ETV Bharat / state

Elephant Death : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু, শুঁড়ে শকের চিহ্ন স্পষ্ট, তদন্তে বানারহাট থানা - Jalpaiguri elephant death

ধান খেতে এসে হানা দিয়ে যাতে ধান নষ্ট না করে, তাই আগে থাকতে বিদ্যুতের তার দিয়ে বন্দোবস্ত করা ছিল ৷ রাতে হাতি ধান খেতে এসে সেই বিদ্যুতের তারেই শক খেয়ে প্রাণ হারিয়েছে একটি হাতি ৷ ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের মোগলকাটা রাভা বনবস্তিতে । তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ধান ক্ষেতে মৃত হাতি
ধান ক্ষেতে মৃত হাতি
author img

By

Published : Nov 17, 2021, 11:21 AM IST

জলপাইগুড়ি, 17 নভেম্বর : লোকালয়ে ধান খেতে এসে প্রাণ গেল হাতির । ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের মোগলকাটা রাভা বনবস্তিতে । জলপাইগুড়ি বনবিভাগের তোতাপাড়া বিটের এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা গিয়েছে, গত রাতে একটি হাতিকে ইলেকট্রিক শক দিয়ে হত‍্যা করা হয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা ।

মরাঘাটের জঙ্গল থেকে ধান খাওয়ার লোভে হাতিটি তোতাপাড়া বিটের মোগলকাটা রাভা বনবস্তিতে ঢুকে পড়ে । সেখানে হাতির হানা থেকে ধান বাঁচাতে বনবস্তির কৃষকরা ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রেখেছিলেন আগেভাগেই । হাতি গ্রামের খেতে ঢুকতেই ইলেকট্রিক শক লেগে মারা যায় বলে অভিযোগ । রাতেই খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন । ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি বনবিভাগ ও গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা ।

মৃত হাতির শুঁড়ে ইলেকট্রিক শক লাগার চিহ্ন
মৃত হাতির শুঁড়ে ইলেকট্রিক শক লাগার চিহ্ন

আরও পড়ুন : Elephant Death : পূর্ণবয়স্ক হাতির মৃত্যু ঝাড়গ্রামে, কারণ খতিয়ে দেখছে বনদফতর

সকালে দেখা যায়, ধানখেতের মধ্যেই হাতিটি মরে পড়ে রয়েছে । তার শুঁড়ে ইলেকট্রিক শক লাগার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে । এই হাতির মৃত্যুর পিছনে কারা রয়েছে, তার খোঁজ চালাচ্ছে বানারহাট থানার পুলিশও । গত বছর ঠিক এইভাবেই ইলেকট্রিক শকে জলপাইগুড়ি জেলায় হাতিমৃত্যুর ঘটনা ঘটেছে ।

জলপাইগুড়ি, 17 নভেম্বর : লোকালয়ে ধান খেতে এসে প্রাণ গেল হাতির । ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের মোগলকাটা রাভা বনবস্তিতে । জলপাইগুড়ি বনবিভাগের তোতাপাড়া বিটের এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা গিয়েছে, গত রাতে একটি হাতিকে ইলেকট্রিক শক দিয়ে হত‍্যা করা হয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা ।

মরাঘাটের জঙ্গল থেকে ধান খাওয়ার লোভে হাতিটি তোতাপাড়া বিটের মোগলকাটা রাভা বনবস্তিতে ঢুকে পড়ে । সেখানে হাতির হানা থেকে ধান বাঁচাতে বনবস্তির কৃষকরা ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রেখেছিলেন আগেভাগেই । হাতি গ্রামের খেতে ঢুকতেই ইলেকট্রিক শক লেগে মারা যায় বলে অভিযোগ । রাতেই খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন । ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি বনবিভাগ ও গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা ।

মৃত হাতির শুঁড়ে ইলেকট্রিক শক লাগার চিহ্ন
মৃত হাতির শুঁড়ে ইলেকট্রিক শক লাগার চিহ্ন

আরও পড়ুন : Elephant Death : পূর্ণবয়স্ক হাতির মৃত্যু ঝাড়গ্রামে, কারণ খতিয়ে দেখছে বনদফতর

সকালে দেখা যায়, ধানখেতের মধ্যেই হাতিটি মরে পড়ে রয়েছে । তার শুঁড়ে ইলেকট্রিক শক লাগার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে । এই হাতির মৃত্যুর পিছনে কারা রয়েছে, তার খোঁজ চালাচ্ছে বানারহাট থানার পুলিশও । গত বছর ঠিক এইভাবেই ইলেকট্রিক শকে জলপাইগুড়ি জেলায় হাতিমৃত্যুর ঘটনা ঘটেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.