ETV Bharat / state

ইলেকট্রিক শকে হাতির মৃত্যু, গ্রেপ্তার 1 - জলপাইগুড়ি হাতি মৃত্যু

নাগরাকাটায় ফের ইলেকট্রিক শকে হাতির মৃত্যুর ৷ এর আগেও হাতির মৃত্যু হয় ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Oct 31, 2020, 3:13 PM IST

জলপাইগুড়ি, 31 অক্টোবর : নাগরাকাটায় ফের ইলেকট্রিক শকে হাতির মৃত্যুর ৷ ঘটনায় গ্রেপ্তার জমির মালিক । ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানের পাশে খেরকাটা এলাকায় পুর্ণ বয়স্ক ওই হাতির মৃত্যুতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়ে ।

আজ ভোরে হাতির দল খেরকাটা এলাকায় ঢুকেছিল । সেখানে মফিজুল হক নামের এক ব্যক্তির সুপারি বাগানে হাতিটি ঢোকে । এরপর সকালে দেখা যায় সেই বাগানে মৃত অবস্থায় পরে রয়েছে হাতিটি । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় খেরকাটা বিট ও ডায়না রেঞ্জের বনকর্মীরা ।

বন দপ্তর সূত্রে খবর, গতকাল ওই এলাকায় হাতি এসেছিল । মফিজুল হকের বাড়ির পাশে বাতাবি লেবু গাছ থেকে বাতাবি লেবু খায় । এরপর সুপারি বাগানে ঢুকতে গেলেই ইলেকট্রিক শক খায় বলে অনুমান । হাতিটির বয়স প্রায় ৫০ বছর । এই বিষয়ে ডায়না রেঞ্জের রেঞ্জার রাজকুমার লায়েক জানান," আমাদের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শকেই হাতিটির মৃত্যু হয়েছে । ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । আইন মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।" অন্যদিকে, রাজ্যের প্রধান মুখ্যবনপাল (বন্যপ্রাণ ) প্রদীপ কুমার যাদব জানিয়েছেন , "জমিতে বৈদ্যুতিক তার রাখার জন্য মফিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে ৷"

জলপাইগুড়ি, 31 অক্টোবর : নাগরাকাটায় ফের ইলেকট্রিক শকে হাতির মৃত্যুর ৷ ঘটনায় গ্রেপ্তার জমির মালিক । ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানের পাশে খেরকাটা এলাকায় পুর্ণ বয়স্ক ওই হাতির মৃত্যুতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়ে ।

আজ ভোরে হাতির দল খেরকাটা এলাকায় ঢুকেছিল । সেখানে মফিজুল হক নামের এক ব্যক্তির সুপারি বাগানে হাতিটি ঢোকে । এরপর সকালে দেখা যায় সেই বাগানে মৃত অবস্থায় পরে রয়েছে হাতিটি । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় খেরকাটা বিট ও ডায়না রেঞ্জের বনকর্মীরা ।

বন দপ্তর সূত্রে খবর, গতকাল ওই এলাকায় হাতি এসেছিল । মফিজুল হকের বাড়ির পাশে বাতাবি লেবু গাছ থেকে বাতাবি লেবু খায় । এরপর সুপারি বাগানে ঢুকতে গেলেই ইলেকট্রিক শক খায় বলে অনুমান । হাতিটির বয়স প্রায় ৫০ বছর । এই বিষয়ে ডায়না রেঞ্জের রেঞ্জার রাজকুমার লায়েক জানান," আমাদের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শকেই হাতিটির মৃত্যু হয়েছে । ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । আইন মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।" অন্যদিকে, রাজ্যের প্রধান মুখ্যবনপাল (বন্যপ্রাণ ) প্রদীপ কুমার যাদব জানিয়েছেন , "জমিতে বৈদ্যুতিক তার রাখার জন্য মফিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.