বুদ্ধিজীবীরা ৷ মাল নদীতে দুর্ঘটনার (Jalpaiguri Immersion Accident) জেরেই এই আবেদন ৷ জেলাশাসককে চিঠি পাঠিয়েছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে সাহিত্যিক, কবি, সমাজকর্মীরা ৷

eminent civilians send letter to DM demanding to stop Durga Puja Immersion Carnival in Jalpaiguri
Jalpaiguri Immersion Accident: বিসর্জনের কার্নিভাল বন্ধের দাবিতে জেলাশাসককে চিঠি বিদ্বজনেদের
author img

By

Published : Oct 6, 2022, 3:13 PM IST

জলপাইগুড়ি, 6 অক্টোবর: এটা উৎসব, আনন্দে গা ভাসানোর সময় নয় ৷ বরং ক্ষণিকের বিপর্যয়ে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন সেই মানুষগুলির পাশে থেকে তাঁদের দুঃখ, যন্ত্রণা ভাগ করে নেওয়ার সময় ৷ তাই এমন একটা বেদনাদায়ক বিজয়া দশমীর পর জলপাইগুড়িতে (Jalpaiguri) এ বছরের মতো দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Durga Puja Immersion Carnival) বন্ধ রাখা হোক ৷ এই আবেদন জানিয়েই জেলাশাসককে চিঠি পাঠালেন বুদ্ধিজীবীরা ৷

বুধবার, বিজয় দশমীর রাতে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা ৷ মাল নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় আচমকাই ধেয়ে আসা হড়পা বান কেড়ে নিয়েছে আটটি তরতাজা জীবন (Jalpaiguri Immersion Accident) ৷ এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন 13 জন ৷ প্রশাসনের দাবি, এমন ঘটনা আগে কখনও ঘটেনি ৷ এদিকে, তাদের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠছে ৷ শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া ৷ সরকারের তরফে মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ তারই মধ্যে জেলাশাসককে চিঠি পাঠালেন জলপাইগুড়ির লেখক, কবি, সমাজকর্মীরা ৷

আরও পড়ুন: জলপাইগুড়ির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, দুর্ঘটনার দায় কার ? উঠছে প্রশ্ন

চিঠির প্রেরকদের বক্তব্য, বিজয়া দশমী দেবী দুর্গাকে বিদায় জানানোর রীতি হলেও একইসঙ্গে দেবীর পুনরায় মর্ত্যে আগমনের অপেক্ষার সূচনাও বটে ৷ তাই এই রীতিতে বিচ্ছেদের বেদনা থাকলেও নতুন করে কিছু শুরু করার আনন্দও থাকে ৷ কারণ, মা আপাতত ফিরে গেলেও আবার ফিরে আসবেন ৷ কিন্তু, বুধবারের দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা আর কোনও দিনই ফিরে আসবেন না ৷ উৎসবের রেশ কাটতে না কাটতে যে পরিবারগুলি সদস্য হারাল, তাদের যন্ত্রণার কারণ কোনও দিন নির্মূল হবে না ৷ এই প্রেক্ষাপটে স্বজনহারা সেই সহনাগরিকদের প্রতি সমবেদনা জানাতে এবং তাঁদের পাশে থাকার বার্তা দিতেই কার্নিভালের মতো জমকালো অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন করা হয়েছে ৷

একই সুর শোনা গিয়েছে জলপাইগুড়ির শহর ব্লক কংগ্রেসের সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সীর গলাতেও ৷ তিনি ইতিমধ্যেই জেলাশাসককে একটি ইমেল করেছেন ৷ তাতে এবারের মতো পুজোর বিসর্জনের কার্নিভাল বন্ধ রাখার আবেদন করেছেন এই জনপ্রতিনিধি ৷

জলপাইগুড়ি, 6 অক্টোবর: এটা উৎসব, আনন্দে গা ভাসানোর সময় নয় ৷ বরং ক্ষণিকের বিপর্যয়ে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন সেই মানুষগুলির পাশে থেকে তাঁদের দুঃখ, যন্ত্রণা ভাগ করে নেওয়ার সময় ৷ তাই এমন একটা বেদনাদায়ক বিজয়া দশমীর পর জলপাইগুড়িতে (Jalpaiguri) এ বছরের মতো দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Durga Puja Immersion Carnival) বন্ধ রাখা হোক ৷ এই আবেদন জানিয়েই জেলাশাসককে চিঠি পাঠালেন বুদ্ধিজীবীরা ৷

বুধবার, বিজয় দশমীর রাতে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা ৷ মাল নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় আচমকাই ধেয়ে আসা হড়পা বান কেড়ে নিয়েছে আটটি তরতাজা জীবন (Jalpaiguri Immersion Accident) ৷ এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন 13 জন ৷ প্রশাসনের দাবি, এমন ঘটনা আগে কখনও ঘটেনি ৷ এদিকে, তাদের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠছে ৷ শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া ৷ সরকারের তরফে মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ তারই মধ্যে জেলাশাসককে চিঠি পাঠালেন জলপাইগুড়ির লেখক, কবি, সমাজকর্মীরা ৷

আরও পড়ুন: জলপাইগুড়ির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, দুর্ঘটনার দায় কার ? উঠছে প্রশ্ন

চিঠির প্রেরকদের বক্তব্য, বিজয়া দশমী দেবী দুর্গাকে বিদায় জানানোর রীতি হলেও একইসঙ্গে দেবীর পুনরায় মর্ত্যে আগমনের অপেক্ষার সূচনাও বটে ৷ তাই এই রীতিতে বিচ্ছেদের বেদনা থাকলেও নতুন করে কিছু শুরু করার আনন্দও থাকে ৷ কারণ, মা আপাতত ফিরে গেলেও আবার ফিরে আসবেন ৷ কিন্তু, বুধবারের দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা আর কোনও দিনই ফিরে আসবেন না ৷ উৎসবের রেশ কাটতে না কাটতে যে পরিবারগুলি সদস্য হারাল, তাদের যন্ত্রণার কারণ কোনও দিন নির্মূল হবে না ৷ এই প্রেক্ষাপটে স্বজনহারা সেই সহনাগরিকদের প্রতি সমবেদনা জানাতে এবং তাঁদের পাশে থাকার বার্তা দিতেই কার্নিভালের মতো জমকালো অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন করা হয়েছে ৷

একই সুর শোনা গিয়েছে জলপাইগুড়ির শহর ব্লক কংগ্রেসের সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সীর গলাতেও ৷ তিনি ইতিমধ্যেই জেলাশাসককে একটি ইমেল করেছেন ৷ তাতে এবারের মতো পুজোর বিসর্জনের কার্নিভাল বন্ধ রাখার আবেদন করেছেন এই জনপ্রতিনিধি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.