জলপাইগুড়ি, 27 জুলাই : চা বাগান থেকে উদ্ধার বুনো হাতির মৃতদেহ ৷ জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ঘটনা ৷
জানা গিয়েছে, আজ সকালে নাগরাকাটার হিলা চা বাগানের শ্রমিকেরা কাজ করতে গিয়ে হাতিটির মৃতদেহ দেখতে পান ৷ এরপরই স্থানীয় বনবিভাগ কর্তৃপক্ষকে খবর দেন স্থানীয় বাসিন্দা ও শ্রমিকেরা ৷ ঘটনাস্থানে পৌঁছান গোরুমারা বন্যপ্রাণী বিভাগের খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ও নাগরাকাটা থানার পুলিশকর্মীরা ৷ বুনো হাতিটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলেও জানানো হয় বনবিভাগের তরফে ৷
এর আগে 22 জুলাই নাগরাকাটার বামনডাঙা চা বাগানে একটি হাতির মৃতদেহ উদ্ধার হয় ৷ প্রাথমিক তদন্তের পর অনুমান করা হয় যে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হাতিটির ৷ প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকটি হাতির মৃত্যু হয় ৷