জলপাইগুড়ি, 20 ফেব্রুয়ারি: সাতসকালে লোকালয়ে হাতির হানা (Elephant Attack in Jalpaiguri)। আহত হয়েছেন 3 গ্রামবাসী ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় ৷ ঘটনাস্থলে পৌঁছেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা । এদিন সকালে হাতির হানায় আহত হয়েছেন কার্তিক ভাওয়াল নামে মধ্য বড়বাড়ির এক বাসিন্দা। এরপর এক মহিলা বুনোর হাতির সামনে পড়ে যান আরও এক মহিলা, তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আর এক মহিলা। মোট তিনজন আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
এলাকাবাসীদের অভিযোগ, সকাল বেলায় হঠাৎ করে দু’টি হাতি লোকালয়ে চলে আসে। এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। লোকালয়ে হাতির হানার খবর পেয়েই বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াড থেকে বনকর্মীরা হাতিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করতে থাকেন ৷ গোটা গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে হাতি দু’টো। কখনও জঙ্গলের ধারে চলে যাচ্ছে কখনও বা বাঁশ গাছের ঝাড়ে ঢুকে যাচ্ছে । এদিকে গজরাজের কেরামতি দেখতে স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন ৷
এলাকাবাসী সুদীপ্ত রায় বলেন, "সকালে দুটো হাতি চলে আসে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। জঙ্গলে খাবার নেই তাই তারা লোকালয়ে আসছে। বনবিভাগ থেকে বনকর্মীরা এলেও তারা হাতি দু’টিকে জঙ্গলে পাঠাতে পারেনি। এলাকায় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে হাতি দু’টো। আলুর ক্ষেতে ব্যপক ভাবে ক্ষতি করেছে হাতি দু’টো।" এই গ্রামবাসীর বক্তব্যের সপক্ষে আরেক গ্রামবাসী রহিদুল ইসলাম বলেন, "আমরা ভোররাত থেকে আতঙ্কিত। হঠাৎ আওয়াজ শুনে লাইট জ্বালাই। দেখি হাতি ঘর ভাঙছে। এরপর হাতি বাড়ি থেকে চলে যায়। আমাদের বাড়ি ভেঙেছে। আলুর জমি নষ্ট করেছে ।"
আরও পড়ুন: শিলিগুড়িতে লোকালয়ে গজরাজ, বৈকুণ্ঠপুরে জঙ্গলে হাতির পালের উপর নজর
এই প্রসঙ্গে গরুমারা বন্যপ্রাণী বিভাগের রেঞ্জার শুভাশিস রায় জানান, আমরা হাতি দু’টোকে নজরদারির মধ্যে রেখেছি। পরিস্থিতি বুঝে আমরা হাতি দু'টিকে জঙ্গলে পাঠাব। তিনজন আহত হয়েছেন ৷ আহতরা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।