ETV Bharat / state

Elephant Safari Remain Closed: গরুমারায় এখনই শুরু হচ্ছে না হাতি সাফারি, সিদ্ধান্তে অখুশি রিসর্ট মালিকরা - গরুমারায় এখনই শুরু হচ্ছে না হাতি সাফারি, সিদ্ধান্তে অখুশি রিসর্ট মালিকরা

মূর্তি টিকিট কাউন্ডার থেকে হাতি সাফারির টিকিট দেওয়া হলে পর্যটকদের সুবিধা হবে বলেও দাবি রিসর্ট মালিকদের।

Elephant Safari at Gorumara to Remain Closed
গরুমারায় এখনই শুরু হচ্ছে না হাতি সাফারি, সিদ্ধান্তে অখুশি রিসর্ট মালিকরা
author img

By

Published : Nov 22, 2021, 10:59 PM IST

জলপাইগুড়ি, 22 নভেম্বর: গরুমারা (Gorumara ) জাতীয় উদ্যানে হাতি সাফারি (Elephant Safari) ফের স্থগিত করে দিল জাতীয় উদ্যান কর্তৃপক্ষ । পর্যটকদের কথা চিন্তা করে গরুমারা জাতীয় উদ্যানে হাতি সাফারি আগামী ২৩ তারিখ থেকে চালু করার কথা থাকলেও তা আপাতত বন্ধ হয়ে গেল । এতদিন করোনা সংক্রমণের কারণে এই সাফারি বন্ধ ছিল ৷ এতে অখুশি পর্যটকদের পাশাপাশি স্থানীয় রিসর্ট ব্যবসায়ীরাও ৷

সোমবার, দ্রুত হাতি সাফারি চালু এবং মূর্তি টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়ার দাবি জানিয়ে বন বিভাগের দফতরের সামনে বিক্ষোভ দেখান রিসর্ট মালিকরা ৷ জলপাইগুড়ির গরুমারার গাছবাড়িতে হাতি সাফারির জন্য টিকিট, মূর্তি টিকিট কাউন্টার থেকে দেওয়ার দাবি জানিয়েছে এখানকার রিসর্ট মালিকরা ৷ এই নিয়ে রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সোমবার বিক্ষোভ দেখানো হয় ৷

গরুমারায় এখনই শুরু হচ্ছে না হাতি সাফারি, সিদ্ধান্তে অখুশি রিসর্ট মালিকরা

আরও পড়ুন : Pool Car Crisis : স্কুল খুললেও অমিল পুলকার, সমস্যায় পড়ুয়ারা

তাঁদের দাবি, মূর্তি টিকিট কাউন্ডার থেকে হাতি সাফারির টিকিট দেওয়া হলে পর্যটকদের সুবিধা হবে। নয়ত পর্যটকদের ২০ কিলোমিটার দূরে লাটাগুড়ি থেকে এই টিকিট কাটতে হবে। এখন বন্ধ থাকা হাতি সাফারি দ্রুত শুরু করার দাবিও জানিয়েছেন তাঁরা ৷

জলপাইগুড়ি, 22 নভেম্বর: গরুমারা (Gorumara ) জাতীয় উদ্যানে হাতি সাফারি (Elephant Safari) ফের স্থগিত করে দিল জাতীয় উদ্যান কর্তৃপক্ষ । পর্যটকদের কথা চিন্তা করে গরুমারা জাতীয় উদ্যানে হাতি সাফারি আগামী ২৩ তারিখ থেকে চালু করার কথা থাকলেও তা আপাতত বন্ধ হয়ে গেল । এতদিন করোনা সংক্রমণের কারণে এই সাফারি বন্ধ ছিল ৷ এতে অখুশি পর্যটকদের পাশাপাশি স্থানীয় রিসর্ট ব্যবসায়ীরাও ৷

সোমবার, দ্রুত হাতি সাফারি চালু এবং মূর্তি টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়ার দাবি জানিয়ে বন বিভাগের দফতরের সামনে বিক্ষোভ দেখান রিসর্ট মালিকরা ৷ জলপাইগুড়ির গরুমারার গাছবাড়িতে হাতি সাফারির জন্য টিকিট, মূর্তি টিকিট কাউন্টার থেকে দেওয়ার দাবি জানিয়েছে এখানকার রিসর্ট মালিকরা ৷ এই নিয়ে রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সোমবার বিক্ষোভ দেখানো হয় ৷

গরুমারায় এখনই শুরু হচ্ছে না হাতি সাফারি, সিদ্ধান্তে অখুশি রিসর্ট মালিকরা

আরও পড়ুন : Pool Car Crisis : স্কুল খুললেও অমিল পুলকার, সমস্যায় পড়ুয়ারা

তাঁদের দাবি, মূর্তি টিকিট কাউন্ডার থেকে হাতি সাফারির টিকিট দেওয়া হলে পর্যটকদের সুবিধা হবে। নয়ত পর্যটকদের ২০ কিলোমিটার দূরে লাটাগুড়ি থেকে এই টিকিট কাটতে হবে। এখন বন্ধ থাকা হাতি সাফারি দ্রুত শুরু করার দাবিও জানিয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.